মাহিয়া মাহি | বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

মাহিয়া মাহির আসল নাম শারমিন আকতার নিপা (মঞ্চ নাম মাহিয়া মাহী হিসেবেই অধিক পরিচিত) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তার জন্ম ২৭ অক্টোবর ১৯৯৩। ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহীর চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। বর্তমান বাংলাদেশের জনপ্রিয়তা এবং সাফল্যের শীর্ষে যিনি রয়েছেন তিনি হলেন মাহিয়া শারমিন আক্তার নীপা। শুধু বাংলাদেশেই নয় তিনি ভারতের চলৎচিত্র জগতেও কাজ করেছেন।

 

মাহিয়া মাহি

 

মাহিয়া মাহি | বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

তার সম্পর্কে সাধারণ তথ্য:

সম্পূর্ণ নাম : মাহিয়া শারমিন আক্তার নীপা [ মাহিয়া মাহি ]

জন্ম তারিখ : ২৭ অক্টোবর ১৯৯৩

জন্ম স্থান : রাজশাহী, বাংলাদেশ

নাগরিকতা : বাংলাদেশ

জীবিকা : অভিনয়, মডেল

বয়স : ২৩ বছর

মাহিয়া মাহী

 

শিক্ষাগত তথ্য:

বিদ্যালয় : উত্তরা হাই স্কুল, বাংলাদেশ

মহাবিদ্যালয় : শান্ত – মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি (SMUCT), ঢাকা, বাংলাদেশ।

শিক্ষাগত যোগ্যতা : ফ্যাশন ডিজাইনিং এ বিএসসি করেছেন ।

 

মাহিয়া মাহী

 

ধর্মীয় তথ্য:

তিনি জন্মগত ভাবে মুসলিম।

 

মাহিয়া মাহী

শারীরিক পরিসংখ্যান:

উচ্চতা: ৫’৬”

ওজন: ৫০ কেজি

চুলের রঙ: লাইট ব্রাউন

চোখের রঙ: ডার্ক ব্রাউন

ট্যাটু: আছে

 

মাহিয়া মাহী

 

প্রথম চলচিত্র:

ভালোবাসার রঙ (২০১২)

পুরস্কার: 

  • ২০১৩, বস্কাস অ্যাওয়ার্ড, বেস্ট ফিল্ম অ্যাকট্রেস ক্যাটাগরি তে “ভালোবাসার আজকাল” ফিল্ম এ বিজয়ী হন।
  • ২০১৪, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড, বেস্ট ফিল্ম অ্যাকট্রেস, অগ্নি ফিল্ম এ বিজয়ী হন।

 

মাহিয়া মাহি

 

সম্পর্ক তথ্য:

পরিবার:

পিতা: আবু বক্কর খোকন

মাতা: দিলারা ইয়াসমিন সবি

স্বামী:

প্রথম স্বামী: মাহমুদ পারভেজ অপু (২০১৬-২০২১)

দ্বিতীয় স্বামী এবং বর্তমান স্বামী: রাকিব সরকের (২০২১)

প্রেমিক:

সইমন সাদিক

 

মাহিয়া মাহী

 

পছন্দ তালিকা:

খাদ্য: ফ্রেঞ্চ ফ্রাই, মাশরুম

পানীয়: Not Known

অভিনেতা: সিয়াম আহমেদ

খেলা: ক্রিকেট

রং: রেড, পিঙ্ক

হোটেল: কোরিয়ান রেস্টুরেন্ট

জায়গা: মেক্সিকো

 

আর্থিক পরিসংখ্যান

সর্বমোট অর্থ: ১৫-২০ কোটি

চলচিত্র পিছু প্রাপ্য: ৫০ লাখ – ১কোটি

 

Social Profiles:

 

 

মাহিয়া মাহি

 

মাহিয়া মাহি কি ধূমপান করেন ?
উত্তর : না

মাহিয়া মাহি কে ?

উত্তর : মাহিয়া মাহি বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী যিনি ভালোবাসার রঙ, অন্য রকম ভালোবাসা, ভালোবাসার আজকাল, কি দারুন দেখতে, রোমিও – জুলিয়েট ইত্যাদি ফিল্ম এর জন্য জনপ্রিয়তা অর্জন করেন ।

কোন সালে তিনি তার অভিনয় যাত্রা শুরু করেন?

উত্তর : ২০১২

মাহিয়া মাহি কি মদ্যপান করেন ?

উত্তর : না

What happened with Mahi in 2015?

২০১৫ তে মাহির বিবাহের পর তার এক্স প্রেমিক দাবি করেন তার সাথে মাহির বিবাহ হয় এবং একটি ফটো দেন । এর বিরুদ্ধে মাহি আদালতে কেস ফাইল করেন আইসিটি ধারায় পার্সোনাল পিকচার অপব্যাবহার করায়।

Google News মাহিয়া মাহি | বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

Leave a Comment