ভুয়া আইডি নিয়ে বিরক্ত অপি করিম: ‘তাদের কাছে আমার সব খবর থাকে’

জনপ্রিয় অভিনেত্রী অপি করিম দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত হলেও বিশেষ নাটক ও অনুষ্ঠানে মাঝে মাঝে দেখা মেলে তার। তবে ব্যক্তিগত জীবনে তিনি সোশ্যাল মিডিয়া ও মুঠোফোন ব্যবহারে বেশ সংযমী। সম্প্রতি নিজের নামে ছড়ানো ভুয়া ফেসবুক আইডি ও পেজ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

ভুয়া আইডি নিয়ে বিরক্ত অপি করিম
ভুয়া আইডি নিয়ে বিরক্ত অপি করিম

 

অপি করিমের ব্যক্তিগত জীবনযাপন

সোমবার (২৪ মার্চ) নিজের ফেসবুক স্ট্যাটাসে অপি করিম লেখেন, ‘আমার জীবনযাপন নিয়ে আমি বেশ আরামে আছি। আমার বন্ধু সংখ্যা কম, হট্টগোল পছন্দ করি না। সময় কাটে পরিবার, কাজ, বই পড়া, ছবি আঁকা ও গাছের যত্ন নিয়ে। ভাইবোন ও আত্মীয়স্বজনের বাইরে থাকার কারণে ফোন গুরুত্বপূর্ণ হলেও এটি খুব বেশি ব্যবহার করি না।’

অপি করিমের দৈনন্দিন অভ্যাসবিস্তারিত
সোশ্যাল মিডিয়া ব্যবহারন্যূনতম, মাঝে মাঝে পোস্ট
মুঠোফোন ব্যবহারখুব কম, ব্যাগে বা বাসায় ফেলে রাখেন
ছবি তোলাখুব কম, সেলফির অভ্যাস নেই
কনটেন্ট দেখামোবাইলে দেখেন না, টিভিতেই দেখেন
গল্প শোনাইউটিউব থেকে শুনে চোখ বিশ্রাম দেন

 

ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিরক্তি

অপি করিম তার পোস্টে উল্লেখ করেন, ‘বেশ কিছুদিন ধরে কিছু মানুষ আমার নামে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খুলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা যা লিখছে, তা আমার ভাষার সঙ্গে মেলে না। আমার কাছের মানুষ ও প্রকৃত ভক্তরা সহজেই বুঝতে পারে কোনটা আমার লেখা নয়। কেউ যদি লিখতেই চায়, তাহলে নিজের নামে লিখুক, আমার নাম ভাঙিয়ে নয়।’

তিনি আরও বলেন, ‘ভুয়া পেজ ও আইডিগুলোতে লাখের বেশি অনুসারী রয়েছে, যেখান থেকে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এমনকি পারিবারিক ছবিও শেয়ার করা হয়েছে।’

ভুয়া আইডি নিয়ে বিরক্ত অপি করিম
ভুয়া আইডি নিয়ে বিরক্ত অপি করিম

 

সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া

ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া পোস্টগুলো সম্পর্কে জানতে চাইলে অপি করিম বলেন, ‘গত কয়েক বছর ধরে আমার নামে ভুয়া আইডি চালিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। কারা করছে, বুঝতে পারছি না, তবে তারা আমার সব খবর রাখে! এসব দেখে যে কেউ মনে করতে পারে, সেটিই আমার আইডি। এতে আমি প্রচণ্ড বিরক্ত।’

ভক্তদের জন্য বার্তা

অপি করিম ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘মিথ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করুন। সময় নষ্ট না করে চোখ বন্ধ করে গল্প শুনুন বা বই পড়ুন। সত্যকে সম্মান করুন, বিভ্রান্তি ছড়াবেন না।’