গুপী বাঘা ফিরে এলো চলচ্চিত্রটি গুপী গাইন বাঘা বাইন সিরিজের তৃতীয় ছবি, সত্যজিত রায়ের লেখা এবং সন্দীপ রায় পরিচালিত। হীরক রাজার দেশে মুক্তির ১১ বছর এই ছবিটি মুক্তি পায়। এটি গুপী গাইন বাঘা বাইন সিরিজের তৃতীয় এবং শেষ চলচ্চিত্র।
গুপী বাঘা ফিরে এলো চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান
- প্রযোজনা – তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
- কাহিনি, সংগীত ও গীতরচনা— সত্যজিৎ রায়।
- চিত্রনাট্য ও পরিচালনা – সন্দীপ রায়।
- চিত্রগ্রহণ বরুণ রাহা।
- শিল্প নির্দেশনা— অশোক বসু।
- শব্দগ্রহণ– সুজিত সরকার।
- সম্পাদনা – দুলাল দত্ত।
গুপী বাঘা ফিরে এলো চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন –
তপেন চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অজিত বন্দ্যোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায়, ভীষ্ম গুহঠাকুরতা, প্রমোদ গঙ্গোপাধ্যায়, পুরব চট্টোপাধ্যায়, কামু মুখোপাধ্যায়।
গুপী বাঘা ফিরে এলো চলচ্চিত্রের কাহিনি—
আনন্দপুরে একটি জাদু প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য গুপী ও বাঘার (তপেন ও রবি) কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়। গুপী ও বাঘা আনন্দপুরে আসে। গুপী ও বাঘার সাথে সাক্ষাৎ হয় ব্রহ্মানন্দ আচার্যের (অজিত)। ব্রহ্মানন্দ তন্ত্র সাধনা করেন এবং এই সাধনার ফলে তিনি কিছু অলৌকিক ক্ষমতাও অর্জন করেছেন। তাঁর একটিই দুর্বলতা এবং সেটি হল দুর্লভ মণি মুক্তো সংগ্রহ করা। আচার্য জানেন তাঁর মৃত্যু হবে বিক্রম নামে এক দ্বাদশ বর্ষীয় বালকের হাতে।
তাই তিনি আনন্দপুরের বিক্রম নামের সব দ্বাদশবর্ষীয় বালককে অপহরণ করেন এবং তাঁর অলৌকিক ক্ষমতা বলে তাদের সম্মোহন করে নিজের বশীভূত করে রাখেন। আচার্য গুপী ও বাঘাকে জানান তিন প্রতিবেশী রাজার রাজমুকুটে শোভাপ্রাপ্ত তিনটি দুর্লভ মণি তাঁকে জোগাড় করে দিতে পারলে তাদের বয়স ২০ বছর করে কমিয়ে দেবেন।
গুপী ও বাঘা নিজেদের বয়স কমানোর আগ্রহে আচার্যর প্রস্তাবে রাজি হয় এবং খুব অল্প সময়ের মধ্যে দুটি মূল্যবান পাথর সংগ্রহ করে আচার্যর হাতে তুলে দেয়। তৃতীয় পাথরটি সংগ্রহ করতে গিয়ে আনন্দপুরে তারা আর এক জন দ্বাদশ বর্ষীয় বিক্রমের সাক্ষাৎ পায় যার জন্মকোষ্ঠী অনুযায়ী নাম বিরুম হলেও সর্বসাধারণের কাছে সে কানু নামে পরিচিত।
গুপী ও বাধা কানুকে সঙ্গে নিয়ে গ্রামের লোকেদের সাথে আচার্যর দুর্গে উপস্থিত হয়। কানুকে দেখা মাত্র আচার্যর বিশেষ ক্ষমতাগুলি অন্তর্হিত হয় এবং পাতাল প্রবেশে তাঁর মৃত্যু ঘটে দুর্গে বন্দী দ্বাদশ বর্ষীয় বালকেরা মুক্তি পায় ।

ছবিটি ১৯৯১ সালে ইন্ডিয়ান প্যানোরামার অন্তর্ভুক্ত হয়েছিল।
আরও দেখুনঃ