অভিনেত্রী রোকেয়া প্রাচী । বাংলাদেশী অভিনেত্রী, আবৃত্তিকার ও নির্মাতা

অভিনেত্রী রোকেয়া প্রাচী একজন বাংলাদেশী অভিনেত্রী, আবৃত্তিকার ও নির্মাতা। প্রাচীর শৈশব কাটে ফেনীর সোনাগাজী ও ঢাকার মিরপুরে। তিনি ঢাকার আইডিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। পরে লালমাটিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

 

রোকেয়া প্রাচী

 

অভিনেত্রী রোকেয়া প্রাচী

বাংলাদেশ টেলিভিশনে জয় পরাজয় নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে প্রাচীর যাত্রা শুরু হয়। চলচ্চিত্র জগতে প্রাচীর অভিষেক হয় ১৯৯৭ সালে দুখাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে । উল্লেখ্য, তিনি সামান্য কিছু অভিনেত্রীর মধ্যে পড়েরন যার অভিনীত তিনটি চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছিলো।

প্রাচী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটক, কাহিনীচিত্র ও টেলিছবি নির্মাণ করেছেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো – তালিকা, স্বপ্ন সত্যি হতে পারে, রুবিনা, আমেনা ও ফুলকির গল্প। সহিদ রহমানের গল্প অবলম্বনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর হত্যাকাণ্ড নিয়ে নির্মিত কাহিনীচিত্র কবি ও কবিতা পরিচালনা করেছেন তিনি। এর আগে তিনি ২০০৯ সালে একটি প্রামান্যচিত্র নির্মাণ করেন, সেটিই ছিলো তার প্রথম পরিচালনা। এরপর তিনি লুৎফুন্নেসা ও বায়ান্নর মিছিলে নামে আরও দুটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।

প্রাচীর অভিনীত চলচ্চিত্র:

  • দুখাই : ১৯৯৭
  • মাটির ময়না : ২০০২
  • অন্তর্যাত্রা : ২০০৬
  • সপ্নডানায় : ২০০৭
  • মনের মানুষ : ২০১০
  • অন্ধ নিরাঙ্গম :
  • গাড়িওয়ালা : ২০১৩
  • শিখণ্ডী কথা : ২০১৩
  • ডুব : ২০১৭

 

রোকেয়া প্রাচী

 

প্রচীর পুরস্কার ও সম্মাননা:

রোকেয়া প্রাচী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারের জন্য একাধিক বার মনোনিত ও পুরস্কৃত হয়েছেন।

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার :: ১৯৯৮
  • মেরিল প্রথম আলো সমালোচনা পুরস্কার :: ১৯৯৯
  • লাক্স চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ড :: ২০০৮

 

প্রচীর ব্যক্তিগত জীবন:

সার্জেন্ট আহাদ পারভেজকে বিয়ে করেছিলেন প্রাচি। ১৯৯৯ সালের ২৮ অক্টোবর ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ছিনতাইকারীরা তাকে হত্যা করে। এরপর তিনি ২০০৪ মে মাসে সাংবাদিক ও কলামিস্ট আসিফ নজরুলকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পরে ২০১৩ সালে বিবাহবিচ্ছেদে শেষ হয়।

প্রাচী ১৯৯৭ সালে মোরশেদুল ইসলামের দুখাই ‘ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য পান। ২০০৯ সালে চ্যানেল আই -এর জন্য একটি ডকুফিকশন তৈরিতে তিনি পরিচালক হিসেবে কাজ করেছেন। পরে তিনি “লুৎফুন্নেসা” এবং “বায়ান্নোর মিছিলে” পরিচালনা করেন । ২০১৫ সালে তিনি “শেলাই পরীবার” এ তার প্রথম টেলিভিশন সিরিজ পরিচালনা করেন।

Google News অভিনেত্রী রোকেয়া প্রাচী । বাংলাদেশী অভিনেত্রী, আবৃত্তিকার ও নির্মাতা
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Leave a Comment