তারক বসুর জন্ম কলকাতায়, ম্যাট্রিকুলেশন পাস করে সরকারি শিল্প বিদ্যালয় থেকে ডিপ্লোমা অর্জন করেন। নিউ থিয়েটার্স স্টুডিওর প্রথম দিকের বেশ কয়েকটি ছবিতে সহকারী হিসাবে যুক্ত ছিলেন। স্বাধীন শিল্প নির্দেশক হিসাবে প্রথম কাজ নিউ থিয়েটার্স প্রযোজিত দেবকী বসু পরিচালিত সাপুড়ে (১৯৩৯) ছবিতে।
তারক বসু
প্রমথেশ বড়ুয়া পরিচালিত চারটি ছবির শিল্প নির্দেশনার পাশাপাশি নীরেন লাহিড়ী, সুকুমার দাশগুপ্ত, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, প্রেমের মিত্র, অগ্রদূত, চিত্ত বসু, সুশীল মজুমদার প্রভৃতি চলচ্চিত্র পরিচালকের সাথেও কাজ করেছেন।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৩৯ সাপুড়ে,
- ১৯৪০ আলোছায়া
- ১৯৪১ মায়ের প্রাণ, উত্তরায়ণ
- ১৯৪২: পাষাণ দেবতা, গরমিল, শেষ উত্তর, চৌরঙ্গী, মিলন:
- ১৯৪৩ সহধর্মিণী, জননী, দ্বন্দ্ব, নীলাঙ্গুরীয়, দম্পতি, দেবর, পোষ্যপুত্র,
- ১৯৪৪ বিদেশিনী, নন্দিতা:
- ১৯৪৫ পথ বেঁধে দিল;
- ১৯৪৬ মৌচাকে ঢিল, সাত নম্বর বাড়ী, তুমি আর আমি:
- ১৯৪৭ পথের দাবী, স্বপ্ন ও সাধনা, অভিযোগ,
- ১৯৪৮ শাঁখা সিঁদুর, পূরবী, স্বর্ণসীতা:
- ১৯৪৯ আভিজাত্য, সংকল্প:
- ১৯৫০ ইন্দ্রনাথ, দুধারা, বিদ্যাসাগর:
- ১৯৫১ সহযাত্রী, প্রত্যাবর্তন;
- ১৯৫২ মেঘমুক্তি, পাশের বাড়ী, রাণী ভবানী, মন্দির:
- ১৯৫৩ মহারাজা নন্দকুমার, মায়াকানন,
- ১৯৫৪ ময়লা কাগজ, মা অন্নপূর্ণা, বিক্রম উব্বশী, মহিলা মহল, জাগৃহি,
- ১৯৫৫ ভাঙাগড়া:
- ১৯৫৬ মদনমোহন।
আরও দেখুনঃ