দুর্গা সেন ছিলেন একজন ভারতীয় কণ্ঠশিল্পী। তিনি ১৯৩৬ সালে ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওতে কণ্ঠশিল্পী হিসাবে ছিলেন। পরবর্তীতে ১৯৫৭ সালে এর নাম পরিবর্তন করে আকাশবাণী করা হয়।
দুর্গা সেন । বাংলা চলচ্চিত্রের অভিধান
জন্ম কলকাতার আহিরিটোলায়। পিতা কাশিমবাজার রাজার সভাগায়ক উপেন্দ্রনাথ। পিতার কাছেই সংগীত শিক্ষায় হাতেখড়ি। প্রথাগত শিক্ষা ওরিয়েন্টাল সেমিনারী স্কুলে। ঐ স্কুল থেকেই এন্ট্রান্স পরীক্ষা পাস করেন। ১৯৩৩ সালে প্রথম রেকর্ড মুক্তি পায় শাহনশাহ রেকর্ড কোম্পানি থেকে। ১৯৩৬ সালে আকাশবাণীতে কণ্ঠশিল্পী হিসাবে মনোনীত হন।
১৯৪০ সালে একটি তেলুগু ছবির সংগীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন এবং ঐ বছরই ফিল্ম প্রোডিউসার্স লিমিটেড-এর প্রযোজনায় শুকতারা (১৯৪০) ছবির সংগীত পরিচালনা করেন। ছবিটি পরিচালনা করেছিলেন নিরঞ্জন পাল।
দুর্গা সেনের সংগীত পরিচালনায় উল্লেখযোগ্য ছবি হল রাস পূর্ণিমা (১৯৪১), ব্রাহ্মণকন্যা (১৯৪১), স্বামীর ঘর (১৯৪৩), পোষ্যপুত্র (১৯৪৩), ধাত্রী দেবতা (১৯৪৮) ইত্যাদি। শেষ ছবি দেবর্ষি নারদের সংসার (১৯৬০)।
দুর্গা সেনের গাওয়া গানগুলো হল- সে তো শুধু রূপকথা,ঝরাপাতা আর ঝড়ে নেভা দীপ,শুধু দুটি ফোঁটা আঁখি জলে একটি ভুলের মধুর কাহিনী,মায়ামৃগ সম তুমি কি গো শুধু প্রভৃতি ।
চলচ্চিত্রে মাত্র চোদ্দটি ছবির সংগীত পরিচালনা করেন। পরবর্তী কালে স্টার থিয়েটারে কয়েকটি নাটকে এবং তারও পরে যাত্রায় (নটী বিনোদিনী) সুর দিয়েছেন। যে সব বিশিষ্ট সংগীতশিল্পী চলচ্চিত্রে তাঁর সংগীত পরিচালনায় গান গেয়েছেন তাঁদের মধ্যে আছেন বেচু দত্ত, সুপ্রভা সরকার, রেখা মিত্র, অসিতবরণ ইত্যাদি। যে সব পরিচালকের সাথে তিনি কাজ করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিরঞ্জন পাল, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, নারন্দ্রে মিত্র, কালীপ্রসাদ ঘোষ, অগ্রদূত ইত্যাদি।

চলচ্চিত্র পঞ্জি –
- ১৯৪০ শুকতারা
- ১৯৪১ রাসপূর্ণিমা, ব্রাহ্মণকন্যা,
- ১৯৪২ ভীষ্ম ৯৪ স্বামীর ঘর, পোষ্যপুত্র
- ১৯৪৬ পথের সাথী
- ১৯৪৮ ধাত্রী দেবতা
- ১৯৫০- না, নানী
- ১৯৫২ আধি
- ১৯৬০ দেবর্ষি নারদের সংসার।
আরও দেখুনঃ