তিতলি চলচ্চিত্র নিয়ে আলাপ করবো আজ। তিতলি ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ভারতীয় বাংলা চলচ্চিত্র, যাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অপর্ণা সেন ও কঙ্কনা সেন শর্মা।
চলচ্চিত্রটি একটি কিশোরীর (কঙ্কনা সেন শর্মা) বেড়ে ওঠা, কিশোরকালীন সংবেদনশীলতা এবং মা-মেয়ে মধ্যে সম্পর্ক এবং বোঝাবুঝি নিয়ে রচিত।
তিতলি চলচ্চিত্র সম্পর্কে সকল তথ্য:
- প্রযোজনা – জয়কালী প্রোডাকসন্স।
- প্রযোজক তপন বিশ্বাস।
- কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা – ঋতুপর্ণ ঘোষ।
- সংগীত পরিচালনা – দেবজ্যোতি মিশ্র।
- চিত্রগ্রহণ — অভীক মুখোপাধ্যায়।
- শিল্প নির্দেশনা – ইন্দ্রনীল ঘোষ সম্পাদনা – অকমল মিত্র।
তিতলি চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন-
অপর্ণা সেন, মিঠুন চক্রবর্তী, কঙ্কনা সেনশর্মা, দীপঙ্কর দে
তিতলি চলচ্চিত্রের কাহিনি—-
দার্জিলিং-এ একটি চা বাগানের মালিক অমর (দীপঙ্কর), তার স্ত্রী ঊর্মিলা (অপর্ণা) এবং মেয়ে তিতলিকে (কল্পনা) নিয়ে তার সংসার। ছবির কেন্দ্রে আছে সতেরো বছরের তিতলি, সে টালিগঞ্জের মধ্যবয়স্ক তারকা শিল্পী রোহিতের (মিঠুন) একান্ত অনুরাগী।
কোনো কারণে অমর কলকাতা থেকে বাগডোগরা এয়ারপোর্টে আসবে, ঊর্মিলা ও তিতলি অমরকে রিসিভ করতে যাওয়ায় পথে অকস্মাৎ রোহিতের সাক্ষাৎ পায়।
রোহিতও একটি শুটিং থেকে ফেরার পথে বাগডোগরা যাচ্ছিল। গাড়ি খারাপ হওয়ায় রোহিত অসুবিধায় পড়েছে বুঝতে পেয়ে ঊর্মিলা তাকে তাদের সঙ্গী হতে অনুরোধ করে। রোহিত রাজি হয়। তিতলি খুবই উত্তেজিত, তার স্বপ্নের নায়ক তাদের সাথে একই গাড়ির যাত্রী।
ঊর্মিলার কাছ থেকে রোহিত জানতে পারে যে তিতলি তার প্রচণ্ড অনুরাগী, সে তিতলিকে কলকাতায় তার বাড়িতে অতিথি হওয়ার অনুরোধ জানায়। এক সময় তিতলির অসাক্ষাতে ঊর্মিলা ও রোহিতের মধ্যে কথোপকথন থেকে জানা যায় তারা পূর্বপরিচিত এবং তাদের মধ্যে এক সময় প্রেমের সম্পর্কও ছিল। কাজের সন্ধানে রোহিতের দীর্ঘ অনুপস্থিতিতে তার দেওয়া সন্তানকে বাঁচাবার এবং একটা পরিচয় দেওয়ার জন্যই ঊর্মিলাকে বিয়ে করতে হয়।
অমর তিতলিকে কন্যা হিসাবে জানলেও তিতলির আসল বাবা রোহিত।

পুরস্কার-
২০০২ সালে বোম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি FIPRESCI সম্মানে ভূষিত হয়।
আরও দেখুনঃ