অভিনেতা অমর চৌধুরীর জন্ম ২৪ পরগণা জেলার বোন্দ্রায়। অল্প বয়সেই প্রথাগত শিক্ষায় সমাপ্তি ঘটিয়ে কলকাতায় চলে আসেন এবং ম্যাডান থিয়েটার্সের সাথে যুক্ত হন। দীর্ঘদিন ম্যাডানদের কর্নওয়ালিশ থিয়েটারে ম্যানেজার হিসাবেও কাজ করেছেন।
অমর চৌধুরী
প্রথম চলচ্চিত্রাভিনয় ম্যাডান থিয়েটার্স প্রযোজিত এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত নির্বাক ছবি মাতৃস্নেহ (১৯২৩)-এ। নির্বাক এবং সবাক মিলিয়ে প্রায় ২০টি ছবিতে অভিনয় করেছেন। জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় ছাড়াও কাজ করেছেন হীরেন বসু, গুণময় বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ভট্টাচার্য, পশুপতি চট্টোপাধ্যায়, নব্যেন্দুসুন্দর, সুধীরবন্ধু বন্দ্যোপাধ্যায় প্রভৃতি চলচ্চিত্রকারের সাথে।
বাংলা প্রথম সবাক চিত্র জামাইষষ্ঠী (১৯৩১) পরিচালনা করেন অমর বাবু এবং এই ছবির কাহিনিও তাঁর নিজের লেখা। ছবি পরিচালনার পাশাপাশি তিনি এই ছবিতে অভিনয়ও করেছিলেন। ১৯৩১-৩৫ পর্যন্ত ম্যাডান থিয়েটার্সের প্রযোজনায় তিনি আরও চারটি ছবি। পরিচালনা করেন এবং সেগুলি হল তৃতীয় পক্ষ (১৯৩১), চিরকুমারী (১৯৩২), রাধাকৃষ্ণ (১৯৩৩) এবং সত্যপথে (১৯৩৫)। প্রসঙ্গত উল্লেখ্য এই ছবিগুলি পরিচালনার পাশাপাশি কাহিনিও তাঁর নিজের এবং তিনি এই ছবিগুলিতে অভিনয়ও করেছিলেন।

চলচ্চিত্ৰপঞ্জি —
- ১৯২৩ মাতৃস্নেহ,
- ১৯৩১ : জামাইষষ্ঠী, বিবাহবিভ্রাট, তৃতীয় পক্ষ;
- ১৯৩২ : চিরকুমারী;
- ১৯৩৩ : রাধাকৃষ্ণ;
- ১৯৩৫ : সত্যপথে ;
- ১৯৪১ : কবি জয়দেব;
- ১৯৪৬: বন্দেমাতরম্, মাতৃহারা, অরক্ষণীয়া,
- ১৯৪৭ : পরভৃতিকা;
- ১৯৪৮ : প্রিয়তমা, মাটি ও মানুষ;
- ১৯৪৯ : অনন্যা, কামনা;
- ১৯৫০ : বীরেশ লাহিড়ী;
- ১৯৫২ : কুহেলিকা।
আরও দেখুনঃ