শাকিব ভক্তদের দুর্ব্যবহার, দুঃখপ্রকাশ করলেন ওমর সানী

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে অনুষ্ঠিত হয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা বরবাদ-এর বিশেষ প্রদর্শনী। মঙ্গলবার (২৫ মার্চ) এই প্রদর্শনী দেখতে যান বিশিষ্ট নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত। তবে সিনেমা দেখার পর বের হওয়ার সময় অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন তিনি।

কাজী হায়াতকে ঘিরে উত্তেজনা

প্রদর্শনী শেষে কাজী হায়াত বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে দেন শাকিব খানের ভক্তরা। নির্মাতা গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও, উত্তেজিত ভক্তরা ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন কাজী হায়াতের ছেলে, চিত্রনায়ক কাজী মারুফ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

ওমর সানীর প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ওমর সানী লিখেছেন,

“কাজী হায়াত কিংবদন্তির নাম। যদিও তার সাথে আমার কোনো ছবি নেই। কিন্তু উনাকে শ্রদ্ধা করি। উনার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা খুবই দুঃখজনক।”

তিনি মনে করেন, এই ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে।

“আমার কাছে মনে হয়েছে এটি ইনটেনশনালি করা,”—বলেন ওমর সানী।

তিনি আরও লেখেন, “যা-ই হোক, আমরা সম্মানের সাথে থাকি। জোর শব্দটা কারো একার নয়।”

ওমর সানী
ওমর সানী

নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

ওমর সানীর এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ শাকিব ভক্তদের সমর্থন করলেও, অনেকেই ওমর সানীর কথাকে যৌক্তিক বলে মনে করেছেন।

প্রবীণ নির্মাতার সঙ্গে এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অনেকে।

‘বরবাদ’-এর মুক্তির দাবিতে মানববন্ধন

শাকিব ভক্তরা মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে বরবাদ-এর আনকাট সেন্সরের দাবিতে মানববন্ধন করেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা স্লোগান দেন—এই সিনেমার মুক্তি অবিলম্বে নিশ্চিত করতে হবে, কোনো শর্ত ছাড়া!

এই মানববন্ধনের দিনই কাজী হায়াত বরবাদ দেখতে যান। তবে সিনেমা দেখার পর বের হওয়ার সময় তিনি শাকিব ভক্তদের প্রতিবন্ধকতার মুখে পড়েন এবং তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা চলছে, আর নেটিজেনদের প্রতিক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।