অজয় কর

অজয় কর এর জন্ম ১৯১৪ সালে কলকাতায়। আদি বাড়ি পূর্ববঙ্গের (বাংলাদেশ) ঢাকা জেলার তিকোরিয়া। পিতা প্রমোদচন্দ্র ছিলেন চিকিৎসক। কলেজে পড়াকালীন শিক্ষা অসম্পূর্ণ রেখে চিত্রগ্রহণ শিখবার জন্য ১৯৩৩ সালে ইষ্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানিতে যতীন দাসের অধীনে শিক্ষানবিশ হিসাবে কাজে যোগ দেন। পরবর্তীকালে ইন্দ্রপুরী স্টুডিওতেও কিছুদিন শিক্ষানবিশ হিসাবে কাজ করেন ।

 

অজয় কর । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অজয় কর

অজয় কর স্বাধীন ভাবে প্রথম চিত্রগ্রহণ করেন চারু রায় পরিচালিত এবং ইন্দ্র মুভিটোন প্রযোজিত পথিক (১৯৩৯) ছবিতে। পরে ‘সব্যসাচী’ নামে একটি যৌথ পরিচালক গোষ্ঠী স্থাপন করেন। অজয় কর ছাড়াও সেখানে ছিলেন চিত্রনাট্যকার বিনয় চট্টোপাধ্যায়, শব্দযন্ত্রী যতীন দত্ত, শিল্প নির্দেশক বিশু চক্রবর্তী এবং সম্পাদক কমল গাঙ্গুলী।

 

অজয় কর । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কানন দেবী প্রতিষ্ঠিত শ্রীমতী পিকচার্সের প্রযোজনায় সব্যসাচী পরিচালিত প্রথম ছবি অনন্যা (১৯৪৯), পরবর্তীকালে শ্রীমতী পিকচার্সের ব্যানারে তৈরি করেন বামুনের মেয়ে (১৯৪৯), এবং মেজদিদি (১৯৫০), শ্রীমতী পিকচার্সের হয়ে কাজ করার আগে তিনি জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনটি, নিরঞ্জন পালের সাথে দুটি, নীরেন লাহিড়ীর চারটি, দেবকীকুমার বসুর একটি, শৈলজানন্দ মুখার্জীর দুটি এবং হেমেন গুপ্তর দুটি ছবির চিত্রগ্রহণের কাজ করেছেন।

স্বাধীন পরিচালক হিসাবে প্রথম ছবি জিঘাংসা (১৯৫১)। ছবিটির চিত্রগ্রহণের সাথে চিত্রনাট্য রচনাও করেছিলেন। এর আগে তিনি জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের সাথে যুগ্মভাবে রবীন মাষ্টার (১৯৪৯) ছবির চিত্রনাট্য রচনা করেন। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ৪৫টি বাংলা ছবির চিত্রগ্রহণের পাশাপাশি ২৪টি ছবি পরিচালনা, ২টি ছবি প্রযোজনা এবং ৩টি ছবির চিত্রনাট্য রচনা করেছেন। কাজের সুবিধার জন্য ১৯৫৭ সালে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ফিল্ম ল্যাবরেটরি। প্রযোজিত ছবি দুটি হল পরিণীতা ও মাল্যদান ৷

 

Google News অজয় কর
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি- —

১৯৩৯ : পথিক; ১৯৪১ : কর্ণার্জুন, রাসপূর্ণিমা, শকুন্তলা, শ্রীরাধা, ব্রাহ্মণ কন্যা; ১৯৪২ : পাষাণ দেবতা, গরমিল, মিলন, সহধর্মিণী, দ্বন্দ্ব, সমাধান; ১৯৪৩ : নীলাঙ্গুরীয়, দম্পতি, শহর থেকে দূরে, পোষ্যপুত্র; ১৯৪৫ : বন্দিতা, শ্রীদুর্গা, ভাবীকাল; ১৯৪৭ : রায়চৌধুরী, চন্দ্রশেখর; ১৯৪৮ : ভুলি নাই; ১৯৪৯ : রাঙামাটি, অনন্যা, অনুরাধা, পরিবর্তন, বামুনের মেয়ে; ১৯৫০ : মেজদিদি; ১৯৫১ : *জিঘাংসা; ১৯৫৪ : গৃহপ্রবেশ; ১৯৫৫ : সাজঘর, পরেশ; ১৯৫৬ : শ্যামলী; ১৯৫৭ : বড়দিদি, হারানো সুর, খেলাঘর; ১৯৬০ : সপ্তপদী, শুন বরনারী; ১৯৬২ : অতল জলের আহ্বান; ১৯৬৩ : সাত পাকে বাঁধা, বর্ণালী; ১৯৬৪ : প্রভাতের রঙ; ১৯৬৬ : কাঁচ কাটা হীরে; ১৯৬৯ : পরিণীতা; ১৯৭১ : মাল্যদান; ১৯৭৩: কায়াহীনের কাহিনী; ১৯৭৯ : নৌকাডুবি; ১৯৮৪ : বিষবৃক্ষ; ১৯৮৮ : মধুবন। * চিহ্নের পরের ছবিগুলি পরিচালনা করেছেন। এই ছবিগুলির প্রথম নয়টি ছবির চিত্রগ্রহণও অজয় কর নিজেই করেছিলেন।

 

আরও দেখুনঃ

Leave a Comment