এন বিশ্বনাথন (১৮ জুলাই, ১৯২৯ – ১৭ নভেম্বর, ২০১০), ছিলেন ভারতীয় অভিনেতা ও শিক্ষাবিদ। তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যালকাটা বিশ্বনাথন হিসাবে পরিচিত ছিলেন। তার জন্ম দক্ষিণ ভারতের ভেলোরে। প্রথমে সেন্ট জেভিয়ার্স স্কুল ও পরে ঐ কলেজ থেকেই স্নাতক হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. পাস করে শিক্ষকতার সাথে যুক্ত হন। কিছুদিন সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষকতার পর সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপনা শুরু করেন। তিনি মৃণাল সেনের ছবি পুনশ্চ’তে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। চল্লিশ বৎসরের চলচ্চিত্র জীবনে প্রায় একশোটি বাংলা তামিল এবং ইংরাজী চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি বহু নাট্য-গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন এবং কলকাতার অভিনেতাদের নিয়ে ক্যালকাটা প্লেয়ার্স নামে এক অভিনয় ট্রুপ গড়েন।
এন বিশ্বনাথন
এন বিশ্বনাথনের প্রথম চলচ্চিত্রাভিনয় মৃণাল সেন পরিচালিত পুনশ্চ (১৯৬১) ছবিতে নায়িকা বাসন্তীর উপরওয়ালার ভূমিকায়। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় চল্লিশটি বাংলা ছবিতে অভিনয় করেছেন। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র প্রণব (কাঞ্চনজঙ্ঘা, ১৯৬২), হিমাদ্রি (দর্পচূর্ণ, ১৯৬২), শৈলেশ্বর (বর্ণালী, ১৯৬৩), আইনজীবী মি. সেন (কলঙ্কিত নায়ক, ১৯৭০), মিস্টার সিনহা (সাহেব, ১৯৮১) ইত্যাদি।
চিত্ত বসু, সত্যজিৎ রায়, মৃণাল সেন, অজয় কর, পীযূষ বসু, হীরেন নাগ, তপন সিংহ, অরবিন্দ মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, বিজয় বসু, দীনেন গুপ্ত প্রভৃতি পরিচালকের তৈরি বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি তিরিশটিরও বেশি তামিল ছবিতে অভিনয় করেছেন। ইংরাজি জানা রাশভারী বিচারক, আইনজীবী, অধ্যাপক, নায়ক বা নায়িকার পিতা ইত্যাদি চরিত্রগুলিতে তাঁর অভিনয় প্রশংসিত
দুরদর্শনে ইংরাজিতে সংবাদ পাঠের পাশাপাশি দূরদর্শন ধারাবাহিকে এবং নাটকেও অভিনয় করেছেন। এন. বিশ্বনাথনের পুত্র অশোক বিশ্বনাথন চলচ্চিত্র পরিচালনা এবং অভিনয়ের সাথে যুক্ত।

চলচ্চিত্রপঞ্জি
- ১৯৬১ পুনশ্চ;
- ১৯৬২ কাঞ্চনজঙ্ঘা, দর্পচূর্ণ, ধূপছায়া,
- ১৯৬৩ বর্ণালী, শ্রেয়সী;
- ১৯৬৪ অয়নান্ত, অনুষ্টুপ ছন্দ;
- ১৯৬৫ দোলনা,
- ১৯৬৬ সুভাষচন্দ্র
- ১৯৬৭ বন্ধুবরণ, জীবনমৃত্যু,
- ১৯৭০ কলঙ্কিত নায়ক, দুটি মন:
- ১৯৭১ জয়জয়ন্তী, এখনই, খুঁজে বেড়াই, মহাবিপ্লবী অরবিন্দ,
- ১৯৭২ আজকের নায়ক;
- ১৯৭৪ রোদনভরা বসন্ত, যে দাঁড়িয়ে;
- ১৯৮০ আরো একজন, প্রিয়তমা, পাকাদেখা;
- ১৯৮১ সাহেব:
- ১৯৮২ উত্তর মেলেনি, শঠে শাঠ্যং,
- ১৯৮৩ রবি সোম, চেনা অচেনা।
- ১৯৮৪ সাগর বলাকা
- ১৯৯১ কথা দিলাম;
- ১৯৯৩ তোমার রক্তে আমার সোহাগ,
- ১৯৯৬ বনফুল, শূন্য থেকে শুরু, সেই রাত,
- ১৯৯৮ অপরাজিতা
- ২০০০ কলঙ্কিনী বধু, কিছু সংলাপ কিছু প্রলাপ: স্বপ্নের সন্ধানে।
আরও দেখুনঃ