সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্করের জন্ম বীরভূম জেলার লাভপুরে প্রাথমিক শিক্ষাও সেখানেই শুরু হয়। উচ্চশিক্ষার্থে কলকাতায় আসেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজে আই. এ. পড়তে ভর্তি হন। কলেজে পড়াকালীন অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। কিছুদিন চাকরি এবং ব্যবসা করেছেন। ছাত্রাবস্থাতেই সাহিত্য রচনার শুরু।

 

সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তাঁর রচনায় গ্রামের জমিদার, ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের নিম্নবর্গের মানুষদেরও দেখা পাওয়া যায়। অত্যন্ত নিপুণ লেখনীর মাধ্যমে তিনি তাঁর চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছেন। উপন্যাস, ছোটগল্প ছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অনায়াস বিচরণ পাঠকদের এখনও মুগ্ধ করে।

 

সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎ স্মৃতি পুরস্কার দিয়ে তাঁকে সম্মান জানায়। এছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য এ্যাকাডেমির জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কার লাভ করেন। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী এবং পদ্মভূষণ দিয়ে সম্মান জানায়। ভারতের সাহিত্য প্রতিনিধিদলের সদস্য হিসাবে চীন এবং রাশিয়া ভ্রমণ করেন।

তাঁর কাহিনি অবলম্বনে প্রথম ছবি নিউ থিয়েটার্স প্রযোজিত দুই পুরুষ (১৯৪৫)। ছবিটি পরিচালনা করেছিলেন সুবোধ মিত্র। তাঁর লেখা কাহিনি অবলম্বনে প্রায় ৪৫টি ছবি নির্মিত হয়েছে। যে সব পরিচালক তাঁর কাহিনি অবলম্বনে ছবি তৈরি করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সত্যজিৎ রায়, তপন সিংহ, তরুণ মজুমদার, দেবকী বসু, অর্দ্ধেন্দু মুখোপাধ্যায়, অসিত সেন, অগ্রদূত, চিত্ত বসু, নরেশ মিত্র, অজয় কর সুশীল মজুমদার, বিজয় বসু, ঋতুপর্ণ ঘোষ প্রভৃতি।

চলচ্চিত্রের প্রয়োজনে তিনি গান রচনাও করেছেন। তাঁর লেখা গান প্রথম ব্যবহৃত হয়। দেবকী বসু পরিচালিত কবি (১৯৪১) ছবিতে অনিল বাগচী সুরারোপিত এই ছবির সংগীতাংশ অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তাঁর লেখা গানে সুরারোপ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, রবিশঙ্কর, সুধীন দাশগুপ্ত প্রভৃতি সংগীত পরিচালকেরা।

 

Google News সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৪৩ আলেয়া ••
  • ১৯৪৫ দুই পুরুষ:
  • ১৯৪৮ ধাত্রী দেবতা, ১৯৪৯ কবি, সন্দীপন পাঠশালা,
  • ১৯৫০ জিপসী মেয়ে, অপবাদ, মৰ্যাদা,
  • ১৯৫১ অনুরাগ
  • ১৯৫৪ চাপা ডাঙার বউ, না,
  • ১৯৫৫ রাইকমল, কালিন্দী,
  • ১৯৫৮ ডাক হরকরা• নাগিনী কন্যার কাহিনী, জলসাঘর,
  • ১৯৫৯ হেডমাষ্টার, বিচারক:
  • ১৯৬১ সপ্তপদী,
  • ১৯৬২ বিপাশা, কান্না, হাঁসুলী বাঁকের উপকথা”, আগুন’ অভিযান, নবদিগন্ত:
  • ১৯৬৩ উত্তরায়ণ:
  • ১৯৬৫ জয়া, ১৯৬৯ শুকসারী, আরোগ্য নিকেতন
  • ১৯৭০ মজুরী অপেরা-
  • ১৯৭১ ফরিয়াদ,
  • ১৯৭২ হার মানা হার,
  • ১৯৭৫ কবি,
  • ১৯৭৭ প্রতিমা
  • ১৯৭৮ দুই পুরুষ, জটায়ু,
  • ১৯৭৯ গণদেবতা’ নবদিগন্ত,
  • ১৯৮০ বাতাসী, রাজাসাহেব।
  • ১৯৮২ – বন্দিনী কমলা,
  • ১৯৮৩ অগ্রদানী,
  • ১৯৮৪ দীপার প্রেম:
  • ২০০১ অরণ্যবহ্নি,
  • ২০০৫ অন্তরমহল।

• চিহ্নিত ছবিগুলির গীতিকার ছিলেন। .

আরও দেখুনঃ

Leave a Comment