কালো ছায়া চলচ্চিত্রটি নিয়ে আমাদের আজকের আলোচনা- চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রেমেন্দ্র মিত্র। এতে অভিনয় করেছেন শিপ্রা দেবী, শিশির মির, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ধীরাজ ভট্টাচার্য (দ্বৈত চরিত্র), হরিদাস চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, শ্যাম লা রায় সাহেব নৃপেন্দ্র গোপাল, মুরারী মুখোপাধ্যায়, ননী মজুমদার, ক্ষিতীশ নাগ ।
গল্পটি একটি হত্যাকাণ্ড কে কেন্দ্র করে। গোয়েন্দা সুরজিৎ রায়ের কাছে একটি দলিল চুরি করে দেওয়ার অনুরোধ জানিয়ে এক মহিলা দেখা করেন। সুখচরের জমিদার রাজীবলোচনের কাছ থেকে জানতে পারে যে রাজীবলোচনের জীবন বিপন্ন। সুরজিৎ সুখচরে পৌঁছে দেখে রাজীবলোচন ছুরিকাঘাতে মারা গিয়েছেন। সে সবিস্ময়ে লক্ষ করে দেখে তাকে দলিল চুরির প্রস্তাব যে দিয়েছিল সেও সেখানে উপস্থিত ছিল। শেষ পর্যন্ত সুরজিৎ এই হত্যাকাণ্ডের অপরাধীকে সনাক্ত করতে সমর্থ হয়।

কালো ছায়া চলচ্চিত্র
- প্রযোজনা – বসুমিত্র।
- প্রযোজক — গৌরাঙ্গপ্রসাদ বসু।
- কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা- প্রেমেন্দ্র মিত্র।
- চিত্রগ্রহণ – বিভূতি দাস।
- শিল্প নির্দেশনা – নির্মল বর্মণ।
- সংগীত পরিচালনা – অমিয় কাস্তি।
- সম্পাদনা – বিনয় বন্দ্যোপাধ্যায়।
কালো ছায়া চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন —
শিপ্রা দেবী, শিশির মির, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ধীরাজ ভট্টাচার্য (দ্বৈত চরিত্র), হরিদাস চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, শ্যাম লা রায় সাহেব নৃপেন্দ্র গোপাল, মুরারী মুখোপাধ্যায়, ননী মজুমদার, ক্ষিতীশ নাগ ।

কালো ছায়া চলচ্চিত্রের কাহিনি—
গোয়েন্দা সুরজিৎ রায়ের (শিশির) কাছে মুর্শিদাবাদের সুখচরে একটি দলিল চুরি করে দেওয়ার অনুরোধ জানিয়ে এক মহিলা দেখা করেন। সুরজিৎ তার অপারগতার কথা মহিলাকে জানিয়ে দেয়। সেই দিন রাতেই সুরজিৎ সুখচরের জমিদার রাজীবলোচনের (ধীরাজ কাছ থেকে টেলিগ্রাম মারফত জানতে পারে যে রাজীবলোচনের জীবন বিপন্ন, তিনি কিছুদিনের জন্য সুরজিৎকে তার সাথে গিয়ে থাকতে অনুরোধ করেন।
সুরজিৎ সুখচরে পৌঁছে দেখে রাজীবলোচন ছুরিকাঘাতে মারা গিয়েছেন। বাড়িতে আছে রাজীবের দাদা দীননাথ (ধীরা), ডাক্তার (গুরুদাস ), নার্স অনিমা (শিক্ষা), চীনা রাঁধুনি। সুরজিৎ কাউকেই তার সন্দেহের তালিকা থেকে বাদ দেয় না। সে সবিস্ময়ে লক্ষ করে অনিমাই তাকে দলিল চুরির প্রস্তাব দিয়েছিল। শেষ পর্যন্ত সুরজিৎ এই হত্যাকাণ্ডের অপরাধীকে সনাক্ত করতে সমর্থ হয়।
