ঢাকা, ২৬ মার্চ – জনপ্রিয় ও ভার্সেটাইল অভিনেতা ফজলুর রহমান বাবু এবার নতুন চরিত্রে হাজির হচ্ছেন। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’ সিনেমায় তিনি অভিনয় করেছেন তেলবাহী জাহাজের বাবুর্চির চরিত্রে।
‘মাস্তুল’ সিনেমা: গল্প ও চরিত্র
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র বাবুর্চি মকবুল, যার সঙ্গে এক বন্দরে পরিচয় হয় আশ্রয়হীন শিশু নূরার। ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। মকবুল নূরাকে তার সহকারী হিসেবে জাহাজে নিয়ে এলে খালাসিদের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। নারায়ণগঞ্জের বন্দর থেকে শীতলক্ষ্যা ও মেঘনা নদীর পথে চলন্ত জলযানে সিনেমাটির শুটিং হয়েছে।
সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, জুলফিকার চঞ্চল, শিকদার মুকিত এবং শিশুশিল্পী আরিফ।

পরিচালক ও অভিনেতার অনুভূতি
ফজলুর রহমান বাবু তার চরিত্র সম্পর্কে বলেন,
“গল্পটি দারুণ! আমার চরিত্রটি ভিন্নমাত্রার এবং এতে আবেগ, দ্বন্দ্ব ও সম্পর্কের এক নতুন রূপ রয়েছে। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।”
পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান জানান, সিনেমাটিতে ক্ষমতার দ্বন্দ্ব চিত্রিত হয়েছে।
“একজন মানুষ কীভাবে জাহাজের অন্যান্য কর্মীদের ওপর অমানুষিক আচরণ করে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। ফজলুর রহমান বাবুর চরিত্রটি গল্পের মূল চালিকা শক্তি,” – বলেন পরিচালক।
উৎসব ও মুক্তির পরিকল্পনা
পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান নিজে বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জের বন্দর এলাকায়, যেখানে তেলবাহী জাহাজের কর্মচারীদের জীবনের নানা দিক তিনি কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি নির্মাণ করেছেন ‘মাস্তুল’।
গত ২৪ মার্চ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এটি বিশ্বের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর চলতি বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।