অভিনয় গুরুকুলের নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : অঝোরে কেঁদেছেন ঋতিকা সিং, চোখে আঘাত পেয়েছেন দেব, প্রেমিকার সঙ্গে বাইরে যেতে ভয় পান গোবিন্দ, শুরু হলো ল্যাকমে ফ্যাশন উইক, এবার সাই নিজেকে তৈরি করছেন সীতা হিসেবে, দক্ষিণি ছবিদেখে মুগ্ধ শাহরুখও, প্রভাবশালী নারীদের তালিকায় আলিয়া, মারা গেছেন বলিউড অভিনেতা সতীশ কৌশিক , পুষ্পা-২ তে দেখা যাবে সাই পল্লবী, টাবুকে অবেক সামলে রেখেছেন অজয়
অঝোরে কেঁদেছেন ঋতিকা সিং | সারা সপ্তাহের খবর
অঝোরে কেঁদেছেন ঋতিকা সিং
ঋতিকার ঝুলিতে আছে একটা জাতীয় পুরস্কার আর তিনটা ফিল্ম ফেয়ার। থ্রিলারধর্মী ছবিটির মূল অবলম্বন বদ্ধ একটি গাড়ির মধ্যে এক তরুণীর ভয়াবহ অভিজ্ঞতা। ছবিতে ঋতিকা মূল চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় ‘সাক্ষী গুলাটি’ হয়ে ওঠার প্রসঙ্গে ঋতিকা বলেন, ‘এ ক্ষেত্রে শরীরের চেয়ে বেশি মানসিক চাপ ছিল। ছবির গল্প খুবই সাদামাটা। তারপরও গল্পটা সবাইকে শিহরিত করবে। মেয়েটির মানসিক অবস্থা আরও বেশি করে পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক। শুটিংয়ের সময় মনে হতো না যে অভিনয় করছি। মনে হতো সব সত্যি। শুটিং শেষ হলেও ঘোরের মধ্যে থাকতাম। আর অঝোরে কাঁদতে থাকতাম।
চোখে আঘাত পেয়েছেন দেব
ফেসবুকে দোল উৎসবের ছবি শেয়ার করেন কলকাতার জনপ্রিয় তারকা দেব। সেখানে দেখা যায়, এই তারকার এক চোখে ব্যান্ডেজ। এ ছবি দেখে দেবের ভক্তরা চিন্তায় পড়েন। সবাই তাঁর সুস্থতা কামনার পাশাপাশি কী হয়েছে, তা জানতে চান। জানা যায়, শুটিং সেটে আহত হয়েছেন তিনি।
‘বাঘা যতীন’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন দেব। ওডিশার জঙ্গলে একটি অ্যাকশন–দৃশ্যের শুট করছিলেন। আর তখনই বাঁ চোখের সাদা অংশে আঘাত পান দেব। তবে আঘাত গুরুতর নয়। চিকিৎসকের পরামর্শেই চোখে ব্যান্ডেজ বেঁধে রেখেছেন তিনি। শিগগিরই আবারও শুটিংয়ে ফিরবেন তিনি।
প্রেমিকার সঙ্গে বাইরে যেতে ভয় পান গোবিন্দ
বলিউড অভিনেতা গোবিন্দের প্রেম কাহিনি যেন সিনেমার গল্পের মতো। এক আত্মীয়ের সঙ্গে বাজি ধরে গোবিন্দের সঙ্গে প্রেম করেছিলেন সুনীতা। কিন্তু প্রতিবারই ডেটিংয়ে যাওয়ার সময় বিপত্তিতে পড়তেন এই অভিনেতা।
গোবিন্দ বলেন, ‘আমাকে পাওয়ার জন্য সুনীতা বাজি ধরে। তাঁর সেই আত্মীয় বলেছিল অসম্ভব। কিন্তু সে বলেছিল এটাকে সম্ভব করবে। পরে এক বছর আমার সঙ্গে সম্পর্ক গড়ার জন্য লেগে থাকে। বিভিন্নভাবে চেষ্টা করে আমার মন পাওয়ার। সে ছিল সম্পর্কে আমার মামির বোন। হঠাৎ একদিন তাঁর হাতের স্পর্শে আমার কাছে মনে হয়, মেয়েটি আমার প্রেমে পড়েছে। ফলাফল সুনীতা কাজ হাসিল করে। সে সফল হয়।’
শুরু হলো ল্যাকমে ফ্যাশন উইক
বসন্তের হাওয়া লেগেছে যেন ল্যাকমে ফ্যাশন উইকের আসরে। সেখানেও বসন্তের ছোঁয়া। রঙিন পোশাক, নতুন কাপড়ের গন্ধ, ডিজাইনারদের ব্যস্ততা, মডেলের দ্যুতি—সব মিলিয়ে রীতিমতো জমে উঠেছে ফ্যাশনের এ উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হলো ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক’-এর গ্রীষ্মকালীন আসর।
এবার সাই নিজেকে তৈরি করছেন সীতা হিসেবে
দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা সাই পল্লবীর নাকি এবার বলিউডে অভিষেক হতে চলেছে। তাঁকে নাকি ‘সীতা’র ভূমিকায় দেখা যাবে। এ বিষয়ে সাই এখনো নিজে কিছু খোলাসা করেননি। কিন্তু তাঁর বলিউডে অভিষেকের খবরে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। নির্মাতা মধু মান্টেনার ‘রামায়ণ’ নিয়ে দীর্ঘদিন ধরে নানা খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। ছবির কাস্টিং নিয়ে নানা জল্পনাকল্পনা এই প্রকল্পে রামের বেশে বলিউড তারকা রণবীর কাপুরকে দেখা যাবে।

দক্ষিণি ছবিদেখে মুগ্ধ শাহরুখও
থ্রিলার সিনেমা বানিয়ে চমকে দিয়েছেন মালয়ালম সিনেমার পরিচালকেরা, যার মধ্যে অনেকগুলোরই হিন্দি রিমেকও হয়েছে। এবার থ্রিলার বানিয়ে আলোচনায় দক্ষিণি নির্মাতা রোহিত এম জি কৃষ্ণান। বছরের ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা পায় রোহিত এম জি কৃষ্ণানের প্রথম সিনেমা ‘ইরাট্টা’। এই পরিচালকের কাজ এতটাই প্রশংসিত হয়েছে যে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর সঙ্গে পরের ছবির চুক্তি করেছে।
প্রভাবশালী নারীদের তালিকায় আলিয়া
যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ভ্যারাইটি নারী দিবস উপলক্ষে বিশ্বের প্রভাবশালী নারীদের সমন্বয়ে একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় স্থান পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ২০২২ সালে দারুণ কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য ভারত থেকে একমাত্র অভিনেত্রী হিসেবে এ তালিকায় জায়গা পেয়েছেন আলিয়া।
মারা গেছেন বলিউড অভিনেতা সতীশ কৌশিক
বলিউডের সুপরিচিত পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক আর নেই। মাত্র ৬৬ বছর বয়সেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই তারকা। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে এ খবর জানান প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের।
পুষ্পা-২ তে দেখা যাবে সাই পল্লবী
‘পুষ্পা: দ্য রাইজ’২০২১ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল এটি। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সিনেমাটির সিকুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা। সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’–এ যথারীতি অভিনয় করছেন পুষ্পা রাজের ভূমিকায় আল্লু অর্জুন, তাঁর প্রেমিকার চরিত্রে রাশমিকা মান্দানা ও পুলিশ অফিসারের চরিত্রে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। এবার ‘পুষ্পা ২’তে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সঙ্গে যোগ হলেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।
টাবুকে অবেক সামলে রেখেছেন অজয়
অ্যাকশনধর্মী ছবি ‘ভোলা’। এ ছবিতে শুধু অজয় দেবগনকে নয়, টাবুকেও অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। টাবু বলেন, ‘অ্যাকশন দৃশ্যের জন্য আমাকে কোনো রকম প্রস্তুতি নিতে হয়নি। সেটে অজয় আর তার এক্সপার্ট টিম ছিল। আমি শুধু তাদের নির্দেশ অনুসরণ করেছিলাম।’ সাক্ষাতকারে টাবু বলেন, ‘অজয় আমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেয়নি। আর এ ব্যাপারে আমি নিশ্চিন্তে ছিলাম।’
আরও দেখুনঃ