অঞ্জন চৌধুরীর জন্ম কলকাতায়, চলচ্চিত্রে কাজ শুরু করেন চিত্রনাট্যকার হিসাবে। অমল দত্ত পরিচালিত বোধন (১৯৮২) ছবিটি তৈরি হয়েছিল তাঁর চিত্রনাট্য অবলম্বনে। ১৯৮২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৬৭টি ছবির চিত্রনাট্য রচনা করেন। এই চিত্রনাট্যগুলির মধ্যে ৬২টিই নিজের কাহিনি অবলম্বনে লেখা।
অঞ্জন চৌধুরী
অঞ্জন চৌধুরী পরিচালক হিসাবে প্রথম ছবি শত্রু (১৯৮৪) আর্থিক সাফল্য লাভ করে। তিনি ছবিটি পরিচালনা করেন নিজের কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে। ছবিটি অসাধারণ জনপ্রিয়তাও লাভ করেছিল। পরবর্তীকালে তাঁর গুরুদক্ষিণা (১৯৮৭) ছবিটিও ব্যাপক দর্শক সমাদর পায়।
২০০৩ সাল পর্যন্ত ২২টি ছবি পরিচালনা করেন, যার অনেকগুলিই বক্স অফিসে সাফল্য পেয়েছিল। অঞ্জন চৌধুরীর কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে সুজিত গুহ সাতটি, হরনাথ চক্রবর্তী ছয়টি, বাবলু সমাদ্দার সাতটি ছবি পরিচালনা করেন। এই পরিচালকদের অনেকেই এক সময় তাঁর সহকারী হিসাবেও কাজ করেছেন।
তাঁর লেখা চিত্রনাট্য অবলম্বনে অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালনা করেন প্রায়শ্চিত্ত (১৯৮৪), দীনেন গুপ্ত পরিচালনা করেন শঠে শাঠ্যং (১৯৮২) এবং মহামিলন (১৯৮৭)। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি তিনি সতেরোটি ছবির জন্য গান রচনাও করেছিলেন। সমগ্র চলচ্চিত্র জীবনে মাত্র একটিই ছবি প্রযোজনা করেছেন এবং সেটি হল নিজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি জীবন নিয়ে খেলা (১৯৯৯)।
নারায়ণ রায় পরিচালিত আমি নায়িকা হব (২০০৪) ছবিতে তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ও করেছিলেন।

চলচ্চিত্রপঞ্জি—
১৯৮২ : সমৰ্পণ, সঙ্কল্প, শঠে শাঠ্যং; ১৯৮৪ : দাদামণি, লালগোলাপ, প্রায়শ্চিত্ত, *শত্রু; ১৯৮৫ : সন্ধ্যা প্রদীপ; ১৯৮৬ : অভিমান, অভিশাপ, বৌমা, স্বর্গসুখ; ১৯৮৭ : *বিদ্রোহী, *গুরুদক্ষিণা, মহামিলন; ১৯৮৮ : *অঞ্জলি, *ছোট বৌ, দেবীবরণ; ১৯৮৯ : বন্দিনী, মঙ্গলদীপ, শতরূপা; ১৯৯০ : দেবতা, *হীরক জয়ন্তী, *মহাজন; ১৯৯১ : অভাগিনী, অহংকার, *বিধিলিপি, নবাব; ১৯৯২ : বাহাদুর, *ইন্দ্রজিৎ; ১৯৯৩ : ঈশ্বর পরমেশ্বর, *মায়া মমতা, শ্রদ্ধাঞ্জলি; ১৯৯৪ : *আব্বাজান, গীত সংগীত; ১৯৯৫ : মেজ বৌ, সঙ্ঘর্ষ; ১৯৯৬ : মহান, *মুখ্যমন্ত্রী, *নাচ নাগিনী নাচরে, পূজা; ১৯৯৭ : বড় বৌ, বিদ্রোহ, লোফার শ্রীমান ভূতনাথ; ১৯৯৮ : আসল নকল, চৌধুরী পরিবার; ১৯৯৯ : *গুণ্ডা, *জীবন নিয়ে খেলা, *সন্তান, সুন্দর বৌ, নিয়তি, *রজত জয়ন্তী; ২০০১ : প্রতিবাদ, *রাখী পূর্ণিমা; ২০০২ : *বাঙালীবাবু, *চন্দ্রমল্লিকা; ২০০৩ : *সন্ত্রাস, *সেজবৌ; ২০০৪ : রামলক্ষ্মণ; ২০০৭ : তুলকালাম।
* চিহ্নিত ছবিগুলির পরিচালনাও তাঁর।
আরও দেখুনঃ