দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় এর জন্ম ২৪ পরগণা জেলার কালিকাপুরে। স্কুল শিক্ষা অসম্পূর্ণ রেখেই ইন্ডিয়ান স্কুল অফ আর্টসে ভর্তি হন শিল্পবিদ্যায় শিক্ষা নেওয়ার জন্য। নির্বাক যুগে ম্যাডান থিয়েটার্সে যোগ দেন দৃশ্যপট আকার শিল্পী হিসাবে।
দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান
প্রথম চলচ্চিত্রাভিনয় ম্যাডান থিয়েটার্স প্রযোজিত এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত বিষবৃক্ষ (নির্বাক, ১৯২২) ছবিতে। নায়কের ভূমিকায় প্রথম অভিনয় তাজমহল ফিল্ম কোম্পানি প্রযোজিত এবং নরেশচন্দ্র মিত্র পরিচালিত মানভঞ্জন (১৯২৩)। নির্বাক মুখে বহু ছবিতেই তিনি নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র গোপীনাথ (মানভঞ্জন, নির্বাক, ১৯২৩): চন্দ্রনাথ (চন্দ্রনাথ, নির্বাক, ১৯২৪), গোবিন্দলাল (কৃষ্ণকান্তের উইল, নির্বাক, ১৯২৬), জগৎ সিংহ (দুর্গেশনন্দিনী, নির্বাক, ১৯২৭) নবকুমার (কপালকুণ্ডলা, নির্বাক, ১৯২৯) নরেন্দ্র (কণ্ঠহার, নির্বাক, ১৯৩০), জীবানন্দ (দেনাপাওনা, ১৯৩১); পূর্ণ (চিরকুমার সভা, ১৯৩২), নামভূমিকা (চণ্ডীদাস, ১৯৩২), কুম্ভ (মীরাবাই, ১৯৩৩), অজয় (দেশের মাটি, ১৯৩৮) নামভূমিকা (ঠিকাদার, ১৯৪০) প্রভৃতি।
নির্বাক ও সবাক যুগ মিলিয়ে ৩৪টি ছবিতে অভিনয় করেছেন। যে সব পরিচালকদের সাথে কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়, প্রেমাঙ্কুর আতর্থী, দেবকী বসু, নরেশচন্দ্র মিত্র, প্রফুল্ল রায় প্রভৃতি।
চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চেও অভিনয় করেছেন। প্রথম নাট্যাভিনয় স্টার থিয়েটারে কর্ণার্জুন নাটকে বিকর্ণের ভূমিকায়। পরবর্তীকালে স্টার ছাড়াও রঙমহলে কয়েকটি নাটকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।
কালীশ মুখোপাধ্যায় সম্পাদিত ‘দুর্গাদাস’ গ্রন্থটি রূপমঞ্চ পত্রিকা থেকে ১৯৪৪ সালে এবং মিহির ভদ্র সম্পাদিত ‘দুর্গা দাস বন্দোপাধ্যায় স্মৃতি আত্মস্মৃতি ও মূল্যায়ন’ ২০০০ সালে সেরিবান থেকে প্রকাশিত হয়।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯২২ বিষবৃক্ষ
- ১৯২৩ মানভঞ্জন;
- ১৯২৪ চন্দ্রনাথ, প্রেমাঞ্জলি:
- ১৯২৫ মিশর রাণী,
- ১৯২৬ ধর্মপত্নী, জেলের মেয়ে, কৃষ্ণকান্তের উইল:
- ১৯২৭ দুর্গেশনন্দিনী
- ১৯২৮ ভ্রান্তি সরলা, শাস্তি কি শাস্তি:
- ১৯২৯ কপালকুণ্ডলা, রজনী
- ১৯৩০ বুকের বোঝা, কণ্ঠহার, রাধারাণী
- ১৯৩১ স্বামী (নির্বাক), দেনাপাওনা
- ১৯৩২ ভাগ্যলক্ষ্মী (নির্বাক), চিরকুমার সভা, চণ্ডীদাস
- ১৯৩৩ কপালকুণ্ডলা, মীরাবাই,
- ১৯৩৪ মহুয়া,
- ১৯৩৫ ভাগ্যচক্র
- ১৯৩৬ পরপারে
- ১৯৩৭ দিদি
- ১৯৩৮ বিদ্যাপতি, দেশের মাটি:
- ১৯৩৯ পরশমণি
- ১৯৪০ ব্যবধান, ঠিকাদার
- ১৯৪১ অবতার:
- ১৯৪৩ প্রিয় বান্ধবী, সহধর্মিণী।
১৯২২-৩০ পর্যন্ত ছবিগুলি সবই নির্বাক ছবি হিসাবে নির্মিত।
আরও দেখুনঃ