তপেন চট্টোপাধ্যায়

তপেন চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেতা। তিনি সত্যজিত রায়ের অনেক চলচ্চিত্রে অভিনয় করেন, বিশেষত গুপী গাইন বাঘা বাইন-এর (১৯৬৮) গুপী গাইনে’র চরিত্রে এবং পরবর্তী সিকোয়েলে হীরক রাজার দেশে (১৯৮০) এবং গুপী বাঘা ফিরে এলো (১৯৯১)তে।

 

তপেন চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

তপেন চট্টোপাধ্যায়

জন্ম কলকাতায়। রাজেন্দ্র বিদ্যাভবন থেকে ম্যাট্রিক পাস করেন, পরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মক্ষেত্রে প্রবেশ করেন। ছোটবেলা থেকেই নাটকে আগ্রহ। বিভিন্ন পর্যায়ে চলাচল গোষ্ঠী, থিয়েটার ইউনিট প্রভৃতি নাট্য সংস্থার সাথে যুক্ত ছিলেন।

যোগ্যতাসম্পন্ন প্রকৌশলী হিসাবে তিনি রাজস্থানে চাকরি করতেন। পরবর্তীতে কলকাতা ফিরে আসেন এবং সত্যজিত রায় কর্তৃক পুনরুজ্জীবিত বাংলা পত্রিকা সন্দেশে যোগদান করেন। তিনি শিশু পত্রিকা সন্দেশের বিজ্ঞাপন বিভাগে তার কর্মজীবন শুরু করেন।

 

তপেন চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বিজ্ঞাপন ও সন্দেশ পত্রিকায় কাজের সুবাদে সত্যজিৎ রায়ের সাথে যোগাযোগ এবং গুপী গাইন ও বাঘা বাইন (১৯৬৯) ছবিতে গুণীর ভূমিকায় অভিনয় করেন। পরবর্তী কালে সত্যজিৎ পরিচালিত হীরক রাজার দেশে (১৯৮০) এবং সন্দীপ রায় পরিচালিত গুপী বাঘা ফিরে এলো (১৯৯২) ছবিগুলিতেও গুপীর ভূমিকায় অভিনয় করেন।

সমগ্র চলচ্চিত্র জীবনে মাত্র ২৫টি ছবিতে অভিনয় করেছেন। সত্যজিৎ ছাড়াও কাজ করেছেন অজিত গঙ্গোপাধ্যায়, অরবিন্দ মুখোপাধ্যায়, দীনেন গুপ্ত, পীযূষ বসু, সুধীর মুখোপাধ্যায়, তরুণ মজুমদার প্রভৃতি পরিচালকের সাথে। অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র ঘণ্টা (ধন্যি মেয়ে, ১৯৭১), দিলীপ (ননীগোপালের বিয়ে, ১৯৭৩) ইত্যাদি।

 

Google News তপেন চট্টোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৬৯ গুপী গাইন ও বাঘা বাইন
  • ১৯৭০ রূপসী,
  • ১৯৭১ ধন্যি মেয়ে:
  • ১৯৭৩ বসন্ত বিলাপ, শ্রীমান পৃথ্বীরাজ ননীগোপালের বিয়ে,
  • ১৯৭৪ প্রান্তরেখা, সাধু যুধিষ্ঠিরের কড়চা, সঙ্গিনী, ঠগিনী, বিকেলে ভোরের ফুল,
  • ১৯৭৫ প্রেমের ফাঁদে, রাগ অনুরাগ
  • ১৯৭৭ হাতে রইল তিন, ভোলা ময়রা:
  • ১৯৭৮ গোলাপ বৌ, জটায়ু,
  • ১৯৭৯ জীবন যেরকম, গণদেবতা, শ্রীকান্তের উইল
  • ১৯৮০ হীরক রাজার দেশে,
  • ১৯৯২ গুণী বাঘা ফিরে এলো।
  • ১৯৯৬ রবিবার,
  • ২০০১ নরক গুলজার।

আরও দেখুনঃ

 

Leave a Comment