আফরান নিশো একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেতা। তিনি ৮ ডিসেম্বর ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম রাখা হয় আহম্মেদ ফজলে রাব্বি। তিনি ২০০৩ সাল থেকে তিনি ৮০০টিরও বেশি টেলিফিল্ম, ওয়েব সিরিজ এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন বিশেষ করে আফরান নিশো নতুন নতুন রুপে পর্দায় উপস্থাপন করেন। এজন্যই ভক্তদের কাছে বেশ জনপ্রিয়। টিভি নাটক ″যোগ বিয়োগ″-এ অভিনয়ের জন্য ২০১৬ খ্রিষ্টাব্দে মেরিল-প্রথম আলো পুরস্কার “সেরা অভিনেতা (টিভি)” পুরস্কার পেয়েছেন।
আফরান নিশো বাংলা জীবনী
Afran Nisho Biography in Bengali | Afran Nisho Age, Height, Wife, Movies, Natok
Afran Nisho Biography in Bengali
সম্পূর্ণ নাম | আফরান নিশো (আহমেদ ফাজলে রাব্বী) |
ডাক নাম | নিশো |
জন্ম তারিখ | 8 ডিসেম্বর, 1988 |
জন্ম স্থান | ঢাকা,বাংলাদেশ |
নাগরিকতা | বাংলাদেশী |
জীবিকা | মডেল, অভিনেতা |
রাশি | ধনু রাশি (Sagittarius) |
বয়স | 33 বছর |
শিক্ষাগত তথ্য |
বিদ্যালয়
ধানমন্ডি গভর্মেন্ট হাই স্কুল
মহাবিদ্যালয়
ঢাকা কলেজ
শিক্ষাগত যোগ্যতা
East West University
ধর্মীয় তথ্য |
ধর্ম
ইসলাম
শারীরিক পরিসংখ্যান | |
উচ্চতা | 5 ফুট 10 ইঞ্চি |
ওজন | 67 কেজি |
চুলের রঙ | কালো |
চোখের রঙ | কালো |
জীবিকা তথ্য | |
প্রখ্যাত চলচ্চিত্র/ধারাবাহিক | তার প্রখ্যাত মিউজিক ভিডিওটি করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, ইমরান ও পূজার সাথে। এছাড়া তিনি ভারতীয় OTT প্ল্যাটফর্ম Zee 5 এর একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এছাড়া অনাকাঙ্ক্ষিত সত্য তার অন্যতম জনপ্রিয় নাটক। |
পুরস্কার | মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন যোগ বিয়োগ নাটকের জন্য | |

ব্যক্তিগত সম্পর্কের তথ্য:
পরিবার | মা: অঞ্জুমান আরা |
স্ত্রী | তৃষার সাথে ১১ বছর সম্পর্ক রাখার পর তিনি তাকে বিয়ে করেন | |
সন্তান | নিরভান |
নিশোর বাবা মো. আবদুল হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফুসফুসে ক্যানসারজনিত রোগে ভুগে ১ অক্টোবর ২০২০ মৃত্যুবরণ করেন। নিশোর এক ভাই ও এক বোন রয়েছে।
নিশো ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এস.এস.সি. পাস করেন এবং পরবর্তীকালে ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হন।
সম্পত্তি | |
বাড়ি | আদি বাড়ি টাঙ্গাইল |
গাড়ি | Toyota GT86, BMWZ4 |
আর্থিক পরিসংখ্যান | |
সর্বমোট অর্থ (Net Worth) | প্রতি মাসে 82 হাজার থেকে 1 লাখ 18 হাজার |
চলচ্চিত্র পিছু প্রাপ্য | 42 কোটি 37 লক্ষ |
Social Profiles | |
Facebook (Fan Page) | Afran Nisho Fan Page |
Afran Nisho Instagram |
বিতর্ক ও অজানা তথ্য সমূহ:
- 2000 সাল থেকেই মূলত মিডিয়া জগতে তার পদার্পণ। ছোট বড় ফটোশুট, Ramp Walk ইত্যাদি করতেন তিনি।
- এরপর তিনি গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরণ মেহেদীর মতো জনপ্রিয় প্রযোজকদের বিজ্ঞাপনে তিনি কাজ করেন।
- তার প্রথম নাটক ছিল ঘর ছাড়া।
- তিনি বাংলাদেশ নাটক মহলে এই বহুল জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ হল তার ভিন্ন ধর্মীয় চরিত্র স্থাপন যেমন নেগেটিভ রোল, রোমান্টিক কমেডি, কমেডি ইত্যাদি
- তার জনপ্রিয় নাটক হলফুলমতি, তুমি না থাকলে, ইডিয়টস, টার্ন ওভার, বুকের বাপাশে ইত্যাদি।
- তিনি সব মিলিয়ে 200-টির বেশি নাটকে অংশ গ্রহণ করেছেন
- 14 বছর প্রেম করে তিনি বিয়ে করেন তার স্বপ্নের রাজকন্যাকে যার নাম তৃষা
- তার এক পুত্র সন্তান আছে যার নামনিরভান
২০২১ সালের ঈদুল আজহায় আফরান নিশো অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। রুবেল হাসান নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা-মায়ের ‘পাপ কর্মের ফল’ বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে। নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে, গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় ও তুমুল আপত্তি উঠেছে। একাধিক সংগঠনও প্রতিবাদ জানায়। এ ঘটনায় আফরান নিশোসহ সিএমভির পুরো টিম দুঃখ প্রকাশ করে। পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়।
আর পড়ুনঃ