অমিত কুমার

অমিত কুমার এর জন্ম কলকাতায়। বাবা ও মা স্বনামধন্য কিশোরকুমার ও রুমা গুহঠাকুরতা দুজনেই গান ও অভিনয়ের সাথে যুক্ত। ছোটবেলা থেকেই গানে আগ্রহ। শিশুশিল্পী হিসাবেই বাবার প্রযোজনায় ও পরিচালনায় নির্মিত দূর গগনকে ছাঁও মে এবং দূরকা রাহী ছবিতে অভিনয় করেন এবং নেপথ্য গায়ক হিসাবেও কাজ করেন।

 

অমিত কুমার । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অমিত কুমার

অমিত কুমার বাংলা ছবিতে প্রথম কাজ দীনেন গুপ্ত পরিচালিত সঙ্গিনী (১৯৭৪) ছবিতে। এই ছবির সুরকার এবং গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্য বহু সংগীত পরিচালকের বাংলা ছবিতে কাজ করেছেন সুধীন দাশগুপ্ত, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, রাহুল দেববর্মণ, বাপী লাহিড়ী, মৃণাল বন্দ্যোপাধ্যায়, অজয় দাস প্রভৃতির সাথে।

 

অমিত কুমার । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

এখনও পর্যন্ত প্রায় ১৫০টি ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, মুকুল দত্ত, শিবদাস বন্দ্যোপাধ্যায়, মিন্টু ঘোষ, অময় লাহা প্রভৃতি গীতিকারদের লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

শান্তনু ভৌমিক পরিচালিত আমানত (১৯৮১) ছবির সংগীত পরিচালনাও করেছেন। শান্তনু ভৌমিকের একটি ছবিতে তিনি অভিনয়ও করেন, ছবিটি হল গায়ক (১৯৮৭)। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি নেপথ্য সংগীত পরিবেশনও করেছিলেন। প্রধানত হিন্দী ছবিতে কাজ করলেও বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন।

 

Google News অমিত কুমার
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৭৪ সঙ্গিনী;
  • ১৯৭৬ দম্পতি, হংসরাজ
  • ১৯৭৭ : অজস্র ধন্যবাদ;
  • ১৯৭৯ : পরিচয়, শুভ সংবাদ
  • ১৯৮২ অপরূপা, গ্রহরী;
  • ১৯৮৩ আগামীকাল, দুই পাতা, জীবনমরণ, শৃঙ্খল;
  • ১৯৮৪ জয়পরাজয়, পারাবত প্রিয়া, শত্রু:
  • ১৯৮৫ হুলুস্থূল, সন্ধ্যা প্রদীপ
  • ১৯৮৬ : অভিমান, অমরকণ্টক, অনুরাগের ছোঁয়া, আর্তনাদ, বউমা, দুই অধ্যায়, মধুময়, পরিণতি;
  • ১৯৮৭ : গায়ক, যার যে প্রিয়, মৌন মুখর, ন্যায় অধিকার, পাপপুণ্য;
  • ১৯৮৮; আঘাত, ছন্নছাড়া, দেনাপাওনা, কিডন্যাপ, মা এক মন্দির, ওরা চারজন, পরশমণি, পুনর্মিলন, তুমি কত সুন্দর;
  • ১৯৮৯ : আমার শপথ, আমার তুমি, অগ্নিতৃষ্ণা, আক্রোশ, আমানত, অমর প্রেম, অঙ্গার, আশা, বন্দিনী, ঝঙ্কার, জজ সাহেব, মনে মনে, মণিমালা, নতুন সূর্য, নয়নমণি, প্রণমি তোমায়, সংসার, শতরূপা, তুফান;
  • ১৯৯০ : অভিমন্যু, আবিষ্কার, অগ্নিকন্যা, আলিঙ্গন, অন্ধ বিচার, অনুরাগ, আপন আমার আপন, বদনাম, বলিদান, ভাঙাগড়া, ব্যবধান, দেবতা, এখানে আমার স্বর্গ, হীরক জয়ন্তী, জীবনসঙ্গী, মহাজন, মানদণ্ড, মন্দির, মনময়ূরী, ন্যায়দণ্ড, রক্তঋণ, শেষ আঘাত;
  • ১৯৯১ : অভাগিনী, অহংকার, আকাঙ্ক্ষা, আনন্দ নিকেতন, অন্তরের ভালবাসা, বৌরাণী, বিধিলিপি, এক পশলা বৃষ্টি, কাগজের নৌকা, কথা দিলাম, নবাব, নজরবন্দী, পতি পরম গুরু, প্রেম পূজারী, সাধারণ মেয়ে, সিঁদুর:
  • ১৯৯২ : অনন্যা, আপন পর, ধর্মযুদ্ধ, ইন্দ্রজিৎ, মা, মায়াবিনী, মণিকাঞ্চন, নবরূপা, নতুন সংসার, পেন্নাম কলকাতা, পিতৃঋণ, প্রথম দেখা, প্রেম, শয়তান, শ্বেত পাথরের থালা;
  • ১৯৯৩ : অর্জুন, বধূ, কন্যাদান, মায়া মমতা, শ্রদ্ধাঞ্জলি;
  • ১৯৯৪ : অজানা পথ, গীত সংগীত;
  • ১৯৯৫: আবির্ভাব, বেপরোয়া, লেডি ডাক্তার, মশাল, প্রতিধ্বনি, প্রেমসঙ্গী;
  • ১৯৯৬ : সেই রাত;
  • ১৯৯৭: মান অপমান, মাটির মানুষ, প্রেম জোয়ারে, প্রেমসঙ্গী, সপ্তমী;
  • ১৯৯৮ : আমি সেই মেয়ে, অপরাজিতা, গঙ্গা, হিংসা;
  • ১৯৯৯ সিঁদুর খেলা, রাজদণ্ড;
  • ২০০০ : মহাকাল;
  • ২০০১ : ছোটো সাহেব:
  • ২০০৫ : সাথী আমার, স্বপ্ন;
  • ২০০৬ অগ্নিশপথ;
  • ২০০৯ : ওলট পালট;
  • ২০১০ : শোনো মন বলি তোমায়।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment