অভিনেতা দীপঙ্কর দে

দীপঙ্কর দে (ইংরেজি: Deepankar De) একজন ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা ৷ তিনি বহু চলচ্চিত্রে এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে নায়ক, খলনায়ক ও অনেক গুরুত্বপূর্ণ চরিত্রও রয়েছে ৷ তার জন্ম জন্ম ৫ জুলাই ১৯৪৪ জামশেদপুরে। সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরবর্তী কালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্মান লাভ করেন।

 

দীপঙ্কর দে । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনেতা দীপঙ্কর দে

 

প্রথম চলচ্চিত্রাভিনয় সত্যজিৎ রায় পরিচালিত সীমাবদ্ধ (১৯৭১)। সমগ্র চলচ্চিত্র জীবনে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

 

দীপঙ্কর দে । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বহু বাণিজ্যিক ছবিতেই কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা দীপঙ্কর, সত্যজিৎ রায় ছাড়াও কাজ করেছেন দীনেন গুপ্ত, তপন সিংহ, অপর্ণা সেন, প্রভাত রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ, ইন্দর সেন, মানু সেন, হরনাথ চক্রবর্তী সহ বহু পরিচালকের সাথে অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র অবনী (এক যে ছিল দেশ, ১৯৭৭): শচীন্দ্র (রজনী, (১৯৭৮), ছকড়ি দত্ত এবং নকড়ি দত্ত (বাঞ্ছারামের বাগান, ১৯৮০) পরমার স্বামী (পরমা, ১৯৮৫), প্রবীর (শাখাপ্রশাখা, ১৯৯২) সুদীপ্ত (শ্বেত পাথরের থালা, ১৯৯২), সুধীন্দ্র বসু (আগন্তুক, ১৯৯২); বিপিন (তাহাদের কথা, ১৯৯৩) সোমনাথ (১৯শে এপ্রিল, ১৯৯৬); ব্রজেন (নিশিযাপন, ২০০৫), অনিকেত (আবহমান, ২০১০) প্রভৃতি।

চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি দূতদর্শন ধারাবাহিকে, যাত্রায় এবং নাট্যাভিনয়েও অংশ নিয়েছেন। পরমা ছবিতে অভিনয়ের সুবাদে বছরের শ্রেষ্ঠ সহ অভিনেতার জাতীয় সম্মান লাভ করেন।

 

 

Google News অভিনেতা দীপঙ্কর দে
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি –

  • ১৯৭১ সীমাবদ্ধ, হারায়ে খুঁজি, সেলাম মেমসাহেব, নতুন সূর্য,
  • ১৯৭৬ জনঅরণ্য, শাবিব, অসময় মোহনবাগানের মেয়ে
  • ১৯৭৭ শেষ রক্ষা, এক যে ছিল দেশ, সানাই
  • ১৯৭৮ রজনী, তুষারডীর্ণ অমরনাথ
  • ১৯৭৯ লাট্টু, পরিচয়, মাদার, সমাধান, শুভ সংবাদ, নৌকাডুবি,
  • ১৯৮০ এই তো সংসার, দর্পচূর্ণ, শেষ বিচার, বড় ভাই, বাঞ্ছারামের বাগান,
  • ১৯৮১ সৎমা, সুবর্ণ গোলক, বন্দী বলাকা, কলঙ্কিনী, পাহাড়ী ফুল:
  • ১৯৮২ আকালের সন্ধানে, পিপাসা, উত্তর মেলেনি, প্রতীক্ষা, বোধন, ইমনকল্যাণ, আজ কাল পরশুর গল্প, মায়ের আশীর্বাদ, অমৃতকুত্তের সন্ধানে:
  • ১৯৮৩ রবি সোম, কাউকে বোলো না, বনশ্রী, অর্পিতা, জ্যোৎস্না রাত্রি, তনয়া:
  • ১৯৮৪ সূর্য কৃষ্ণা, রাজেশ্বরী, অগ্নিশুদ্ধি, মোহনার দিকে, ললিতা
  • ১৯৮৫ নিশাস্ত্রে, বৈকুণ্ঠের উইল, আমার পৃথিবী, পরমা, তিল থেকে তাল;
  • ১৯৮৬ শ্যাম সাহেব, শাপমুক্তি, অমরকণ্টক প্রেমবন্ধন
  • ১৯৮৭ আপন ঘরে, সম্রাট ও সুন্দরী, স্বর্ণময়ীর ঠিকানা, মৌনমুখর, রানীমা, সরগম, যার যে প্রিয়, দাবার চাল
  • ১৯৮৮ দেনাপাওনা
  • ১৯৮৯ নয়নমণি, মণিমালা, অভিসার, নতুন সূর্য, আমানত
  • ১৯৯০ গণশত্রু, আপন আমার আপন, সংক্রান্তি, পাপী, ভাড়াগড়া, জীবনসঙ্গী, অভিমন্যু, শেষ আঘাত, মনময়ূরী,
  • ১৯৯১ প্রশ্ন, প্রেমপূজারী, শুভকামনা, ঠিকানা, জীবন প্রদীপ, এক পশলা বৃষ্টি,
  • ১৯৯২ রক্তে লেখা, অনুতাপ, পেন্নাম কলকাতা, শাখাপ্রশাখা, আগন্তুক নতুন সংসার, পুরুষোত্তম, শ্বেত পাথরের থালা
  • ১৯৯৩ অনুভব, তাহাদের কথা, তোমার রক্তে আমার সোহাগ, প্রেমী;
  • ১৯৯৪ প্রত্যাঘাত, সালমা সুন্দরী ফিরিয়ে দাও. হুসর গোধূলি, দৃষ্টি, দাগী,
  • ১৯৯৬ ১৯শে এপ্রিল, সিথির সিঁদুর, সোপান, লাঠি, হিমঘর:
  • ১৯৯৭ প্রেম জোয়ারে, দানব, জয়ী, সেদিন চৈত্রমাস, একালের কালপুরুষ,
  • ১৯৯৮ আমার মা, আমি যে তোমারই, জামাই নম্বর ওয়ান, রণক্ষেত্র, শেষ কর্তব্য, সূর্যকন্যা,
  • ১৯৯৯ শুধু একবার বলো, সিঁদুর খেলা, শাঁখা সিঁদুরের দিব্যি, আত্মীয়স্বজন, অনুপমা, জীবন নিয়ে খেলা, স্বপ্ন নিয়ে, শত্রু মিত্র, দায় দায়িত্ব
  • ২০০০ বসতির মেয়ে রাধা, আশ্রয়, আমাদের সংসার, মিস ইউনিভার্স, রূপসী দোহাই তোমার, ত্রিশূল, উৎসব, আমাদের জননী, পিতা ধর্ম পিতা স্বর্গ,
  • ২০০১ একটু ভালবাসার জন্য, জামাইবাবু জিন্দাবাদ, জনক জননী, মা মানুষ মাটি, মেয়েটি বড় মিষ্টি, নেমকহারাম, প্রতিবাদ, প্রেম প্রতিজ্ঞা, প্রেম সাক্ষী, সুদ আসল, তিতলি,
  • ২০০২ বাঙালীবাবু, একটু ছোঁয়া, প্রতিহিংসা, গান্ধবী, স্বপ্নের ফেরিওয়ালা, আমার মায়ের শপথ, অন্ধ প্রেম, মায়ের আঁচল, চ্যাম্পিয়ান;
  • ২০০৪ প্রতিশোধ,
  • ২০০৫ বাবুমশাই, স্বপ্ন, নিশিযাপন, শূন্য এ বুকে, সংগ্রাম, তবু ভালোবাসি:
  • ২০০৬ একাই একশো, হাঙ্গামা, অগ্নিশপথ,
  • ২০০৭ শুধু তোমার জন্য, রুদ্র দ্যা ফায়ার, পিতৃভূমি,
  • ২০০৮ জোর, আয়নাতে, তুমি কার, চিরসাথী,
  • ২০০৯ তিনমূর্তি,
  • ২০১০ আবহমান।

 

Leave a Comment