সালমান খান ও মাহেশ নারায়ণনের মধ্যে পিরিয়ড থ্রিলার নিয়ে চূড়ান্ত আলোচনা

বলিউড সুপারস্টার সালমান খান ১৯৭০-এর দশক থেকে ১৯৯০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত একটি পিরিয়ড-অ্যাকশন থ্রিলার ছবির জন্য জনপ্রিয় মালয়ালম চলচ্চিত্র নির্মাতা মাহেশ নারায়ণনের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছেন।

 

বর্তমান প্রজেক্ট: গালওয়ান

সালমান খান বর্তমানে তাঁর আসন্ন ছবি গালওয়ান-এর প্রস্তুতিতে ব্যস্ত, যা পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এই চলচ্চিত্রে গালওয়ান উপত্যকার সংঘর্ষের অজানা কাহিনি তুলে ধরা হবে। অভিনেতা চলতি মাসেই ৩০ দিনের শুটিং সূচির জন্য লাদাখে যাবেন বলে আশা করা হচ্ছে।

এই হাই-প্রোফাইল ছবির প্রস্তুতির পাশাপাশি সালমান পরবর্তী প্রজেক্ট চূড়ান্ত করতে বিভিন্ন পরিচালকের সঙ্গে বৈঠক করছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনি ইতিমধ্যেই মালয়ালম পরিচালক মাহেশ নারায়ণনের সঙ্গে চার থেকে পাঁচটি বৈঠক করেছেন, যার সর্বশেষটি গত সপ্তাহে মুম্বাইয়ে হয়েছে।

 

আলোচনাধীন চলচ্চিত্র

উন্নয়ন-সম্পর্কিত এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে—

“সালমান খান ও মাহেশ নারায়ণন একাধিক আইডিয়ায় কাজ করছেন। সালমান এখন ১৯৭০-এর দশক থেকে ১৯৯০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত একটি পিরিয়ড-অ্যাকশন থ্রিলারের জন্য প্রাথমিক সম্মতি দিয়েছেন। মাহেশ শীঘ্রই সম্পূর্ণ গল্প বর্ণনা নিয়ে ফিরবেন।”

সূত্রটি আরও জানায়, আলোচনার অগ্রগতি অনেক দূর এগিয়েছে, এবং সালমান প্রকল্পটিতে গভীর আগ্রহ দেখিয়েছেন, কারণ এটি তাঁকে তাঁর স্বাচ্ছন্দ্যের বাইরে নিয়ে যাবে।

“গালওয়ান হোক বা মাহেশ নারায়ণনের পরিচালনা—সালমান এখন এমন সব ধারায় কাজ করতে চান যা তাঁকে চ্যালেঞ্জ জানাবে। এই বছরের শেষের আগে মাহেশ নারায়ণনের ছবিটি নিয়ে শতভাগ স্পষ্টতা আসবে,” সূত্রটি জানিয়েছে।

 

অন্য সহযোগিতার সম্ভাবনা

মাহেশ নারায়ণনের পাশাপাশি সালমান কবীর খানের সঙ্গেও আলোচনায় আছেন।

“তাঁরা একসঙ্গে কাজ করার স্পষ্ট ইচ্ছা নিয়ে একাধিক ধারণা নিয়ে আলোচনা করছেন। এই আলোচনা বিভিন্ন ধারায় বিস্তৃত—স্টাইলিশ অ্যাকশন থ্রিলার থেকে হাই-অকটেন ড্রামা, এবং অবশ্যই বহুল প্রতীক্ষিত বজরঙ্গি ভাইজান সিক্যুয়েল,” সূত্রটি জানায়।

মাহেশ নারায়ণনের ছবিটি নিয়ে সূত্রটি আরও যোগ করেছে—

“এটি এমন একটি চরিত্র ও প্রেক্ষাপট, যা সালমান আগে কখনও অন্বেষণ করেননি। বর্তমানে এই সহযোগিতার জন্য সবকিছু ইতিবাচক মনে হচ্ছে।”

 

সম্ভাব্য সময়সূচি

সালমান খান ২০২৫ সালের নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত গালওয়ান ছবির শুটিং চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে, মাহেশ নারায়ণন তাঁর মালয়ালম ছবিগুলির কাজ শেষ করবেন। যদি সহযোগিতা চূড়ান্ত হয়, তবে এই পিরিয়ড থ্রিলারের শুটিং ২০২৬ সালে শুরু হবে বলে সম্ভাবনা রয়েছে।