কঙ্কনা সেন শর্মা একজন ভারতীয় অভিনেত্রী। তিনি চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেনের কন্যা। শর্মাকে প্রথমদিকে ভারতীয় কলা কেন্দ্র এবং স্বাধীন চলচ্চিত্রে দেখা যেত, এবং এই ধরনের কাজে তার অসামান্য অর্জন তাকে সময়াকালীন চলচ্চিত্রে অন্যতম অভিনেত্রীদের মধ্যে পথিকৃত করে তুলেছে।
কঙ্কনা সেন শর্মা
কঙ্কনা সেন শর্মা ১৯৭৯ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মডার্ন হাই স্কুল ফর গার্লস থেকে স্কুল শিক্ষা সম্পূর্ণ করে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে ভর্তি হন। স্নাতক হওয়ার পর অভিনয়কেই পেশা হিসাবে গ্রহণের সিদ্ধান্ত নেন। অপর্ণা সেন ও মুকুল শর্মার মেয়ে কঙ্কনার প্রথম চলচ্চিত্রাভিনয় শিশুশিল্পী হিসাবে দীনেন গুপ্ত পরিচালিত ইন্দিরা (১৯৮৩) ছবিতে।
প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে তার অভিষেক ঘটে বাংলা রোমাঞ্চকর সিনেমা “এক যে আছে কন্যা” (২০০০) সিনেমার মাধ্যমে। তিনি সকলের নজরে আসেন ইংরেজি-ভাষার সিনেমা “মিঃ এন্ড মিসেস আইয়ার” (২০০২) মাধ্যমে, যার পরিচালক ছিলেন তার মা, এবং এই ছবির জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন। পরবর্তী কালে মায়ের পরিচালনায় নির্মিত দূরদর্শন চিত্র পিকনিক (১৯৮৯) ছবিতেও অভিনয় করেন।
ঋতুপর্ণ ঘোষের “তিতলী” সিনেমায় তিনি তিতলি নাম ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী এবং তার মা অপর্ণা সেন।
২০০৬ সালে সেন শর্মার পরিচালক হিসেবে অভিষেক ঘটে ১৮ মিনিটের বাংলা স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র “নামকরণ” (Naming Ceremony) এর মাধ্যমে।
এরপর সেন শর্মা ঋতুপর্ণ ঘোষের একটি বাংলা আর্ট ফিল্ম “দোসার” এ অভিনয় করেন, যা প্রিমিয়ার বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয়। এই সিনেমায় অভিনয়ের জন্য ৫তিনি মাহিন্দ্র আমেরিকান আর্টস কাউন্সিল (MIAAC) চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
প্রায় চল্লিশটি ছবির (বাংলা ও অন্যান্য ভাষা নিয়ে) অভিনেত্রী কঙ্কনা অভিনীত কয়েকটি। উল্লেখযোগ্য চরিত্র রিয়া (এক যে আছে কন্যা, ২০০০), মীনাক্ষী (মিস্টার এ্যন্ড মিসেস আয়ার, ২০০২), কাবেরী (দোসর, ২০০৬) ইত্যাদি। মিস্টার এন্ড মিসেস আয়ার ছবির নায়িকার ভূমিকায় অভিনয়ের সুবাদে বছরের শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় সম্মান লাভ করেছেন।
চলচ্চিত্রপঞ্জি—-
- ১৯৮৩ ইন্দিরা,
- ১৯৯৪ আমোদিনী,
- ২০০০ এক যে আছে কন্যা
- ২০০২ তিতলি, মিস্টার এ্যন্ড মিসেস আয়ার:
- ২০০৫ ১৫ পার্ক এভিনিউ,
- ২০০৬ দোসর:
- ২০১১ ইতি মৃণালিনী।
আরও দেখুনঃ