এই ছবি কাঁদাবে – বললেন কিয়ারা | সারা সপ্তাহের খবর 

অভিনয় গুরুকুলের নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : ‘এই ছবি কাঁদাবে’বললেন কিয়ারা,  তুমুল প্রতিযোগিতা চলছে ঈদের সিনেমায়, গ্রেফতার মাহিয়া মাহি, আরাভ খান আমার ভাই নন বললেন চিত্রনায়ক আমিন খান, হিমাচলের পাহাড়ে সারা, ‘লাভ অ্যাট ফার্স্ট কিস’ছাড়িয়ে গেল অস্কারজয়ী সিনেমাকে, দক্ষিণি ছবি রেকর্ড ভাঙতে পারে ‘কেজিএফ’ এর, সানা খান মা হতে চলেছেন, অভিনেত্রীর ঠিকানা বদলে দিল ‘সীতা রমম’

 

‘এই ছবি কাঁদাবে’বললেন কিয়ারা | সারা সপ্তাহের খবর 

‘এই ছবি কাঁদাবে’বললেন কিয়ারা | সারা সপ্তাহের খবর 

 

‘এই ছবি কাঁদাবে’বললেন কিয়ারা 

চারদিকে রানীর জয়জয়কার। বিটাউন তারকারা এখন রানী বন্দনায় ব্যস্ত। স্বয়ং শাহরুখ খান রানীর ভূয়সী প্রশংসা করেছেন। ১৭ মার্চ মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী রানী মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। এই ছবিকে ঘিরে শাহরুখ থেকে কিয়ারা—সবাই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। রানীর ছবির ট্রেলার দেখেই অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন

তুমুল প্রতিযোগিতা চলছে ঈদের সিনেমায়

ঈদ যতই ঘনিয়ে আসছে। ততি বড় হচ্ছে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা ছবির তালিকা। ঈদের সিনেমা নিয়ে তুমুল প্রতিযোগিতা হবে। ঈদের সিনেমা নিয়ে শেষ মুহূর্তের শুটিংয়ে ব্যস্ত ‘কিল হিম’রোজার শুরুতেই শাকিব খান ও জাহারা মিতুকে নিয়ে ‘আগুন’–এর শেষ তিনটি গানের শুটিংয়ে নামবেন বদিউল আলম।

অন্যদিকে সিয়াম ও বিদ্যা সিনহার ‘অন্তর্জাল’ সিনেমার সব কাজ শেষ করেছেন দীপঙ্কর দীপন।  ‘লাল শাড়ি’র পরিচালক বন্ধন বিশ্বাস বলেছেন ‘আমরা ঈদেই মুক্তি দেব।  ঈদে শাকিব দুই ছবি নিয়ে হাজির হবেন। এর মধ্যে একটি ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তির অপেক্ষায় রয়েছে বাপ্পী ও জাহারা মিতুর ‘শক্র’, সজল ও পূজা চেরির ‘জ্বিন’, রোশান ও ববির ‘পাপ’, আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর ‘নূর’। 

গ্রেফতার মাহিয়া মাহি

নায়িকা মাহিয়া মাহি গ্রেফতার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

আরাভ খান আমার ভাই নন বললেন চিত্রনায়ক আমিন খান

আমিন খান বলেন, ‘দুবাইয়ের আরাভ খান আমার ভাই নন। কী যে এক ঝামেলায় পড়েছি! আরাভ খান নামে আমার কোনো ভাই নেই। যে আরাভ খান মনে করে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন তিনি কি আমার ভাই, সেই আরাভ খানকে আমি চিনি না। গণমাধ্যমের খবরে জানতে পারলাম তাঁর কথা। অনেকেই ভুল করে তাঁকে আমার ভাই মনে করছেন, জানতে চাইছেন—এই ঘটনায় বিব্রত বোধ করছি। আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। 

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

হিমাচলের পাহাড়ে সারা

ভ্রমণপ্রিয় সারা আলী খান কে এবার দেখা যায় কখনো কাশ্মীরে আবার কখনো রাজস্থান।   এবারের গন্তব্য হিমাচল প্রদেশ। ঘুরতে গেলে সারা অবশ্য ‘তারকাসুলভ’ আচরণ করেন না, মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। হিমাচল ভ্রমণের গল্প ইনস্টাগ্রামে জানিয়েছেন সারা।

‘লাভ অ্যাট ফার্স্ট কিস’ছাড়িয়ে গেল অস্কারজয়ী সিনেমাকে

এবারের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-কে ছাড়িয়ে নেটফ্লিক্সের তালিকার শীর্ষে উঠেছে এক কিশোরের জীবনের প্রথমবার চুমুর ঘটনা নিয়ে নির্মিত স্প্যানিশ সিনেমা ‘লাভ অ্যাট ফার্স্ট কিস’। ৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তির পরপরই ঝড় তুলেছে সিনেমাটি; এই সপ্তাহে অ-ইংরেজি ভাষার সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমা।

 

‘এই ছবি কাঁদাবে’বললেন কিয়ারা | সারা সপ্তাহের খবর

 

দক্ষিণি ছবি রেকর্ড ভাঙতে পারে ‘কেজিএফ’ এর

গত কয়েক বছরে কন্নড় সিনেমায় যেন একধরনের বিপ্লব হয়ে গেছে। দক্ষিণ ভারতের তুলনামূলক কম পরিচিত এই সিনেমা ইন্ডাস্ট্রি উপহার দিয়েছে ‘কেজিএফ’, ‘কেজিএফ ২’, ‘৭৭৭ চার্লি’, ‘কানতারা’র মতো সিনেমা। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ধারণা, আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ‘কবজা’ হতে যাচ্ছে নতুন কন্নড় ব্লকবাস্টার ছবি, যা ‘কেজিএফ’-এর বক্স অফিস রেকর্ড ভেঙে দিতে পারে।

সানা খান মা হতে চলেছেন

বছর দুই আগেই অভিনয়কে বিদায় জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস সাঈদকে বিয়ে করেই বিনোদন অঙ্গনকে বিদায় জানান এই অভিনেত্রী। এবার ভক্তদের নতুন সুখবর দিলেন তিনি। মা হতে চলেছেন তিনি। আগামী জুন মাসের শেষের দিকে পৃথিবীতে আসতে পারে আনাস–সারা দম্পতির প্রথম সন্তান। 

 

‘এই ছবি কাঁদাবে’বললেন কিয়ারা | সারা সপ্তাহের খবর 

 

অভিনেত্রীর ঠিকানা বদলে দিল ‘সীতা রমম’

কয়েক বছর ধরে তিনি হয়ে উঠেছেন হিন্দি সিনেমার পরিচিত মুখ। তবে গত বছর এক সিনেমা দিয়েই ‘দক্ষিণ ভারতের মেয়ে’ হয়ে গেছেন ম্রুণাল ঠাকুর। তেলেগু ছবি ‘সীতা রমম’-এর ব্যাপক সাফল্যই বদলে দিয়েছে ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ার গ্রাফ। সেটা এতটাই যে একের পর এক দক্ষিণি ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। দক্ষিণে জায়গা পাকাপোক্ত করতে এবার হায়দরাবাদে বাড়ি কিনেছেন অভিনেত্রী। 

আরও দেখুনঃ

Leave a Comment