নিজের ছবি পোস্ট করে আইনি ঝামেলায় জেনিফার লোপেজ

হলিউড তারকাদের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। সাধারণত তারকাদের অনুমতি না নিয়ে ছবি তোলার জন্য পাপারাজ্জিদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে এবারে ঘটেছে ঠিক উল্টো ঘটনা—নিজের তোলা নয়, এমন ছবি পোস্ট করায় গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, আলোকচিত্রী এডউইন ব্লাঙ্কো এবং ছবি সংরক্ষণকারী প্রতিষ্ঠান ব্যাকগ্রিড অভিযোগ এনেছে, লোপেজ তাদের অনুমতি না নিয়েই তাদের তোলা ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

ঘটনাটি ঘটে চলতি বছরের জানুয়ারিতে, গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণীর আগের রাতে লস অ্যাঞ্জেলেসের অ্যামাজন এমজিএম স্টুডিওস ও Vanity Fair-এর আয়োজিত একটি পার্টিতে। সেখানে সাদা পোশাক ও কৃত্রিম পশমের কোট পরে হোটেলের বাইরে দাঁড়ানো লোপেজের কয়েকটি ছবি তুলেছিলেন ব্লাঙ্কো। পরে সেগুলো লোপেজ নিজের ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার)-এ শেয়ার করেন, যেগুলো দ্রুতই ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্যান পেজ ও ফ্যাশন প্ল্যাটফর্মে।

নিজের ছবি পোস্ট করে আইনি ঝামেলায় জেনিফার লোপেজ
নিজের ছবি পোস্ট করে আইনি ঝামেলায় জেনিফার লোপেজ

আইনজীবীদের তথ্য অনুযায়ী, ব্যাকগ্রিড ও ব্লাঙ্কো এরপর লোপেজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে পারিশ্রমিকসহ একটি সমঝোতায় পৌঁছাতে চাইলেও, এখনও পর্যন্ত লোপেজ সেই চুক্তিতে স্বাক্ষর করেননি।

এ ধরনের ঘটনা লোপেজের জন্য নতুন নয়। ২০১৯ ও ২০২০ সালেও অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে তিনি আইনি জটিলতায় পড়েন। এই তালিকায় আরও আছেন ডুয়া লিপা, জিজি হাদিদসহ বহু তারকা।

ব্যাকগ্রিড ও ব্লাঙ্কো এই মামলায় প্রতিটি ছবির জন্য ১ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন। তাঁদের অভিযোগ, লোপেজ এসব ছবি নিজের ব্যক্তিগত ব্র্যান্ড প্রচারে ব্যবহার করেছেন—যেমন পোশাক ও গয়নার ডিজাইনারদের তুলে ধরা, ফলোয়ারদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং স্পনসরদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে।

মামলার নথিতে বলা হয়েছে, “মিস লোপেজ ছবিগুলো ব্যবহার করেছেন সরাসরি বাণিজ্যিক স্বার্থে ও আত্মপ্রচারের লক্ষ্যে। ছবির কপিরাইট মূলত আলোকচিত্রী বা সংশ্লিষ্ট সংস্থার মালিকানায় থাকে এবং তারাই নির্ধারণ করে ছবি কোথায় এবং কীভাবে ব্যবহৃত হবে।”

প্রাসঙ্গিক তথ্য:

পূর্ববর্তী অনুরূপ মামলা:

তারকাসালঅভিযোগ
জেনিফার লোপেজ2019, 2020অনুমতি ছাড়া ছবি শেয়ার
ডুয়া লিপা2021পাপারাজ্জি ছবি ব্যবহার
জিজি হাদিদ2019কপিরাইট লঙ্ঘন

কপিরাইট আইন অনুযায়ী: কোনও আলোকচিত্রী বা প্রতিষ্ঠান যদি কোনও ছবি তোলে, তার প্রকাশ ও ব্যবহার সংক্রান্ত সম্পূর্ণ অধিকার থাকে তাদের কাছেই। অনুমতি ছাড়া তা ব্যবহারে আইনি জটিলতা দেখা দিতে পারে—even যদি ছবিতে নিজেই থাকেন তবুও।