দেবরাজ রায় একজন বাঙালী অভিনেতা। বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।
তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়। তিনি প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন চিত্র এবং সংবাদচিত্রও নির্মাণ করেন।
দেবরাজ রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান
জন্ম কলকাতায়। পিতা নট ও নাট্যকার তরুণ রায় নাট্য জগতে ধনঞ্জয় বৈরাগী নামে পরিচিত। ১৯৭১ সালে মিত্র ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হন। পরবর্তী কালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করেছেন। বাবার প্রতিষ্ঠা করা থিয়েটার সেন্টারে নিয়মিত নাট্যাভিনয় এবং নাট্য নির্দেশনার সাথে যুক্ত।
প্রথম চলচ্চিত্রাভিনয় সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী (১৯৭০) ছবিতে। সত্যজিৎ ছাড়াও মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, অজিত গঙ্গোপাধ্যায়, অগ্রদূত সহ বহু পরিচালকের সাথে কাজ করেছেন। দেবরাজ অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র টুনু (প্রতিদ্বন্দ্বী, ১৯৭০); প্রতিবাদী যুবক (কলকাতা ৭১, ১৯৭২): রাজা (রাজা, ১৯৭৫) নিতাই (কবি, ১৯৭৫), যতীন (গণদেবতা, ১৯৭৯) প্রভৃতি।
নাট্য পরিচালনা, নাট্যাভিনয়, চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি বেতার নাটক, দূরদর্শন ধারাবাহিক, যাত্রাতেও অংশ নিয়েছেন।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৭০ প্রতিদ্বন্দ্বী
- ১৯৭২ কলকাতা ৭১
- ১৯৭৩ মর্জিনা আবদাল্লা, নতুন দিনের আলো
- ১৯৭৫ রাজা, কবি, সেদিন দুজনে
- ১৯৭৯ গণদেবতা,
- ১৯৮৭ সরগম
- ১৯৮৮ করোটি
- ১৯৯১ দেবর
- ১৯৯৪ নটী বিনোদিনী, রক্ত নদীর ধারা:
- ১৯৯৬ পরিক্রমা।
- ১৯৯৭ মিত্তির বাড়ির ছোট বৌ
- ১৯৯৯ প্রিয়জন, রাজদণ্ড, সিরাজ:
- ২০০০ দেবাঞ্জলি, হারজিৎ,
- ২০০১ দুর্গা, সংঘাত, ভালেবাসা কি আগে বুঝিনি, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
- ২০০৩ মেজদিদি:
- ২০০৭ মহাগুরু, রুদ্র দ্য ফায়ার
- ২০০৯ যদি কাগজে লেখ নাম,
- ২০১০ গুডলি।
আরও দেখুনঃ