হলিউডের সিনেমাকে ছাড়িয়ে কোরিয়ান সিনেমা | সারা সপ্তাহের খবর

হলিউডের সিনেমাকে ছাড়িয়ে কোরিয়ান সিনেমা –এর খবর দিয়ে শুরু করছি অভিনয় গুরুকুলের নিউজ আপডেট । আমরা  সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

হলিউডের সিনেমাকে ছাড়িয়ে কোরিয়ান সিনেমা | সারা সপ্তাহের খবর

 

সারা সপ্তাহের খবর

হলিউডের সিনেমাকে ছাড়িয়ে কোরিয়ান সিনেমা

 

হলিউডের সিনেমাকে ছাড়িয়ে কোরিয়ান সিনেমা | সারা সপ্তাহের খবর

গৃহহীনদের নিয়ে গঠিত এক ফুটবল দলের কোচের দায়িত্ব পান দক্ষিণ কোরিয়ার ফুটবলার ইয়ুন হং দেই। সেই আনাড়ি দল নিয়েই বিশ্বকাপে অংশ নেন তিনি। এমন গল্পে নির্মিত সিনেমা ‘ড্রিম’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। ২৬ এপ্রিল মুক্তির পর দক্ষিণ কোরিয়ার বক্স অফিসের শীর্ষে উঠেছে সিনেমাটি। একই দিন থেকে দক্ষিণ কোরিয়ায় মুক্তি পেয়েছে ১০০ মিলিয়ন ডলার বাজেটের হলিউডের সিনেমা ‘দ্য সুপার ম্যারিও ব্রাদার্স মুভি’। সিনেমাটিকে পেছনে ফেলেছে ‘ড্রিম’।

বিটিএসের জিমিনের মতো হতে গিয়ে মারা গেলেন অভিনেতা

সারা দুনিয়াতেই ছড়িয়ে ছিটিয়ে আছে কোরীয় ব্যান্ড বিটিএসের ভক্ত। প্রিয় ব্যান্ড ও ব্যান্ডের সদস্যদের জন্য অনেক ধরনের পাগলামি করেন ভক্তরা। কিন্তু এবার এই ভক্তের পাগলামিটা একটু বেশিই হয়ে গেছে, যার জন্য মাত্র ২২ বছর বয়সেই প্রাণ হারাতে হয়েছে তাঁকে। তিনি হলেন কানাডীয় অভিনেতা সেইন্ট ভন কলুচি। 

বিটিএস ব্যান্ডের সদস্য জিমিনের ভক্ত সেইন্ট। তাই নিজের চেহারাকে তাঁর মতো করতে অস্ত্রোপচার করেন এই অভিনেতা। এক–দুবার নয়, চেহারায় ১২ বার অস্ত্রোপচার করেন তিনি। এ জন্য প্রায় আড়াই কোটি টাকা খরচ হয়েছে সেইন্টের। মুখটা এতবার কাঁচির নিচে পড়েছে, তা আর সইতে পারেনি তাঁর শরীর।

 

google news , গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

বাবা হওয়ার খবরটি লুকিয়ে রেখেছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ

‘কিল ইওর ডার্লিংস’ সিনেমায় অভিনয় করার সময় সহ-অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন হলিউডের অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। বয়সে পাঁচ বছরের বড় এই অভিনেত্রী এরিন ডার্কও তাঁর প্রেমে মজেছিলেন। এর পর থেকে দীর্ঘ এক দশক ধরে একসঙ্গে বসবাস করছেন তাঁরা। গত মাসে এই তারকা দম্পতি বাবা-মা হন। 

কিছুদিন আগেই খবর এসেছিল, বাবা হতে চলেছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। তবে এবার জানা গেল, র‌্যাডক্লিফ বাবা হয়েছেন প্রায় দুই মাস হতে চলল। কিন্তু এই খুশির সংবাদ সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন ‘হ্যারি পটার’খ্যাত এই তারকা। সন্তানকে নিয়ে নিউইয়র্কে ছিলেন র‌্যাডক্লিফ ও এরিন ডার্ক।

১ কোটি মিনিট স্ট্রিমিং করে রেকর্ড গড়ল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’

মুক্তির পর থেকে ১০০ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। চরকির সব ধরনের স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে শিহাব শাহীনের সিরিজটি। চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সেই সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আবদুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, ফরহাদ লিমন, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ আরও অনেকে।

আসছে কি মহানগর ৩ ?

 

হলিউডের সিনেমাকে ছাড়িয়ে কোরিয়ান সিনেমা | সারা সপ্তাহের খবর

 

মহানগর ৩ নির্মিত হবে? সিরিজের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘গল্প এখানে শেষ হয়নি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। মহানগর ৩ আসছে। ’ তবে বিষয়টি এখনই খোলাশা করেননি নির্মাতা নিপুন, অনির্বাণের পোস্টের স্কিনশট ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ওমা, আমাকে না জানিয়েই? ’

আসলেই কি মহানগর ৩ আসছে? —বিষয়টি নিয়ে হইচই বাংলাদেশের পরিচালক সাকিব আর খান গত রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মহানগর ৩ করার ইচ্ছা রয়েছে। মহানগর ২ তো সেভাবেই শেষ হয়েছে। এখন দেখা যাক। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে কিছুই নিশ্চিত নয়। ’

মা হচ্ছেন ক্যাটরিনা?

ঢিলেঢালা পোশাকে দেখে একজন লিখেছেন, ‘ছবি দেখে মনে হচ্ছে, তাঁর ওজন আগের তুলনায় বেড়েছে। তাঁকে কোনো সিনেমার শুটিংয়ে দেখা যায়নি। তিনি সন্তানসম্ভবা?’ ভিডিও দেখে আরেকজন লিখেছেন, ‘তিনি খুব সচেতনভাবে হাঁটছিলেন। মনে হচ্ছিল, তিনি “বেবিবাম্প” আড়াল করতে চাইছেন।’ বিষয়টি নিয়ে ক্যাটরিনা কাইফ ও তাঁর স্বামী ভিকি কৌশল এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তাঁদের সংসারে প্রথম সন্তান আসছে কি না, তা নিশ্চিত হতে তাঁদের বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

আরও পড়ূনঃ

Leave a Comment