অয়ন বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ৷ তার জন্ম ১৯৫৬ সালে কলকাতায় ৷ ছাত্র ছিলেন দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের ৷ প্রথম ছায়াছবি করেন কিশোর বয়সে ৷ বিভুতি ভুষন মুখোপাধ্যায় রচিত ঊপন্যাস নিয়ে তরুণ মজুমদার পরিচালিত ছায়াছবি শ্রীমান পৃথ্বীরাজ ৷ এটি ব্যাপক জনপ্রিয়তা করে ৷ এর জন্য তিনি ওই বছর (১৯৭৪) বি. এফ. জে. এ পুরস্কার লাভ করেন৷ পরবর্তীকালে তিনি অভিনয় থেকে সবে এসে ব্যাঙ্কে চাকরি নেন ৷
অয়ন বন্দ্যোপাধ্যায়
যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে হায়ার সেকেন্ডারি এবং সিটি কলেজ থেকে স্নাতক হন।
প্রথম ছায়াছবি করেন কিশোর বয়সে ৷ চলচ্চিত্রে প্রথম কাজ তরুণ মজুমদার পরিচালিত শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩) ছবিতে নায়ক রসিকলালের ভূমিকায়। এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য বি. এফ. জে. এ পুরস্কার লাভ করেন ৷ সমগ্র চলচ্চিত্র জীবনে মাত্র এগারোটি ছবিতে অভিনয় করেছেন। তরুণ মজুমদার ছাড়াও কাজ করেছেন পীযূষ বসু, অর্ধেন্দু চট্টোপাধ্যায়, অমল রায় ঘটক প্রভৃতি পরিচালকের ছবিতে।পরবর্তীকালে তিনি অভিনয় থেকে সবে এসে ব্যাঙ্কে চাকরি নেন ৷

চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৭৩ : শ্রীমান পৃথ্বীরাজ;
- ১৯৭৭ : সিস্টার;
- ১৯৮০ : দাদার কীর্তি,
- ১৯৮২ : মেঘমুক্তি;
- ১৯৮৬ : জীবন;
- ১৯৮৭ : রাজপুরুষ;
- ১৯৯০ : একাকী;
- ১৯৯১ : পথ ও প্রাসাদ;
- ১৯৯২ : নবরূপা;
- ১৯৯৩ কাঁচের পৃথিবী:
- ১৯৯৪ : শেষ চিঠি।
আরও দেখুনঃ