জে ডি ইরানী

জে ডি ইরানী হলেন একজন ভারতীয় শব্দযন্ত্রী। জন্ম বোম্বেতে, সিনিয়ার কেম্ব্রিজ পাস করে কলকাতায় আসেন। এম. পি. স্টুডিওর সাথে শব্দযন্ত্রী হিসাবে যুক্ত ছিলেন। স্বাধীন শব্দযন্ত্রী হিসাবে প্রথম কাজ প্রফুল্ল ঘোষ পরিচালিত হরিশ্চন্দ্র (১৯৩৫)।

 

জে ডি ইরানী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

জে ডি ইরানী

জে ডি ইরানী যে সব উল্লেখযোগ্য পরিচালকদের সাথে কাজ করেছেন তাঁরা হলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, নরেশ মিত্র, সুশীল মজুমদার প্রভৃতি। বাংলা ছাড়াও হিন্দী ছবিতেও শব্দগ্রহণের কাজ করেছেন।

 

জে ডি ইরানী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চলচ্চিত্রপঞ্জি:

  • ১৯৩৫ হরিশ্চন্দ্র,
  • ১৯৩৮ হাল বাংলা,
  • ১৯৪২ ভীষ্ম, বন্দী, চৌরঙ্গী, কর্ণার্জুন, শেষ উত্তর;
  • ১৯৪৩ দেবর, যোগাযোগ, শহর থেকে দূরে,
  • ১৯৪৪ চাঁদের কলঙ্ক,
  • ১৯৪৫ দোটানা, কলঙ্কিনী, মানে না মানা, শ্রীদুর্গা:
  • ১৯৪৬ নতুন বৌ,
  • ১৯৪৭ রায় চৌধুরী, তপোভঙ্গ,
  • ১৯৪৮ ঘুমিয়ে আছে গ্রাম, রং বেরং, সাধারণ মেয়ে,
  • ১৯৪৯ অভিমান, সতেরো বছর পরে, তিলোত্তমা;
  • ১৯৫০ অপবাদ, দ্বৈরথ, জিপসী মেয়ে, জাগ্রত ভারত, পঞ্চায়েত্
  • ১৯৫১ অনুরাগ, মিনতি, নিয়তি, পলাতকা, পণ্ডিতমশাই, সেতু,
  • ১৯৫২ আলাদিন ও আশ্চর্য প্রদীপ, ভুলের শেষে, হানাবাড়ি, মহিষাসুর বধ,
  • ১৯৫৩ বৈমানিক, বিষবৃক্ষ, বউঠাকুরাণীর হাট, মহারাজা নন্দকুমার, রোশেনারা, শ্রীকৃষ্ণলীলা,
  • ১৯৫৪ অমর প্রেম, অন্নপূর্ণার মন্দির, ময়লা কাগজ, না, সতী বেহুলা, সতীর দেহত্যাগ,
  • ১৯৫৫ বিধিলিপি, পুজনায়, কালিন্দী, নিষিদ্ধ ফল,
  • ১৯৫৬ শ্যামলী, টনসিল,
  • ১৯৫৭ হারজিৎ, মধুমালতী, নতুন প্রভাত, পুনর্মিলন, রাত্রিশেষে:
  • ১৯৫৮ – নূপুর:
  • ১৯৫৯ জন্মান্তর, মৃতের মর্ত্যে আগমন, রাতের অন্ধকারে
  • ১৯৬০ দুই বেচারা, প্রবেশ নিষেধ, সুরের পিয়াসী:
  • ১৯৬১ আজ কাল পরশু, ইংগিত
  • ১৯৬২ কাজল, শেষ চিহ্ন, সরি ম্যাডাম, তরণীসেন বধ,
  • ১৯৬৩ হাসি শুধু হাসি নয়, হাইহিল, কাঞ্চনকন্যা, সৎ ভাই,
  • ১৯৬৪ অশান্ত ঘূর্ণী, কাঞ্চনরঙ্গ:
  • ১৯৬৫ জয়া, মহালগ্ন, ও কে, প্রথম প্রেম, রূপ সনাতন;
  • ১৯৬৬ অশ্রু দিয়ে লেখা, গৃহ সন্ধানে, লব কুশ, মায়াবিনী লেন, রামধাকা, সুশাস্ত সা:
  • ১৯৬৮ আদ্যাশক্তি মহামায়া, গড় নাসিমপুর, পরিশোধ, পথে হল দেখা, তিন অধ্যায়,
  • ১৯৬৯ বালক গদাধর, বিবাহ বিভ্রাট, কমললতা, মায়া, পান্না হীরে চুণী, শেষ থেকে শুরু,
  • ১৯৭০ আলেয়ার আলো, পদ্ম গোলাপ, প্রথম কদম ফুল, প্রতিদ্বন্দ্বী:
  • ১৯৭১ জয় জয়ন্তী, প্রথম প্রতিশ্রুতি, সীমাবদ্ধ, সোনা বৌদি, আজকের নায়ক,
  • ১৯৭২ বহুরূপী, বিগলিত করুণা জাহ্নবী যমুনা, জবান, পিকনিক,
  • ১৯৭৩ অশনি সংকেত, বসন্ত বিলাপ, বিজ্ঞান ও বিধাতা, মর্জিনা আবদাল্লা, রৌদ্রছায়া;
  • ১৯৭৪ দেবী চৌধুরাণী, হারায়ে খুঁজি প্রান্তরেখা, রক্ততিলক, রোদনভরা বসন্ত, সঙ্গিনী, শ্রাবণ সন্ধ্যা, সোনার কেল্লা;
  • ১৯৭৫ মৌচাক, নিশিমৃগয়া, প্রিয় বান্ধবী, রাগ অনুরাগ, সেলাম মেমসাহেব, শর্মিলা, স্বয়ংসিদ্ধা :
  • ১৯৭৬: আনন্দমেলা, অপরাজিতা, দম্পতি, হংসরাজ, জনঅরণ্য, মোহনবাগানের মেয়ে, নন্দিতা, নিধিরাম সর্দার, শঙ্খবিষ, সুদূর নীহারিকা, স্বীকারোক্তি
  • ১৯৭৭ বেহুলা লখীন্দর, ভোলা ময়রা, কবিতা, প্রতিমা, প্রক্সি,
  • ১৯৭৮ ময়না
  • ১৯৭৯ হীরে মাণিক, নবদিগন্ত, শ্রীকান্তের উইল:
  • ১৯৮০: বাঁশরী, বড়ভাই, ব্যাপিকা বিদায়, দর্পচূর্ণ, মাতৃভক্ত রামপ্রসাদ:
  • ১৯৮১ সুবর্ণ গোলক:
  • ১৯৮২ বোধন, ইমন কল্যাণ, সাবিত্রী সত্যবান।

 

Google News জে ডি ইরানী
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

আরও দেখুনঃ

 

Leave a Comment