কামু মুখোপাধ্যায়

কামু মুখোপাধ্যায় এর জন্ম পূর্ববাংলার (অধুনা বাংলাদেশ) ফরিদপুর জেলার মাদারিহাটে। অল্প বয়সেই পরিবারের সাথে কলকাতায় চলে আসেন। এন্টালি এ্যকাডেমি থেকে স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রথম চলচ্চিত্রাভিনয় মঙ্গল চক্রবর্তী পরিচালিত সোনার হরিণ (১৯৫৯) ছবিতে খলনায়ক চরিত্রে। ১৯৫৯ সালে উত্তম-সুপ্রিয়া অভিনীত ‘সোনার হরিণ’ ছবিতে কামু ছিলেন আবদাল্লার চরিত্রে। গুন্ডা গোছের চরিত্র দিয়েই তাঁর চলচ্চিত্র জীবন শুরু। আবদাল্লার চরিত্র বেশ আলোচিত হয়েছিল।

 

 

কামু মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

সমগ্র চলচ্চিত্র জীবনে তিরিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র প্রীতীশ সরকার (নায়ক, ১৯৬৬): মন্দার বোস ( সোনার কেল্লা, ১৯৭৪); হারুণ (ফটিকচাদ, ১৯৮৩), মন্টু দত্ত (ফেরা, ১৯৮৮) প্রভৃতি। সত্যজিৎ রায় পরিচালিত বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পাশাপাশি অগ্রদূত, দীনেন গুপ্ত, অরবিন্দ মুখোপাধ্যায়, হরিসাধন দাশগুপ্ত, তরুণ মজুমদার, অজিত গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত প্রভৃতি পরিচালকের সাথে কাজ করেছেন।

 

 

সত্যজিৎ পরিচালিত গুপী গাইন ও বাঘা বাইন (১৯৬৯) ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি গানে নেপথ্য সংগীত শিল্পী হিসাবেও কাজ করেন।সত্যজিতের সঙ্গে কামুর প্রথম কাজ করার সুযোগ মিলল ‘চারুলতা’ ছবিতে, ভূপতির বন্ধুর চরিত্রে একটিমাত্র দৃশ্যে।সত্যজিৎ রায়ের ছবিতেই কামু মুখোপাধ্যায়ের অভিনয়-প্রতিভা সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে।

প্রধানত পার্শ্বচরিত্রের অভিনেতা কামু চলচ্চিত্র অভিনয়ের সাথে সাথে পেশাদার মঞ্চে এবং বেতার নাটকেও অংশ নিয়েছেন। বাংলা ছাড়াও হিন্দী ও ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন।

 

Google News কামু মুখোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৫৯ সোনার হরিণ,
  • ১৯৬৩ ন্যায়দও
  • ১৯৬৪ চারুলতা
  • ১৯৬৬ নায়ক:
  • ১৯৬৮ কখনো মেঘ,
  • ১৯৬৯ গুপী গাইন ও বাঘা বাইন, কমললতা, অগ্নিযুগের কাহিনী
  • ১৯৭২ আজকের নায়ক:
  • ১৯৭৩ মর্জিনা আবদাল্লা, রৌদ্রছায়া।
  • ১৯৭৪ রোদনভরা বসন্ত, রক্ততিলক, জন্মভূমি, মৌচাক, সোনার কেয়া,
  • ১৯৭৫ সংসার সীমান্তে, স্বয়ংসিদ্ধা
  • ১৯৭৬ হংসরাজ,
  • ১৯৭৭ সব্যসাচী, কবিতা, দিন আমাদের, শতরঞ্জ কে খিলাড়ী:
  • ১৯৭১ জয় বাবা ফেলুনাথ,
  • ১৯৮০ পাকা দেখা, হীরক রাজার দেশে,
  • ১৯৮৩ ফটিকচাদ:
  • ১৯৮৪ ঘরে বাইরে;
  • ১৯৮৭ আবীর, ভোম্বল সর্দার,
  • ১৯৯১ গুপী বাঘা ফিরে এলো, পলাতকা:
  • ১৯৯২ শাখাপ্রশাখা,
  • ১৯৯৩ অমর কাহিনী।

 

Leave a Comment