জহর গঙ্গোপাধ্যায়

জহর গঙ্গোপাধ্যায় এর জন্ম ২৪ পরগণা জেলায় সেতুপুরে। বঙ্গবাসী স্কুল থেকে এন্ট্রান্স এবং বঙ্গবাসী কলেজ থেকে আই. এ পাস করে টেলিফোন বিভাগে চাকরি নেন। ছোটবেলা থেকেই অভিনয়ে আগ্রহ। প্রথম নাট্যাভিনয় ১৯২৬ সালে মিত্র থিয়েটারে শ্রীদুর্গা নাটকে। পরবর্তী কালে বহু নাটকের কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি চরিত্রাভিনয়েও অংশ নিয়েছেন।

 

জহর গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

জহর গঙ্গোপাধ্যায়

প্রথম চলচ্চিত্রাভিনয় নির্বাক ছবি গীতায় (১৯৩১)। রাধা ফিল্মস প্রযোজিত এবং তিনকড়ি চক্রবর্তী পরিচালিত এই ছবিতে তিনি ছোট একটি ভূমিকায় অভিনয় করেন। সবাক যুগে প্রথম ছবি নিউ থিয়েটার্স প্রযোজিত এবং প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত দেনাপাওনা (১৯৩১)।

 

জহর গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

তিরিশ ও চল্লিশের দশকে তিনি বহু ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এই সময়কালে অভিনীত উল্লেখযোগ্য চরিত্রগুলি হল মানস (মানময়ী গার্লস স্কুল, ১৯৩৫), অলক (পায়ের ধূলো, ১৯৩৫), নরেন্দ্র (কণ্ঠহার, ১৯৩৫), নির্মল (মহানিশা, ১৯৩৬), নগেন্দ্র (বিষবৃক্ষ, ১৯৩৬), বিমল (যন্ত্রের ধন, ১৯৩১), আয়ান ঘোষ (শ্রীরাধা, ১৯৪১); নগেন (সহধর্মিণী, ১৯৪৩), মোহন (জজসাহেবের নাতনী, ১৯৪৩), রতন (শহর থেকে দূরে, ১৯৪৩), অবিনাশ (ছদ্মবেশী, ১৯৪৫); অপূর্ব (সব্যসাচী, ১৯৪৭) প্রভৃতি।

৫০ ও ৬০ এর দশকে তিনি প্রধানত নায়ক ও নায়িকার বাবা বা পিতৃপ্রতিম চরিত্রেও সুনামের সাথে অভিনয় করেছেন। উত্তমের সাথে ২৬টি এবং উত্তম-সুচিত্রা জুটিতে অন্তত সাতটি ছবিতে পিতৃপ্রতিম চরিত্রে অভিনয় করেন। চার দশকের চলচ্চিত্র জীবনে ২৩১টি ছবিতে অভিনয়ের পাশাপাশি ৬টি ছবিতে নেপথা সংগীতশিল্পী হিসাবেও কাজ করেছেন। সেগুলি হল তুলসীদাস (১৯৩৪), পায়ের ধূলো (১৯৩৫), যখের ধন (১৯৩৯), নন্দিনী (১৯৪১), জজ সাহেবের নাতনী (১৯৪৩) এবং পোষ্যপুত্র (১৯৪৩)।

 

জহর গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন প্রফুল্ল রায়, নরেশ মিত্র, শিশির ভাদুড়ী, হীরেন বসু, তুলসী লাহিড়ী, সুশীল মজুমদার, নীরেন লাহিড়ী, শৈলজানন্দ মুখোপাধ্যায়, দেবকী বসু, অজয় কর, অগ্রদূত, অসিত সেন প্রভৃতি। সাহেব বিবি গোলাম (১৯৫৬) ছবিতে স্বল্প সময়ের ঘড়িবাবু চরিত্রে তাঁর অভিনয় দর্শক সহ সমালোচকদেরও প্রশংসা অর্জন করে।

 

Google News জহর গঙ্গোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি:

  • ১৯৩১ দেনাপাওনা
  • ১৯৩৩ জয়দেব,
  • ১৯৩৪ চাঁদ সদাগর, তুলসীদাস, শুভ ত্র্যহস্পর্শ,
  • ১৯৩৫ মানময়ী গার্লস স্কুল, মন্ত্রশক্তি, পায়ের ধূলো, প্রফুল্ল, কণ্ঠহার,
  • ১৯৩৬: মহানিশা, বিষবৃক্ষ, তরুবালা, পথের শেষে, কালপরিণয়,
  • ১৯৩৭ টকী অব টকীজ,
  • ১৯৩৮ সৰ্ব্বজনীন বিবাহোৎসব, বেকারনাশন, একলব্য,
  • ১৯৩৯ জনকনন্দিনী, যখের ধন, নরনারায়ণ, রুক্মিণী, শর্মিষ্ঠা, বামনাবতার,
  • ১৯৪১ কর্ণার্জুন, কবি জয়দেব, বিজয়িনী, প্রতিশোধ, প্রতিশ্রুতি, শ্রীরাধা, নন্দিনী,
  • ১৯৪২ পাষাণ দেবতা, নারী, গরমিল, ভীষ্ম, মিলন, বন্দী,
  • ১৯৪৩ প্রিয় বান্ধবী, অভিসার, সহধর্মিণী, যোগাযোগ, নীলাঙ্গুরীয়, জয়সাহেবের নাতনী, পাপের পথে, দম্পতি, দেবর, শহর থেকে দূরে, পোষ্যপুত্র।
  • ১৯৪৪ ছদ্মবেশী, মাটির ঘর, সমাজ, সন্ধ্যা:
  • ১৯৪৫ – কতদূর, দোটানা, ভাবিকাল, পথ বেঁধে দিল, বন্দিতা, দুই পুরুষ, মানে-না-মানা, কলঙ্কিনী, গৃহলক্ষ্মী,
  • ১৯৪৬ পথের সাথী, সাত নম্বর বাড়ী, এই তো জীবন, নতুন বৌ, বন্দেমাতরম, মাতৃহারা, তুমি আর আমি, দুঃখে যাদের জীবন গড়া, ১৯৪৭ তপোভঙ্গ, শৃঙ্খল, রাত্রি, ঝড়ের পর, মন্দির, স্বপ্ন ও সাধনা, জাগরণ:
  • ১৯৪৮ সাধারণ মেয়ে, পথের দাবী, বক্ষিতা, অনির্বাণ, জয়যাত্রা, নন্দরাণীর সংসার, নারীর রূপ, বাঁকা লেখা, সমাপিকা:
  • ১৯৪৯ রাঙামাটি, অভিমান, কামনা, নিরুদ্দেশ, অনুরাধা, আভিজাত্য, মহাদান, সিংহদ্বার, সংকল্প, সমর্পণ, আশাবরী,
  • ১৯৫০ ইন্দ্রনাথ, ধাবনতলা লাইট রেলওয়ে, বীরেশ লাহিড়ী, বৈকুন্ঠের উইল, জিপসী মেয়ে, জীবন সৈকতে, একই গ্রামের ছেলে, মহাসম্পদ, বানপ্রস্থ, গরবিনী, মেজদিদি, সহোদর:
  • ১৯৫১ সহযাত্রী, প্রত্যাবর্তন, দত্তা, বাবলা,
  • ১৯৫২ ভিন দেশের মেয়ে, মেঘমুক্তি, নীলদর্পণ, মন্দির, পল্লী সমাজ, শ্যামলী, সঞ্জীবনী, স্বপ্ন ও সমাধি, দর্পচূর্ণ,
  • ১৯৫৩ মাকড়সার জাল, কেরানীর জীবন, হরিলক্ষ্মী, সাত নম্বর কয়েদী, সীতার পাতাল প্রবেশ, নিষ্কৃতি,
  • ১৯৫৪ মা ও ছেলে, নববিধান, না, কল্যাণী, সতী, বারবেলা, অগ্নিপরীক্ষা, নীল শাড়ী, শিবশক্তি, গৃহপ্রবেশ, মন্ত্রশক্তি
  • ১৯৫৫ নিষিদ্ধ ফল, অনুপমা, দত্তক, দেবর, ছোট বৌ, গোধূলি, দুই বোন, মেজ বৌ, ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ
  • ১৯৫৬ সাগরিকা, হে মহামানব, চিরকুমার সভা, পরাধীন, সাহেব বিবি গোলাম, অসমাপ্ত, ত্রিযামা, মামলার ফল, রাজপথ, ছায়াসঙ্গিনী, সাধক রামপ্রসাদ, নবজন্ম
  • ১৯৫৭ মধুমালতী, ঘুম, বড়মা, তাপসী, আদর্শ হিন্দু হোটেল হরিশ্চন্দ্র, তাসের ঘর, পরের ছেলে, পুনর্মিলন, ছায়াপথ, ওগো শুনছো, অভয়ের বিয়ে, আমি বড় হবো, মাধবীর জন্য, চন্দ্রনাথ, পথে হল দেরী, জীবনতৃষ্ণা,
  • ১৯৫৮ পরশপাথর, মানময়ী গার্লস স্কুল, ডাক হরকরা, যোগাযোগ, কংস
  • ১৯৫৯ জন্মান্তর, মৃতের মর্তে আগমন, খোকাবাবুর প্রত্যাবর্তন:
  • ১৯৬০ চুপি চুপি আসে, গরীবের মেয়ে, অজানা কাহিনী, নদের নিমাই, বিয়ের খাতা,
  • ১৯৬১ মানিক, রায়বাহাদুর, কঠিন মায়া, বন্ধন, নবদিগন্ত,
  • ১৯৬৩ দুই বাড়ী, বর্ণচোরা, সৎভাই, নির্জন সৈকতে, পলাতক, ত্রিধারা, ন্যায়দণ্ড, উত্তর ফাল্গুনী,
  • ১৯৬৪ জীবন কাহিনী, বীরেশ্বর বিবেকানন্দ, কিনু গোয়ালার গলি, নতুন তীর্থ, দুই পর্ব
  • ১৯৬৫ পতি সংশোধনী সমিতি, দিনান্তের আলো, রাজা রামমোহন, মুখুজ্যে পরিবার
  • ১৯৬৬ শুধু একটি বছর, রামধাক্কা, শেষ তিন দিন;
  • ১৯৬৭ মহাশ্বেতা, চিড়িয়াখানা,
  • ১৯৬৮ চারণ কবি মুকুন্দদাস,
  • ১৯৬৯ পিতাপুত্র, প্রতিদান
  • ১৯৭১ বিজ্ঞান ও বিধাতা।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment