অপু বিশ্বাস । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

অবন্তি বিশ্বাস মঞ্চ নাম অপু বিশ্বাস হিসাবেই অধিক পরিচিত হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু  ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।

অপু বিশ্বাস । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

জন্ম ও কৈশোর

অপু বিশ্বাস ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।

 

অপু বিশ্বাস

 

শিক্ষা ও নৃত্য

প্রথম স্কুল এসওএস হারম্যান মেইনার। তারপর আলোর মেলা, ক্রিসেন্ট হাই স্কুল এবং সব শেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বাবা-মায়ের যৌথ উৎসাহেই মূলতঃ নাচতে শুরু করেন। বগুড়ার নৃত্যগুরু আবদুস সামাদের কাছে নাচের তালিম নেন। এসময়ে তিনি লাইলী মজনু নৃত্যনাট্যে অভিনয় করেছেন। প্রাতিষ্ঠানিক নাচের হাতেখড়ি হয় বুলবুল ললিতকলা একাডেমিতে। তারপর শিল্পকলা একাডেমি এবং সবশেষে নৃত্যাঞ্চল। নবম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় দশম হন।

অপু বিশ্বাস । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

ব্যক্তিগত জীবন

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু  শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। অপুকে ধর্মান্তরিত করা হয় এবং নাম পরিবর্তন করে রাখা হয় অপু ইসলাম খান। বিয়ের পর ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করে।

২২ নভেম্বর ২০১৭ তারিখে শাকিব খান তালাকের জন্য আবেদন করেন। ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে এই দম্পতির তালাক হয়ে যায়।

 

অপু বিশ্বাস

 

অভিনয় জীবন

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান । এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু । অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।

ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপু । কারণ তখন শাকিব খান মানেই তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এর পর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।

অপু বিশ্বাস । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

যদিও শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়াতে হয় অপুকে। কারণ শাকিব খানের বাইরে তাকে মাত্র কয়েকটি সিনেমায় দেখা গেছে। এরমধ্যে ২০০৭ সালে প্রায়ত চিত্রনায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘মেশিনম্যান’ সিনেমায়। এছাড়া ২০০৬ সালে মুক্তি পাওয়া ডিপজলের ‘চাচ্চু’ সিনেমায় অভিনয় করেন অপু।

২০১৬ সালে মুক্তি পায় অপুর ‘সম্রাট: দ্য কিং ইজ হেয়ার’। এরপর হঠাৎ উধাও তিনি। সিনেমার খবরে যেমন নেই তেমনি ফোনে পাওয়া যাচ্ছিল না তাকে। বিভিন্ন সূত্রে তখন খবর আসে কলকাতায় ছিলেন তিনি। এমনকি শাকিব খানের সঙ্গে বিয়ের বিষয়টিও সামনে আসে তখন।

পরের বছর শাকিব খানের সঙ্গে বিয়ের খবর নিয়ে আসেন অপু । একটি বেসরকারি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আসেন। জানান, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন তিনি ও শাকিব খান। কলকাতায় তাদের সন্তানের জন্ম হয়। একই বছর বিবাহ বিচ্ছেদ হয় শাকিব খান ও অপু বিশ্বাসের।

Google News অপু বিশ্বাস । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী
গুগল নিউজে আমাদের ফলো করুন

বিবাহ বিচ্ছেদের পর চলচ্চিত্রের বিরতিতে যান অপু। তবে নিয়মিত আলোচনায় ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি বেড়ে যায়। ২০১৮ সালে বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রে। যদিও এখন পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি।

এরপরআরো কয়েকটি চলচ্চিত্রে অপু চুক্তিবদ্ধ হয়। তবে ২০১৭ সালে ‘রাজনীতি’ চলচ্চিত্রের পর এখন পর্যন্ত বড়পর্দায় দেখা যায়নি তাকে।

আরও দেখুনঃ

 

Leave a Comment