শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)

কলকাতার এই সময়ে জনপ্রিয় নায়িকার নাম বলতেই সবার আগে উঠে আসে শুভশ্রী গাঙ্গুলীর নাম।  আনন্দলোক পত্রিকার ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইন ‘নায়িকার খোঁজে’র শিরোপা জয়ী শুভশ্রী একাধারে সুন্দরী, গ্ল্যামারাস, স্মার্ট ও মেধাবী হওয়ায় বর্তমানে টালিউডের নির্মাতাদের আস্থা নায়িকা শুভশ্রী উপর।

শুভশ্রী গাঙ্গুলী সম্পর্কিত প্রশ্ন

  • শুভশ্রী গাঙ্গুলী’র জীবনী
  • শুভশ্রী গাঙ্গুলী অভিনিত চলচ্চিত্র
  • শুভশ্রী গাঙ্গুলী’র বাংলা ছবি
  • শুভশ্রী গাঙ্গুলী ছবি
  • শুভশ্রী গাঙ্গুলী-এর সিনেমা
  • শুভশ্রী মুভি
  • শুভশ্রী গাঙ্গুলী মুভি
  • শুভশ্রী গাঙ্গুলী উচ্চতা
  • শুভশ্রী’র প্রেম
  • শুভশ্রী’র বিয়ে
  • শুভশ্রী গাঙ্গুলী’র বিয়ে
  • শুভশ্রী গাঙ্গুলীর পাওয়া পুরস্কার

 

প্রারম্ভিক জীবন

শুভশ্রী ১৯৮৯ সালের ৩রা নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা দেবপ্রসাদ গাঙ্গুলী ছিলেন একটি স্কুলের কেরানি এবং মাতা বিনা গাঙ্গুলী একজন গৃহিনী।[৩] তার বোন দেবশ্রী গাঙ্গুলীও একজন অভিনেত্রী।[৪]

তিনি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন
দেব এবং শুভশ্রী পর্দার বাইরে বাস্তব জগতেও একে অপরের সাথে প্রেম করতেন। কিন্তু তাদের মধ্যে ব্রেকাপ হয়ে যায় ২০১২ সালের শেষের দিকে।

বিবাহিত জীবন
৭ মার্চ, ২০১৮ বুধবার রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর আইনি বিবাহ সম্পন্ন হয়। ১১ই মে ২০১৮ তাঁদের আনুষ্ঠানিক বিবাহ হয়। ১২ সেপ্টেম্বর, ২০২০ শ‌নিবার এই দম্প‌তির ইউভান না‌মে একটি পুত্র সন্তান হয়।

চলচ্চিত্রে শুভশ্রী গাঙ্গুলী

পশ্চিমবঙ্গে জন্ম নেয়া এই তারকার চলচ্চিত্র অভিষেক হয় ওড়িয়া ছবি মাতে তা লাভ হেলারে (২০০৭) তে। সেই একই বছর মুক্তি পায় তার প্রথম বাংলা ছবি ‘পিতৃভূমি’। এ ছবিতে তিনি জিতের বোনের ভূমিকায় অভিনয় করেন। তার সহ অভিনেতা ছিলেন অচিন্তাকার শাহ।

পরের বছর সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন বাজিমাত (২০০৮) ছবিতে। ‘বাজিমাত’ আসলেই বাজিমাত হয়ে দাঁড়ায় তাঁর ক্যারিয়ারের জন্য। জনপ্রিয়তার সাথে সাথে এই ছবিতে অভিনয় করে জিতে নেন আনন্দলোক পুরষ্কার: শ্রেষ্ঠ নারী শিল্পী। ২০০৯ সালে শুভশ্রীর অভিনয় জীবনে আসে নতুন এক টার্নিং পয়েন্ট। এ বছর রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জে জুটি বাঁধেন দেবের (দীপক অধিকারী) সাথে। পরবর্তীতে এই জুটিই হয়ে দাঁড়ার এই সময়ের টালিউডের ব্যবসা সফল এবং জনপ্রিয় জুটি। ২০১০ সালে চ্যালেঞ্জ (২০০৯) তাকে এনে দেয় টেলি সিনে অ্যাওয়ার্ড। এর পরে একে একে অভিনয় করেন- পরান যায় জ্বলিয়ারে (২০০৯), রোমিও (২০১১), খোকাবাবু (২০১২), মেঘ রোদ্দুর (২০১২), বস্ (২০১৩), গেম (২০১৪), আমি শুধু চেয়েছি তোমায় (২০১৪) এবং শেষ বলে কিছু নেই (২০১৪)’ ছবিতে।  খোকা ৪২০ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কলাকার অ্যাওয়ার্ড।

গ্ল্যামারাস ও রোমান্টিক নায়িকার চরিত্রে রূপদান করলেও তিনি অভিনীত প্রতিটি ছবিতেই অভিনয়ে সফলতার পরিচয় দিয়েছেন। এখান পর্যন্ত অভিনীত বেশির ভাগ ছবিতেই টালিউডের সুপার হিরো দেবের বিপরীতেই তাঁকে দেখা যায়। এ নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যায়। তবে, ক্যারিয়ারের স্বার্থে শুভশ্রী এখন দেবের গণ্ডি ছাড়িয়ে টালিউডের অন্য নায়কদের সঙ্গে পর্দাজুটি বাঁধছেন। ফলে তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সম্প্রতি শুভশ্রীর অভিষেক হয়েছে বলিউডে। ‘স্পার্ক’ নামের এই হিন্দ ছবিতে তাকে ঝলমলে মেয়ের চরিত্রে দেখা যায় রাজনীশ ডুগ্গালের বিপরীতে। রাজনীশ ডুগ্গালের সবশের্ষ ছবি ছিল কারিশমা কাপুরের রিপরীতে ‘ডেঞ্জারাশ ইশক।’

 

শুভশ্রী গাঙ্গুলী অভিনিত চলচ্চিত্রের তালিকা

নংবছরচলচ্চিত্রভুমিকাপরিচালকসহ-অভিনেতাভাষামুক্তির তারিখপুরস্কার
০১২০০৭পিতৃভূমিসঞ্জিব রায়জিৎবাংলা
০২২০০৮মাতে তা লাভ হেলারেঅশোক পাতিঅনুভব মোহান্তিওড়িয়ামার্চ
০৩২০০৮বাজিমাতহরনাথ চক্রবর্তীসোহম চক্রবর্তীবাংলা৬ই জুনআনন্দলোক পুরস্কারঃ শ্রেষ্ঠ নারী শিল্পী
০৪২০০৯চ্যালেঞ্জরাজ চক্রবর্তীদেববাংলা২০শে মার্চটেলি সিনে অ্যাওয়ার্ড ২০১০
০৫২০০৯পরাণ যায় জ্বলিয়া রেএ্যনারবি কিনাগীদেববাংলা২৪শে জুলাই
০৬২০১১রোমিওপুজাসুজিত মন্ডলদেববাংলা৪ঠা নভেম্বর
০৭২০১২খোকাবাবুডি. শঙ্কর আইয়্যাদেববাংলা১৩ই জানুয়ারি
০৮২০১২মেঘ রোদ্দুরসুরজিৎ ধর ও সুদর্শন বসুপলাশবাংলা১৫ই ফেব্রুয়ারি
০৯২০১৩খোকা ৪২০ভূমিরাজিব বিশ্বাসদেব, নুসরাত জাহানবাংলা১৪ই জুন
১০২০১৩বস: বর্ন টু রুলরুসাবাবা যাদবজিৎবাংলা৯ই আগস্ট
১১২০১৪গেমবাবা যাদবজিৎবাংলা৩০শে মে
১২২০১৪আমি শুধু চেয়েছি তোমায়ভূমিঅশোক পাতি, অনন্য মামুনঅঙ্কুশ হাজরা, সাইমন সাদিকবাংলা১৬ই মে
১৩২০১৪শেষ বলে কিছু নেইঅঞ্জন দত্তযীশু সেনগুপ্তবাংলা
১৪২০১৬অভিমানদিশানিরাজ চক্রবর্তীজিৎবাংলা৬ই অক্টোবর (ভারত)
৩০শে ডিসেম্বর (বিশ্বব্যাপী)
১৫২০১৭বস ২রুসাবাবা যাদবজিৎবাংলা২৩ই জুন
১৬২০১৭নবাবজয়দীপ মুখার্জীশাকিব খানবাংলা২৬শে জুন (বাংলাদেশ)
২৮শে জুলাই (ভারত)
১৭২০১৭আমার আপনজনশারিরাজা চন্দসোহমবাংলা২৬সে মে ২০১৭(ভারত)
১৮২০১৭দেখ কেমোন লাগেগুলজাসোহম চক্রবর্তীবাংলা১২ জুলাই ২০১৭
১৯২০১৮চালবাজজয়দীপ মুখার্জীশাকিব খানবাংলা
২০২০১৯প‌রিণীতামেহুলরাজ চক্রবর্তীঋত্বিক চক্রবর্তীবাংলা৬-ই সেপ্টেম্বর ২০১৯ (ভারত)
২১২০২২হাবজি গাবজিরাজ চক্রবর্তীপরমব্রত চট্টোপাধ্যায়বাংলা০৩ই জুন ২০২২
২২২০২২ধর্মযুদ্ধমুন্নিরাজ চক্রবর্তী“স্বাতীলেখা সেগুপ্ত””সোহম চক্রবর্তী”” “পার্নো মিত্র” “ঋত্বিক চক্রবর্তী”বাংলা১১ই আগস্ট ২০২২
২৩২০২২বিসমিল্লাহইন্দ্রদীপ দাশগুপ্তবাংলা১৯ আগস্ট ২০২২
২৭২০২২বৌদি ক্যান্টেনপরমব্রত চট্টোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়সোহম চক্রবর্তীবাংলাপুজো
২৪আপকামিংপাখিবাবা যাদবঅঙ্কুশ হাজরাবাংলাঘোষিত হবে
২৫আপকামিংডাঃ ভক্সিবনি সেনগুপ্তবাংলাঘোষিত হবে
২৬আপকামিংঅ্যান্টিডটপরমব্রত চট্টোপাধ্যায়অঙ্কুশ হাজরাবাংলাঘোষিত হবে

 

পুরস্কার

  • ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে জয়ী
  • বাজিমাত এর জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড
  • চ্যালেঞ্জ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে টেলি সিনে অ্যাওয়ার্ড ২০১০’
  • খোকা ৪২০ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কলাকার অ্যাওয়ার্ড
  • ” FILMFARE 2022 ” এ বৌদি canteen চলচ্চিত্র জন্য সেরা অভিনেত্রী পুরষ্কার পান

 

Leave a Comment