দেশের মাটি চলচ্চিত্র

দেশের মাটি চলচ্চিত্রটি একটি গ্রামীণ ধারার চলচ্চিত্র, নীতিন বসু পরিচালনা করেছেন। চলচ্চিত্রটিতে কুন্দনলাল সায়গল, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ইন্দু মুখোপাধ্যায়, কৃষ্ণচন্দ্র দে, শ্যাম লাহা, পঙ্কজকুমার মল্লিক, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন। গল্পটিতে একটি গ্রামের উচ্চবিত্ত ও নিম্নবিত্ত লোকেদের গ্রামীণ জীবনধারা তুলে ধরা হয়েছে।

 

দেশের মাটি চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

দেশের মাটি চলচ্চিত্র

  • প্রযোজনা — নিউ থিয়েটার্স।
  • কাহিনি – বিন্যা চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, সুধীর সেন, নীতিন বসু।
  • চিত্রনাট্য, পরিচালনা ও চিত্রগ্রহণ –  নীতিন বসু।
  • সংগীত পরিচালনা পঙ্কজকুমার মল্লিক।
  • শব্দগ্রহণ — মুকুল বসু।
  • শিল্প নির্দেশনা-অর্জুন রায়, সৌরেন সেন, পি. এন রায়।
  • সম্পাদনা— সুবোধ মিত্র।
  • গীতিকার – অজয় ভট্টাচার্য।

দেশের মাটি চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন —

কুন্দনলাল সায়গল, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ইন্দু মুখোপাধ্যায়, কৃষ্ণচন্দ্র দে, শ্যাম লাহা, পঙ্কজকুমার মল্লিক, ভানু বন্দ্যোপাধ্যায় (বড়), অহি সান্যাল, টোনা রায়, অমর মল্লিক, চন্দ্রাবতী দেবী, উমাশশী দেবী।

নেপথ্য সংগীত —

কুন্দনলাল সায়গল, কৃষ্ণচন্দ্র দে।

 

দেশের মাটি চলচ্চিত্রের কাহিনি—

পুরন্দরপুরের কৃষ্ণ ঠাকুরের (কৃষ্ণচন্দ্র) আর্থিক অবস্থা মন্দ না হলেও বর্তমানে তিনি গ্রামের মধ্যে একঘরে। বয়স্কা অবিবাহিতা কন্যা গৌরীর (উমাশশী) বিয়ে দিতে না পারার কারণে গ্রামের মহাজন যদু চক্রবর্তীর (অমর) নেতৃত্বে গ্রামের লোকেরা তাঁকে একঘরে করেছে।

অশোক (সায়গল) ও অজয় (দুর্গাদাস) দুই বন্ধু। অজয়ের ইচ্ছে দুই বন্ধু মিলে বিলেত থেকে উচ্চশিক্ষা নিয়ে আসবে, আর অশোক চায় উন্নত প্রযুক্তিতে চাষের কাজ করে গ্রামের উন্নয়ন করতে। অজয় গেল বিলেতে আর অশোক তার তিন বন্ধুকে (শ্যাম, পঙ্কজ, ভানু) নিয়ে পুরন্দরপুরে যায় উন্নত প্রযুক্তিতে চাষ করতে।

যদু চক্রবর্তীর বিরোধিতায় অশোক চাষের জমি জোগাড় করতে অসুবিধার সম্মুখীন হলে কুঞ্জ ঠাকুর তার সাহায্যে এগিয়ে আসেন। প্রাথমিক কিছু অসুবিধা দেখা দিলেও অজয়ের বোন অরুণার (চন্দ্রাবতী) আর্থিক সাহায্যে অশোক সব বাধা কাটিয়ে ওঠে এবং গ্রামের লোকেরা যদুর আশ্রয় ছেড়ে অশোকের পাশে এসে দাঁড়ায়।

 

 

google news logo

 

হঠাৎই অনাবৃষ্টির কারণে গ্রমের লোকেরা আসন্ন দুর্ভিক্ষের আশঙ্কায় জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অজয় ঐ জমির তলায় কয়লা পাওয়ার সম্ভাবনা জানত, সে জমি কিনতে মনস্থ করে। শেষ পর্যন্ত বৃষ্টি আসায় গ্রামের চাষিরা জমি বিক্রির সিদ্ধান্ত পরিত্যাগ করে অশোকের সহযোগিতায় এগিয়ে আসে।

আরও দেখুনঃ

Leave a Comment