অজিতেশ বন্দ্যোপাধ্যায়

আজকে আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানব

 

অজিতেশ বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অজিতেশ বন্দ্যোপাধ্যায়

অজিতেশ বন্দ্যোপাধ্যায় এর জন্ম আসানসোলের কাছে মানভূমের অন্তর্গত রোপায়। কুলটি হাই স্কুল থেকে ম্যাট্রিক, আসানসোল কলেজ থেকে আই.এ. এবং কলকাতার মণীন্দ্রচন্দ্র কলেজ থেকে ইংরাজিতে সাম্মানিক সহ বি.এ. পাস করেন।

কলেজে পড়ার সময়ে বামপন্থী ছাত্র আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় গণনাট্য সংঘের সাথে যুক্ত হন। গণনাট্যের শাখা সংগঠন হিসাবেই ‘নান্দীকার’ নামে নাট্যসংস্থা তৈরি করেন। এই সময়ে তিনি মৌলিক নাটক রচনার পাশাপাশি কয়েকটি বিদেশি নাটকেরও অনুবাদ করেছেন। এর মধ্যে মঞ্জরী আমের মঞ্জরী, তিন পয়সার পালা ইত্যাদি উল্লেখযোগ্য।

কিছুদিন স্কুল শিক্ষক হিসাবেও কাজ করেছেন। প্রধানত নাট্যব্যক্তিত্ব হলেও তাঁর প্রথম চলচ্চিত্রাভিনয় তপন সিংহ পরিচালিত অতিথি (১৯৬৫) ছবিতে মাষ্টার মশাই চরিত্রে। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় পঞ্চাশটি ছবিতে অভিনয় করেছেন।

 

অজিতেশ বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল আনন্দমোহন (ছুটি, ১৯৬৭), লক্ষ্মণলাল(হাটে বাজারে, ১৯৬৭), সত্যভূষণ (কুহেলি, ১৯৭১), রাজনৈতিক নেতা (ঠগিনী, ১৯৭৪), ছিরু পাল (গণদেবতা, ১৯৭৯), জোতদার (আজ কাল পরশুর গল্প, ১৯৮২) ইত্যাদি। যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তপন সিংহ, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, অরুন্ধতী দেবী, নব্যেন্দু চট্টোপাধ্যায়, পার্থপ্রতিম চৌধুরী, চিত্ত বসু, মৃণাল সেন, পিনাকী মুখোপাধ্যায়, ইন্দর সেন প্রভৃতি।

চলচ্চিত্রে অভিনয় ছাড়াও চিত্রনাট্য রচনা করেছেন। প্রতিভা বসু, নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং আশাপূর্ণা দেবীর কাহিনি অবলম্বনে যথাক্রমে নতুন পাতা (১৯৬৯), বনজ্যোৎস্না (১৯৬৯) এবং প্রথম প্রতিশ্রুতি (১৯৭১) ছবির জন্য চিত্রনাট্য রচনা করেন। তাঁর লেখা চিত্রনাট্য অবলম্বনে ছবিগুলির পরিচালক ছিলেন দীনেন গুপ্ত।

নান্দীকার প্রযোজিত অজিতেশ অভিনীত নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র নাটকটি নিয়ে মতান্তরের কারণে তিনি নান্দীকার ছেড়ে নান্দীমুখ প্রতিষ্ঠা করেন। নাট্যরচনা, নাট্যাভিনয় ও পরিচালনায় উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসাবে বহু সরকারি এবং বেসরকারি পুরস্কারের পাশাপাশি সঙ্গীত নাটক আকাদেমির পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্র ও নাটকে কাজের সঙ্গে যাত্রাভিনয়ও করেছেন।

 

Google News অজিতেশ বন্দ্যোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি—

১৯৬৫ : অতিথি; ১৯৬৭ : ছুটি, হাটে বাজারে, অগ্নিযুগের কাহিনী; ১৯৬৮ : হংসমিথুন, অদ্বিতীয়া; ১৯৬৯ : নতুন পাতা, আঁধার সূর্য, বনজ্যোৎস্না; ১৯৭০ : শাস্তি, আলেয়ার আলো, মেঘ ও রৌদ্র, সাগিনা মাহাতো, পদ্মগোলাপ; ১৯৭১ : কুহেলি, প্রথম প্রতিশ্রুতি, মহাবিপ্লবী অরবিন্দ; ১৯৭২ : পদিপিসীর বর্মি বাক্স, জবান, শেষপর্ব, ছায়াতীর, কলকাতা ৭১; ১৯৭৩ : অচেনা অতিথি, চিঠি, আমি সিরাজের বেগম; ১৯৭৪ : বিসর্জন, ঠগিনী; ১৯৭৫: কবি, রানুর প্রথম ভাগ; ১৯৭৬ : অর্জুন, নিধিরাম সর্দার; ১৯৭৭ : প্রতিশ্রুতি, ছোট্ট নায়ক; ১৯৭৮ : গোলাপ বৌ, বালক শরৎচন্দ্র, প্রণয় পাশা, নদী থেকে সাগরে; ১৯৭৯: হীরে মাণিক, গণদেবতা; ১৯৮০ : ভাগ্যচক্র; ১৯৮১ : কপালকুণ্ডলা; ১৯৮২ : আজ কাল পরশুর গল্প, প্রেয়সী; ১৯৮৩ : সুপর্ণা, কাজলাদিদি, মৌচাক; ১৯৮৭ : রাণীমা ।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment