উদিত নারায়ণ ঝা

উদিত নারায়ণ ঝাঃ জন্ম নেপালে, প্রথাগত শিক্ষা কাঠমাণ্ডুতে। গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি বেশ কিছুদিন স্টাফ আর্টিস্ট হিসাবে রেডিও নেপালে মৈথিলী এবং নেপালী লোকসংগীত পরিবেশন করতেন। ঐ সময় ‘সিঁদুর নামে নেপালী ভাষায় নির্মিত একটি ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে কাজ করেছেন।

উদিত নারায়ণ ঝা

উদিত নারায়ণ ঝা । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

উদিত নারায়ণ ঝা ১৯৭৮ সালে ভারত সরকারের বৃত্তি পেয়ে উচ্চাঙ্গ সংগীত শিক্ষার জন্য বোম্বেতে ভারতীয় বিদ্যা ভবনের সাথে যুক্ত হন।

হিন্দী ছবিতে রাজেশ রোশনের সংগীত পরিচালনায় কাজ করেন উনিশ বিশ’ (১৯৮০) ছবিতে। বহু হিন্দী ছবিতে কাজ করেছেন। ২০০২ সালে ‘লগন’ এবং ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে কাজের সুবাদে শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সংগীত শিল্পীর জাতীয় পুরস্কার লাভ করেন। পরবর্তী কালে হিন্দী ছবি জিন্দেগী খুবসুরত হ্যায় (২০০৩) এবং স্বদেশ (২০০৫) ছবির নেপথ্য সংগীত শিল্পী হিসাবেও জাতীয় পুরস্কার পেয়েছেন।

 

উদিত নারায়ণ ঝা । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বাংলা ছবিতে প্রথম কাজ পার্থপ্রতিম চৌধুরী পরিচালিত মনে মনে (১৯৮৯) ছবিতে। এই ছবির সংগীত পরিচালক এবং গীতিকার ছিলেন যথাক্রমে কানু ভট্টাচার্য এবং পুলক বন্দ্যোপাধ্যায়।

প্রায় ৭৫টি বাংলা ছবিতে নেপথ্য সংগীতশিল্পী হিসাবে কাজ করেছেন রাহুল দেববর্মণ, বাপী লাহিড়ী, মৃণাল বন্দ্যোপাধ্যায়, বাবুল বসু, অনুপম দত্ত, টাবুন, অনু মালিক প্রভৃতি সংগীত পরিচালকের সাথে। পুলক বন্দ্যোপাধ্যায় ছাড়াও মুকুল বসু, মিলন ভৌমিক, শিবদাস বন্দ্যোপাধ্যায়, গৌতম-সুস্মিত, প্রিয় চট্টোপাধ্যায় প্রভৃতি গীতিকারের লেখা গান তাঁর কণ্ঠে বাংলা ছবিতে ব্যবহৃত হয়েছে।

হিন্দী, বাংলা ছাড়াও গান গেয়েছেন নেপালী, উর্দু, ভোজপুরী, সিন্ধি, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, অসমীয়া ভাষায়। ভারত সরকার ২০০৯ সালে তাঁকে পদ্মশ্রী দিয়ে সম্মান জানায়।

 

Google News উদিত নারায়ণ ঝা
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্র পঞ্জি —

  • ১৯৮৯ : মনে মনে;
  • ১৯৯০ : ভাগ্যলিপি,
  • ১৯৯১ : আনন্দ নিকেতন;
  • ১৯৯২ : প্রেম, শেষ বিদায়;
  • ১৯৯৩: অনুভব, দালাল, মন মানে না, সম্পর্ক, শ্রীমতী;
  • ১৯৯৪ : অমৃতের পুত্র, নীলাঞ্জনা, প্রত্যাঘাত, সাগর, শুধু আশা, তবু মনে রেখো, তুমি যে আমার;
  • ১৯৯৫ : ভাগ্যদেবতা, কুমারী মা, মোহিনী, প্রেম সংঘাত, সংসার সংগ্রাম, শেষ প্রতীক্ষা, উজান;
  • ১৯৯৬: কর্ণ, নিখোঁজ, সিথির সিঁদুর:
  • ১৯৯৭ : বৌঠান, যোদ্ধা, মনসাকন্যা, স্বামী কেন আসামী;
  • ১৯৯৯: রাজদণ্ড, সিঁদুর খেলা, দাবিদার:
  • ২০০০: বসতির মেয়ে রাধা, কুলাঙ্গার, আমাদের সংসার, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, প্রেম প্রীতি ভালোবাসা, সত্যি এই তো জীবন, মিস্টার ফানটুস:
  • ২০০১ : আঘাত, জামাইবাবু জিন্দাবাদ, ভালবাসা কী আগে বুঝিনি, ভালবাসার রং, গুরুশিষ্য, প্রেমশক্তি;
  • ২০০২: বরকনে ইনকিলাব, প্রতিহিংসা, স্ত্রীর মর্যাদা:
  • ২০০৩ বিশ্বাসঘাতক, সন্ত্রাস, আমার মায়ের শপথ, অন্ধ প্রেম;
  • ২০০৪ বাদশা, বারুদ, দাদু-নং ১, কুয়াশা, সাগর কিনারে, শেষ আশ্রয়, স্বপ্নে দেখা রাজকন্যা;
  • ২০০৫ : বাবুমশাই, চিতা;
  • ২০০৬ সকাল সন্ধ্যা;
  • ২০০৯: বদলা।

 

আরও দেখুনঃ

Leave a Comment