আশা ভোসলের জন্ম বোম্বের সাংলিতে। পিতা দীননাথ মঙ্গেশকর এবং দিদি লতা মঙ্গেশকর। পিতা দীননাথ ছিলেন সংগীতজ্ঞ এবং অভিনেতা, সংগীতশিক্ষার গুরু বাবার কাছেই। ছোট বেলায় বাবার মৃত্যুর পর দিদি লতার সাথে বিভিন্ন অনুষ্ঠানে মূলত সিনেমার গান গেয়ে সংসারের জন্য উপার্জন শুরু করেন।
আশা ভোসলে । বাংলা চলচ্চিত্রের অভিধান
হিন্দী ছবিতে নেপথ্য সংগীতে প্রথম কাজ চুনারিয়া (১৯৪৮)। বাংলা ছবিতে প্রথম কাজ প্রশ্ন চক্রবর্তী পরিচালিত গলি থেকে রাজপথ (১৯৫৯)। ছবিটির সংগীত পরিচালক ছিলেন সুধীন দাশগুপ্ত। এখনও পর্যন্ত প্রায় ২৫০টি বাংলা ছবিতে সঙ্গীত শিল্পী হিসেবে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন।
উল্লেখযোগ্য যে সব সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন তারা হলেন সলিল চৌধুরী (৬), হেমন্ত মুখোপাধ্যায় (১৮), নচিকেতা ঘোষ (৪), শ্যামল মিত্র (১০), বাপী লাহিড়ী (৩৩), রাহুল। দেববর্মণ (২১), সুধীন দাশগুপ্ত (৭), অজয় দাস (১৮), ভূপেন হাজারিকা (২) প্রভৃতি। পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার, সলিল চৌধুরী, শিবদাস বন্দ্যোপাধ্যায়, মুকুল দত্ত ছাড়াও বহু উল্লেখযোগ্য গীতিকারের লেখা গানে কণ্ঠ দিয়েছেন।
তাঁর গলায় চলচ্চিত্র নীতি ছাড়াও গজল, ভজন, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, রবীন্দ্র সংগীতের রেকর্ড প্রকাশিত হয়েছে। ২০টিরও বেশি দেশি ও বিদেশি ভাষায় ১২০০০ এরও বেশি গান গেয়েছেন।
১৯৮২ সালে উমরাও জান ছবিতে এবং ১৯৮৮ সালে ইজাজ ছবিতে গান গাওয়ার সুবাদে শ্রেষ্ঠ মহিলা নেপথ্য সঙ্গীত শিল্পীর জাতীয় পুরস্কারও লাভ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাহুল দেববর্মণ ছিলেন তাঁর স্বামী।
২০০০ সালে ভারত সরকার ‘দাদাসাহেব ফালকে’ এবং ২০০৮ সালে ‘পদ্মবিভূষণ’ দিয়ে তাঁকে সম্মান জানায়।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫৯ : গলি থেকে রাজপথ, রাতের অন্ধকারে;
- ১৯৬২ : সরি ম্যাডাম;
- ১৯৬৫ : রাজকন্যা;
- ১৯৬৬ : পাড়ি, কাল তুমি আলেয়া;
- ১৯৬৭: অভিশপ্ত চম্বল;
- ১৯৬৮: বাঘিনী, অদ্বিতীয়া;
- ১৯৬৯ মন নিয়ে
- ১৯৭০ মেঘ কালো, রাজকুমারী, স্বর্ণশিখর প্রাঙ্গণে
- ১৯৭১: কুহেলি, ফরিয়াদ, ছদ্মবেশী;
- ১৯৭২ : জীবন সৈকতে, পিকনিক;
- ১৯৭৩ : এপার ওপার, কায়াহীনের কাহিনী, নিশিকন্যা, শেষ পৃষ্ঠায় দেখুন;
- ১৯৭৪ আলোর ঠিকানা, রক্ততিলক, অমানুষ;
- ১৯৭৫: মৌচাক, কবি, সেলাম মেমসাহেব, স্বয়ংসিদ্ধা;
- ১৯৭৬ : দম্পতি; ১৯৭৭: প্রক্সি, আনন্দ আশ্রম, বাবা তারকনাথ, সিস্টার, অজস্র ধন্যবাদ, বাবুমশাই;
- ১৯৭৮ : লালকুঠি, বন্দী, প্রণয় পাশা, আরাধনা, নিশান, নদী থেকে সাগরে;
- ১৯৭৯ চামেলী মেমসাহেব, জোব চার্ণকের বিবি, মাদার, কৃষ্ণ সুদামা;
- ১৯৮০ : পরবেশ;
- ১৯৮১ : অনুসন্ধান, কলঙ্কিনী, কলঙ্কিনী কঙ্কাবতী, কালকূট, ওগো বধূ সুন্দরী;
- ১৯৮২ : অপরূপা, খেলার পুতুল, মায়ের আশীর্বাদ, প্রেয়সী, জারী;
- ১৯৮৩ : আগামী কাল, অর্পিতা, দুই পাতা, জীবনমরণ, প্রতিদান;
- ১৯৮৪ : দাদামণি, দুজনে, জয় পরাজয়, মোহনার দিকে, পারাবত প্রিয়া, প্রার্থনা, তিনমূর্তি;
- ১৯৮৫ : আমার পৃথিবী, অন্তরালে, অন্যায় অবিচার, ফুলন দেবী;
- ১৯৮৬ : অভিমান, অমর বন্ধন, অমর- কণ্টক, অনুরাগের ছোঁয়া, বৌমা, দুই অধ্যায়, লাল মহল, মধুময়, শ্যাম সাহেব, উর্বশী; ১৯৮৭: অমর সঙ্গী, অনুরোধ, দোলনচাপা, একান্ত আপন, গায়ক, গুরুদক্ষিণা, নয়া অধিকার, পাপপুণ্য, প্রতিকার, সম্রাট ও সুন্দরী, আগমন, আঘাত;
- ১৯৮৮ : আগুন, অন্তরঙ্গ, অপমান, ছন্নছাড়া, ছোট বউ, দেবীবরণ, হীরের শিকল, জ্যোতি, কলঙ্কিনী নায়িকা, মা এক মন্দির, ওরা চারজন, পরশমণি, প্রতীক, প্রতিপক্ষ, শঙ্খচূড়, সুরের আকাশে;
- ১৯৮৯ : অঘটন আজও ঘটে, অগ্নিতৃষ্ণা, আক্রোশ, আমানত, অমর প্রেম, অঙ্গার, আশা, আশা ও ভালবাসা, বান্ধবী, বন্দিনী, চোখের আলোয়, বঙ্কার, জজসাহেব, কড়ি দিয়ে কিনলাম, মঙ্গলদীপ, মর্যাদা, মণিমালা, নতুন সূর্য, নয়নমণি, নিশিবধু, সংসার, শতরূপা, তুফান,
- ১৯৯০ আবিষ্কার, অগ্নিকন্যা, আলিঙ্গন, অন্ধ বিচার,অনুবাদ, আপন আমার আপন, আশ্রিতা, বদনাম, বলিদান, ভাগ্যলিপি, ব্যবধান, চক্রান্ত, ছোটুর প্রতিশোৎ, দেবতা, এখানে আমার স্বর্গ, গরমিল, লড়াই, মানসী, মানদণ্ড, মন্দিরা, মনময়ূরী, পাপী, রক্তক্ষণ, শেষ আঘাত, স্বর্ণতৃষ্ণা:
- ১৯৯১ : অভাগিনী, অহঙ্কার, আনন্দ নিকেতন, বৌরাণী, কাগজের নৌকা, কথা দিলাম, নবাব, নজরবন্দী, পলাতকা, পতি পরম গুরু, প্রেম পূজারী, রাজনর্তকী, সাধারণ মেয়ে;
- ১৯৯২ : অধিকার, আপন পর, লাল পাহাড়ী, মা, মহাশয়, মায়াবিনী, মণিকাঞ্চন, পুরুষোত্তম, শয়তান, সুরের ভুবনে, শ্বেত পাথরের থালা;
- ১৯৯৩ অমর কাহিনী, অনুভব, অর্জুন, ঘর সংসার, ঈশ্বর পরমেশ্বর, মিষ্টিমধুর, ফিরে পাওয়া, প্রেমী, পুরস্কার, রক্তের স্বাদ, শ্রদ্ধাঞ্জলি:
- ১৯৯৪ : অজানা পথ, অতিক্রম, ভালবাসার আশ্রয়, ধূসর গোধূলি, কালপুরুষ, লাল পান বিবি, সাগর, শেষ চিঠি, তবু মনে রেখো, তুমি যে আমার;
- ১৯৯৫: বেপরোয়া, দৃষ্টি, কুমারী মা, লেডি ডাক্তার, মশাল, মেজ বৌ, মোহিনী, প্রেমসঙ্গী, সংঘর্ষ;
- ১৯৯৬ : ভাই আমার ভাই, জয় বিজয়, কর্ণ:
- ১৯৯৭ : মহাবীর কৃষ্ণ, মিত্তির বাড়ির ছোটো বউ, প্রেম জোয়ারে, প্রেমসঙ্গী, সর্বজয়া,
- ১৯৯৮: আসল নকল, গঙ্গা, মেয়েরাও মানুষ;
- ১৯৯১ : অনুপমা:
- ২০০০ জেহাদ, বিশ্বাসঘাতক,
- ২০০১: দেবদাস, সন্ত্রাস;
- ২০০২: উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে;
- ২০০৩ : অন্ধ প্রেম, শবরী;
- ২০০৬ : অগ্নিশপথ।

আরও দেখুনঃ