জ্যোতি লাহা প্রখ্যাত চিত্রগ্রাহক অনিল গুপ্তর সহকারী হিসাবে কাজ শুরু করেন। এম. আর. প্রোডাকসন্স প্রযোজিত এবং সুশীল মজুমদার পরিচালিত মর্মবাণী (১৯৫৮) ছবিতে অনিল গুপ্তর সহযোগী হিসাবে চিত্রগ্রহণের কাজ করেন।
জ্যোতি লাহা
সমগ্র চলচ্চিত্র জীবনে ৪৫টি ছবির মধ্যে চুয়াল্লিশটি ছবিতেই তিনি অনিল গুপ্তর সহযোগী হিসাবে চিত্রগ্রহণের কাজ করেছেন।
একক দায়িত্বে কাজ করেছেন। অমল রায় ঘটক পরিচালিত উজান (১৯৯৫) ছবিতে। যাত্রিক গোষ্ঠী পরিচালিত বারোটির মধ্যে নটি ছবির চিত্রগ্রহণের দায়িত্ব তিনি অনিল গুপ্তর সাথে যুগ্মভাবে পালন করেন। যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চিত্ত বসু, অসিত সেন, পিনাকী মুখোপাধ্যায়, সলিল সেন, বিকাশ রায়, গুরু বাগচী প্রভৃতি।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫৮ মর্মবাণী
- ১৯৫৯ চাওয়া পাওয়া, দেড়শো খোকার কাণ্ড, অগ্নিসম্ভবা;
- ১৯৬০ স্মৃতিটুকু থাক;
- ১৯৬২ কাঁচের স্বর্গ, শুভদৃষ্টি;
- ১৯৬৩ উত্তর ফাল্গুনী,
- ১৯৬৪ তাহলে, মোমের আলো, সন্ধ্যা দীপের শিখা
- ১৯৬৯ কমললতা, অগ্নিযুগের কাহিনী;
- ১৯৭১ চৈতালী;
- ১৯৭২ আলো আমার আলো, ছিন্নপত্র, হার মানা হার :
- ১৯৭৩ নতুন দিনের আলো, রাতের রজনীগন্ধা;
- ১৯৭৪ যদি জানতেম, আলোর ঠিকানা,
- ১৯৭৫ নগর দর্পণে, কাজললতা,
- ১৯৭৬ চাঁদের কাছাকাছি, মোমবাতি, হোটেল স্নো ফক্স:
- ১৯৭৭ রামের সুমতি, বাবা তারকনাথ;
- ১৯৭৮ করুণাময়ী, টুসি,
- ১৯৭৯ যত মত তত পথ, কৃষ্ণ সুদামা,
- ১৯৮০ সীতা,
- ১৯৮১ স্বামী-স্ত্রী,
- ১৯৮২ সোনার বাংলা:
- ১৯৮৪ দুজনে, সমর্পিতা,
- ১৯৮৬ জীবন;
- ১৯৮৯ মহাপীঠ তারাপীঠ:
- ১৯৯০ ভাঙাগড়া:
- ১৯৯১ রাজনর্তকী,
- ১৯৯২ পেন্নাম কলকাতা, নবরূপা,
- ১৯৯৩ কাঁচের পৃথিবী;
- ১৯৯৫ উজান।
আরও দেখুনঃ