কৌশিক গঙ্গোপাধ্যায়

কৌশিক গঙ্গোপাধ্যায় একজন ভারতীয় চলচ্চিত্রর একাধারে পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার। তিনি ২০০৪ সালে ওয়ারিশ নামের একটি চলচ্চিত্র পরিলাচনার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের জগতে প্রবেশ করেন। তার শ্রেষ্ঠ সিনেমাগুলো হল বিসর্জন, বিজয়া, ছোটেদের ছবি, নগরকীর্তন ইত্যাদি।

 

কৌশিক গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কৌশিক গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

জন্ম কলকাতায়, স্কুল শিক্ষা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সুমন মুখোপাধ্যায়ের সাথে একটি নাট্যদল গঠন করেন।

চলচ্চিত্র জীবন শুরু করেন চিত্রনাট্যকার হিসাবে, পরে কয়েকটি টেলিভিশন চিত্র এবং ধারাবাহিকে পরিচালনা ও অভিনয় করেছিলেন। চলচ্চিত্র পরিচালক হিসাবে প্রথম কাজ ওয়ারি- (২০০৪)। পরবর্তী ছবি শূন্য এ বুকে (২০০৫) কিছু বিতর্কের সৃষ্টি করলেও কৌশিকের ছবি দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।

 

কৌশিক গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

সাধারণত নিজের ছবি চিত্রনাট্য নিজেই রচনা করে থাকেন। ঋতুপর্ণ ঘোষের অভিনয় সমৃদ্ধ আর একটি প্রেমের গল্প (২০১০) তাঁকে প্রথম চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসে (২০১১) রৌপ্য ময়ুরের পাশাপাশি ছবিটি নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির মর্যাদা পায়।

ল্যাপটপ (২০১২) ছবিটি ইন্ডিয়ান প্যানোরামায় অন্তর্ভুক্তির পাশাপাশি সেরা নেপথ্য সংগীতের জন্য পুরস্কৃত হয়েছে। এক ফলি আর্টিস্টকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে তাঁর ছবি শব্দ (২০১২)। বছরের সেরা বাংলা ছবির রাষ্ট্রীয় পুরস্কারের পাশাপাশি সেরা শব্দ পরিকল্পনার জন্যও পুরস্কৃত হয়। অপুর পাঁচালী (২০১৩) কৌশিককে এনে দেয় সেরা পরিচালকের জাতীয় সম্মান।

প্রসঙ্গত উল্লেখ্য অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় তাঁর স্ত্রী।

 

কৌশিক গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চলচ্চিত্র পঞ্জি

  • ২০০৪ ওয়ারিশ
  • ২০০৫ শূন্য এ বুকে
  • ২০০৬ এক মুঠো ছবি (যৌথভাবে):
  • ২০০৮ চল লেটস গো’
  • ২০০৯ ব্রেকফেল, জ্যাকপট, অন্তহীন
  • ২০১০ আর একটি প্রেমের গল্প, নটবর নট আউট
  • • ২০১১ রং মিলস্তী, সিস্টেম
  • ২০১২ ল্যাপটপ,শব্দ ঘুড়ি
  • ২০১৩ কেয়ার অফ স্যার, অপুর পাঁচালী, হাওয়া বদল”, ছায়া মানুষ চতুষ্কোণ, খাদ।

 

Google News কৌশিক গঙ্গোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

• অন্য পরিচালকের ছবিতে অভিনয়।

আরও দেখুনঃ

Leave a Comment