দিব্যেন্দু ঘোষ

দিব্যেন্দু ঘোষ: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।

দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

 

 

 

দিব্যেন্দু ঘোষ

জন্ম অসমের সরভোগে। ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাস করার পর প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ রেখেই কলকাতায় চলে আসেন। শ্রীভারতলক্ষ্মী পিকচার্সে চিত্রগ্রহণের সহকারী হিসাবে কাজ শুরু করেন। প্রফুল্ল রায় পরিচালিত পরশমণি (১৯৩৯) ছবিতে চিত্রগ্রাহক বিভূতি দাসের সহকারী হিসাবে কাজ করেন। নিউ টকীজ প্রযোজিত হেমেন গুপ্ত পরিচালিত অভিসার (১৯৪৩) ছবিতে চিত্রগ্রহণের কাজ করেন যুগ্ম ভাবে শচীন দাশগুপ্তর সাথে।

 

 

 

স্বাধীন চিত্রগ্রাহক হিসাবে প্রথম কাজ বিনয় বন্দ্যোপাধ্যায় পরিচালিত মনে ছিল আশা (১৯৪৮)। সমগ্ৰ চলচ্চিত্র জীবনে ৩৭টি ছবির চিত্রগ্রহণ করেছেন। উল্লেখযোগ্য যে সব চিত্রপরিচালকদের সাথে কাজ করেছেন তাঁরা হলেন প্রেমেন্দ্র মিত্র, বিনয় বন্দ্যোপাধ্যায়, শৈলজান মুখোপাধ্যায়, প্রফুল্ল রায় প্রভৃতি।

 

Google News দিব্যেন্দু ঘোষ
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৪৩ অভিসার:
  • ১৯৪৮ মনে ছিল আশা, মাটি ও মানুষ;
  • ১৯৪৯ মায়াজাল, কুয়াশা,
  • ১৯৫১ দর্পচূর্ণ, ভৈরবমন্ত্র, সুনন্দার বিয়ে।
  • ১৯৫২ জবানবন্দী, সিরাজদ্দৌলা, মানিকজোড়,
  • ১৯৫৩ বৌদির বোন, গোপাল ভাঁড়, মাকড়সার জাল, শ্বশুরবাড়ি, ব্লাইন্ড লেন, দুই বেয়াই,
  • ১৯৫৪ সাদাকালো, নীল শাড়ি, হ্যাঁ, সাঁঝের প্রদীপ,
  • ১৯৫৫ আত্মদর্শন;
  • ১৯৫৬ সাধনা, সাধক রামপ্রসাদ, আমার বউ:
  • ১৯৫৭ তমসা
  • ১৯৫৮ ধূমকেতু, শ্রীশ্রীতারকেশ্বর,
  • ১৯৫৯ শ্রীরাধা,
  • ১৯৬০ দেবর্ষি নারদের সংসার
  • ১৯৬১ আশায় বাঁধিনু ঘর;
  • ১৯৬৩ ছক্কা পাঞ্জা:
  • ১৯৬৪ রাধাকৃষ্ণ,
  • ১৯৬৫ মহালগ্ন,
  • ১৯৬৬ কলঙ্কী রাত, মায়াবিনী,
  • ১৯৭০ নল দময়ন্তী।

 

Leave a Comment