তাপস পাল

তাপস পালের জন্ম চন্দননগরে। ১৯৭৬এ হায়ার সেকেন্ডারি এবং ১৯৭৯ সালে হুগলী মহসিন কলেজ থেকে স্নাতক হন। প্রথম চলচ্চিত্রাভিনয় তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি (১৯৮০) ছবিতে। এই ছবিতে তিনি নায়ক কেদারের ভূমিকায় অভিনয় করেন।

 

তাপস পাল । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

তাপস পাল

সমগ্র চলচ্চিত্র জীবন ২০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রধানত বাণিজ্যিক ধারার ছবির নায়ক তাপস তরুণ মজুমদার ছাড়াও কাজ করেছেন বিজয় বসু, অরুন্ধতী দেবী, অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহ, অঞ্জন চৌধুরী, পিনাকী মুখোপাধ্যায়, দীনেন গুপ্ত, প্রভাত রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, হরনাথ চক্রবর্তী সহ বহু পরিচালকের সাথে।

 

Google News তাপস পাল
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র কেদার (দাদার কীর্তি, ১৯৮০), সাহেব (সাহেব, ১৯৮১), সত্যানন্দ (বৈদুর্য রহস্য, ১৯৮৫), অরূপ (ভালবাসা ভালবাসা, ১৯৮৫), রবি (পথভোলা, ১৯৮৬); জয়ন্ত (গুরুদক্ষিণা, ১৯৮৭), দীপু (কড়ি দিয়ে কিনলাম, ১৯৮৯), নিমাই (উত্তরা, ২০০০), রণেশ ড্রাইভার (মন্দ মেয়ের উপাখ্যান, ২০০০) প্রভৃতি।

২০০৬ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি আলিপুর কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০০৯ ও ২০১৪ সালে কৃষ্ণনগর থেকে ভারতের লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।

 

google news logo তাপস পাল

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৮০ দাদার কীর্তি;
  • ১৯৮১ সাহেব;
  • ১৯৮৩ সমাপ্তি;
  • ১৯৮৪, দীপার প্রেম, রাজেশ্বরী, পারাবত প্রিয়া,
  • ১৯৮৫ হুলুম্বুল, অজান্তে, নিশাস্তে, যোগবিয়োগ, বৈদূর্য্য ভালবাসা ভালবাসা, হরিশ্চন্দ্র শৈব্যা:
  • ১৯৮৬ কেনারাম বেচারাম, অনুরাগের ছোঁয়া, লালমহল, উত্তরলিপি, জীবন, আশীর্বাদ, পথভোলা, অমরবন্ধন;
  • ১৯৮৭ রুদ্রবীণা, অর্পণ, পাপপুণ্য, যার যে প্রিয়, গুরুদক্ষিণা,
  • ১৯৮৮ ছরাছাড়া, অন্তরঙ্গ, পরশমণি, তুমি কত সুন্দর, সুরের সাথী, পথে যেতে যেতে, শঙ্খচূড়, সুরের আকাশে, শুধু তোমারই, আগমন, প্রতীক:
  • ১৯৮৯ সংসার, নয়নমণি, চোখের আলোয়, তুফান, মঙ্গলদীপ, আশা, কড়ি দিয়ে কিনলাম, অঙ্গার,
  • ১৯৯০ অনুরাগ, মানসী, ভাগ্যলিপি, এখানে আমার স্বর্গ, আপন আমার আপন, আবিষ্কার, গরমিল, জীবনসঙ্গী, বলিদান, মনময়ূরী, মহাজন, ব্যবধান,
  • ১৯৯১ রাজনর্তকী, সাধারণ মেয়ে, বিধির বিধান, নীলিমায় নীল, মানমর্যাদা, শুভ কামনা, দেবর, পতি পরম গুরু. ন্যায়চক্র, অন্তরের ভালবাসা, রূপবান,
  • ১৯৯২ সুরের ভূবনে, লালপাহাড়ী, শয়তান, ধর্মযুদ্ধ, মহাশয়, মায়াবিনী, বাহাদুর, বন্ধু,
  • ১৯৯৩ কুঁচবরণ কন্যা, মায়ামমতা, দান প্রতিদান, অমর কাহিনী, রাজার মেয়ে পারুল, ফিরে পাওয়া, প্রথমা, তোমার রক্তে আমার সোহাগ, তপস্যা, ঘরসংসার, অতিথি শিল্পী, দুরন্ত প্রেম
  • ১৯৯৪ তবু মনে রেখো, কথা ছিল, তুমি যে আমার, বিদ্রোহিনী,
  • ১৯৯৫ সংঘর্ষ, প্রতিধ্বনি, বৌমণি, অন্তরতম, মেজ বৌ, লেডি ডাক্তার,
  • ১৯৯৬ পূজা, মায়ের কথা, ত্রিধারা, প্রাণসজনী, জামাইবাবু, সিঁথির সিঁদুর
  • ১৯৯৭ অভিশপ্ত প্রেম, আজকের সন্তান, দানব, সর্বজয়া, মিত্তির বাড়ির ছোট বৌ, বৌঠান, প্রতিরোধ, জয়ী, মাটির মানুষ, মাতৃভূমি, মনসাকন্যা, দশ নম্বর বাড়ী, প্রেমসঙ্গী,
  • ১৯৯৮ সূর্যকন্যা, অপরাজিতা, অরণ্যের অধিকার, বাংলার বধূ, বিষ্ণুনারায়ণ, গঙ্গা, হিংসা, জীবনতৃষ্ণা, কমলার বনবাস, নয়নের আলো, প্রাণের চেয়ে প্রিয়, পুত্রবধূ, সংঘাত, শিমুল পারুল, শ্রীমান ৪২০
  • ১৯৯৯ সন্তান যখন শত্রু, গুণ্ডা, চাওয়া পাওয়া, আত্মীয় স্বজন, সুন্দর বৌ, দাবীদার
  • ২০০০ বন্ধন, পরিচয়, দাবী, ঋণমুক্তি, উত্তরা, এই ঘর এই সংসার
  • ২০০১ অন্য পৃথিবী, হাতিয়ার, জবাব চাই, নেমকহারাম, নদীর পাড়ে আমার বাড়ি, ভালোবাসা কি আগে বুঝিনি, বধূ হল বাইজী, ক্যানসার, দেবদাস, প্রেম প্রতিজ্ঞা, শেষ বিচার
  • ২০০২ বাঙালীবাবু, গান্ধবী, রাজা সাহেব, শত্রুর মোকাবিলা, সোনার সংসার,
  • ২০০৩ পথ, বিশ্বাসঘাতক, সন্ত্রাস, সেজ বৌ, সুখ দুঃখের সংসার, কর্তব্য, মন্দ মেয়ের উপাখ্যান, মায়ের আঁচল, মেমসাহেব, সবুজ সাথী,
  • ২০০৪ আততায়ী, আবার আসব ফিরে, অধিকার, আমি যে কে তোমার, অভিষেক, ক্রীতদাস, প্রতিশোধ, শেষ আশ্রয়, সিঁদুরের বন্ধন, তিন এক্কে তিন;
  • ২০০৫ শুধু ভালবাসা, তিল থেকে তাল, অবিশ্বাসী, ভালোবাসার অনেক নাম,
  • ২০০৬ অভিনেত্রী, ভূমিপুত্র, গাঁয়ের মেয়ে শহুরে বৌ, ঘাতক, হীরো, খলনায়ক, সাথীহারা, শিকার;
  • ২০০৭ আই লাভ ইউ, আলোয় ফেরা,
  • ২০০৮ জনতার আদালত, শিবাজী, কে তুমি, লাভ স্টোরি, মহাকাল, জন্মদাতা, টলি লাইটস,
  • ২০০৯ ফ্রেন্ড, ডায়েট, লক্ষ্যভেদ, ঢাকী:
  • ২০১০ মাটি ও মানুষ।

 

আরও দেখুনঃ

Leave a Comment