“দশম শ্রেণিতে ফেল, ভালোবাসার টানে সিনেমা ছেড়েছিলেন”— বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকর

বলিউডের পর্দায় তাঁর উপস্থিতি যেমন মুগ্ধতা ছড়িয়েছিল, ঠিক তেমন হঠাৎ করেই তিনি হারিয়ে গিয়েছিলেন লাইমলাইট থেকে। নব্বই দশকে ‘হাম’, ‘আঁখে’, ‘গাওয়াহ’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী শিল্পা শিরোদকর দীর্ঘদিন ধরেই আর চলচ্চিত্রে সক্রিয় নন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি খোলামেলা ভাবে তুলে ধরেছেন কেন হঠাৎ করেই বলিউড থেকে সরে দাঁড়িয়েছিলেন।

বিয়ের সিদ্ধান্ত দেড় দিনে, বলিউড ত্যাগ এক নিঃশ্বাসে

নিউজিল্যান্ডে স্বামী অপরেশ রঞ্জিতের সঙ্গে সংসার পেতে এখন সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন শিল্পা। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, “আমি বিরতি নেওয়ার সিদ্ধান্তে কখনো অনুশোচনা করিনি। কাজের ব্যস্ততা মাঝেমধ্যে মিস করি ঠিকই, কিন্তু আমার সংসার, আমার সন্তান—এসবই এখন আমার জীবনের অগ্রাধিকার। আমি একজন সৎ, শিক্ষিত ও সুন্দর মনের মানুষের সঙ্গে জীবন কাটাচ্ছি, এটাই আমার কাছে বড় প্রাপ্তি।”

শিল্পার কথায় উঠে আসে তাঁর ভালোবাসার গল্পটিও। “অপরেশের সঙ্গে আমার পরিচয় হওয়ার মাত্র দেড় দিনের মধ্যে আমি ‘হ্যাঁ’ বলে দিই। ও বিদেশে পড়তে যাচ্ছিল। আমি ওর সততা আর সরলতা দেখেই মুগ্ধ হয়ে যাই।”

একজন অভিনেত্রী, একাডেমিক গ্যাপ ও আত্মবিশ্বাস

এই অংশে এসে শিল্পা অকপটে স্বীকার করেন, “আমি দশম শ্রেণিতে ফেল করেছিলাম। আর আমার স্বামী একজন সফল ব্যাংকার, যিনি ডাবল এমবিএ করেছেন। কিন্তু আমি কখনো ওর সামনে নিজেকে ছোট মনে করিনি। কারণ সম্পর্কের মূল ভিত্তি শিক্ষাগত ডিগ্রি নয়, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া।”

বিয়ের পর বলিউডের দরজা যেমন ছিল…

বিয়ের পর কি চলচ্চিত্রে ফিরতে চেয়েছিলেন? এমন প্রশ্নে শিল্পা জানালেন, “সেই সময়ে বিয়ের পর মেয়েরা তেমনভাবে সিনেমার প্রস্তাব পেতেন না। আর আমি তখন বলিউডের শীর্ষ তারকাও ছিলাম না। তাই আস্তে আস্তে অভিনয় থেকে দূরে সরে যাই।”

পরে এক সময় ভারতীয় টেলিভিশনে ফেরার চেষ্টা করলেও আগের মতো জনপ্রিয়তা আর পাননি শিল্পা। তবুও তাঁর কণ্ঠে নেই আক্ষেপ—বরং আছেন পরিপূর্ণ একজন নারীর আত্মবিশ্বাসে।