দেবশ্রী রায় । বাঙালী অভিনেত্রী

দেবশ্রী রায় : জন্ম কলকাতায় প্রথাগত শিক্ষা শুরু হয় পার্ক ইংলিশ স্কুলে। অভিনয় এবং জলসায় অংশগ্রহণে ব্যস্ত থাকার কারণে শিক্ষায় ছেদ ঘটে। সত্তরের দশকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দেবশ্রী ও তার বোনের নৃত্য প্রদর্শন (রুমকী ও চুমকীর নৃত্য) একটি বাড়তি আকর্ষণ হিসাবে গণ্য হত। মা এবং দিদির কাছে নাচের শিক্ষা শুরু হলেও পরবর্তী সময়ে নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের কাছে নৃত্য শিক্ষা নিয়েছেন।

 

দেবশ্রী রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

দেবশ্রী রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

প্রথম অভিনয় হিরণ্ময় সেন পরিচালিত বালক গদাধর (১৯৬৯) ছবিতে। এই ছবিতে তিনি চুমকী রায় নামে অভিনয় করেন। প্রথম উল্লেখযোগ্য অভিনয় তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি (১৯৮০) ছবিতে নায়িকা মহুয়া রায়চৌধুরীর বোনের ভূমিকায়।

আশি এবং নব্বই এর দশকে বহু বাণিজ্যসফল বাংলা ছবির নায়িকা দেবশ্রী তরুণ মজুমদার ছাড়াও কাজ করেছেন মানু সেন, বিজয় বসু, অজয় কর, অসিত সেন, দীনেন গুপ্ত, প্রভাত রায়, অগ্রদূত, তপন সিংহ, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় প্রভৃতি পরিচালকদের সাথে।

 

দেবশ্রী রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল বিনোদিনী (নটী বিনোদিনী, ১৯৯৪); অদিতি (১৯শে এপ্রিল, ১৯৯৬), টিয়া (আজব গাঁয়ের আজব কথা, ১৯৯৮), রূপা (এক যে আছে কন্যা, ২০০১)) সরমা (দেখা, ২০০১); নন্দিতা (প্রহর, ২০০৪), প্রীতি (ওয়ারিশ, ২০০৪) ইত্যাদি।

১৯৯৬ সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ১৯শে এপ্রিল ছবিতে অভিনয়ের সুবাদে বছরের সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার লাভ করেন। সমগ্র চলচ্চিত্র জীবনে ১২০টিরও বেশি ছবির অভিনেত্রী দেবশ্রী বাংলা ছাড়াও হিন্দী ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি কনোজ দাস পরিচালিত ঠিকানা রাজপথ ছবিতে নেপথ্য সংগীত পরিবেশন করেন।

 

দেবশ্রী রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

২০০০ সালে মুক্তি পাওয়া দেবাঞ্জলি ছবিটি তাঁর প্রযোজনায় তৈরি হয়েছিল। ১৯৯৪ সালে স্বনামধন্য অভিনেতা প্রসেনজিতের সাথে তার বিয়ে হলেও এই বিয়ে দীর্ঘস্থায়ী হয় নি। ২০১১ সালে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে মথুরাপুর কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত হন। বহু সামাজিক কাজকর্মের সাথে যুক্ত দেবশ্রী রাস্তার কুকুরদের ওপর অত্যাচারের প্রতিবাদে একটি সংগঠন গড়ে তুলেছেন। কয়েকটি দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।

 

Google News দেবশ্রী রায় । বাঙালী অভিনেত্রী
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৬৯ বালক গদাধর,
  • ১৯৭১ কুহেলি
  • ১৯৭৬ সুদূর নীহারিকা,
  • ১৯৭৮ নদী থেকে সাগরে, আগুনের ফুলকি:
  • ১৯৭১ জীবন যে রকম,
  • ১৯৮০ জিটি রোড, দাদার কীর্তি,
  • ১৯৮১ সুবর্ণ গোলক, ফাদার
  • ১৯৮২ ত্রয়ী, মেঘমুক্তি,
  • ১৯৮৩ আগামীকাল,
  • ১৯৮৪ সাগর বলাকা, বিষবৃক্ষ, পারাবত প্রিয়া, প্রার্থনা,
  • ১৯৮৫ নিশান্তে, ভালবাসা ভালবাসা,
  • ১৯৮৬ লালমহল, আর্তনাদ, পরিণতি, জীবন, অভিশাপ, মধুময়, তিনপুরুষ,
  • ১৯৮৭ অর্পণ, গায়ক, সম্রাট ও সুন্দরী, প্রতিকার, মৌনমুখর
  • ১৯৮৮ ওরা চারজন, হীরের শিকল, সুরের সাথী, দেবীবরণ, শঙ্খচূড়, সুরের আকাশে, আগমন, নয়নমণি,
  • ১৯৮৯ অমিতৃষ্ণা, চোখের আলোয়, অপরাহ্নের আলো, আক্রোশ, ঝংকার
  • ১৯৯০ ভাগ্যলিপি, পাপী, গরমিল, দেবতা,
  • ১৯৯১ অহংকার, সাধারণ মেয়ে, শুভকামনা, ঠিকানা,
  • ১৯৯২ পিতৃঋণ, রক্তে লেখা, অনুতাপ, মায়াবিনী, প্রেম, পুরুষোত্তম,
  • ১৯৯৩ রক্তের স্বাদ, শ্রদ্ধাঞ্জলি, ফিরে পাওয়া, তোমার রক্তে আমার সোহাগ, মায়ের আশীর্বাদ
  • ১৯৯৪ তবু মনে রেখো, নটী বিনোদিনী, রক্ত নদীর ধারা, নাগপঞ্চমী, রাজার রাজা, সন্ধ্যাতারা, সিনেমায় যেমন হয়।
  • ১৯৯৬ ১৯শে এপ্রিল, রবিবার, বেয়াদপ, ভয়, লাঠি,
  • ১৯৯৭ জীবন যৌবন, যোদ্ধা,
  • ১৯৯৮ আজব গাঁয়ের আজব কথা, দাহ, গঙ্গা, পুত্রবধূ,
  • ১৯৯৯ অসুখ, রাজদণ্ড, জীবন নিয়ে খেলা, সুন্দর বৌ, রজত জয়ন্তী,
  • ২০০০ জয় মা দুর্গা, চাকা, দেবাঞ্জলি,
  • ২০০১ এক যে আছে কন্যা, অন্তর্ঘাত, অবৈধ, দেখা;
  • ২০০২ ছেলেবেলা, ফেরারী ফৌজ, গান্ধবী, শিল্পান্তর,
  • ২০০৩ মেজদিদি:
  • ২০০৪ আমি যে কে তোমার, প্রহর, সাগর কিনারে, শতাব্দীর গল্প, ওয়ারিশ,
  • ২০০৫ তিস্তা,
  • ২০০৬ মানুষ ভূত, এম. এল. এ. ফাটাকেষ্ট, যে জন আছে মাঝখানে
  • ২০০৭ দেবী, দশ দিন পরে, মহাগুরু, টাইগার,
  • ২০০৮ লাল রঙের দুনিয়া,
  • ২০০৯ অনুভব, রহস্য, পাখী, নরক গুলজার,
  • ২০১০ ঠিকানা রাজপথ, অন্তরবাস।

 

আরও দেখুনঃ

Leave a Comment