আবার গানে ফেরত বিটিএস –এর খবর দিয়ে শুরু করছি অভিনয় গুরুকুলের নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
সারা সপ্তাহের খবর
আবার গানে ফেরত বিটিএস
বিরতি নেওয়ার ১১ মাস পর একসঙ্গে গানে ফিরল বিশ্বজুড়ে আলোচিত ব্যান্ড বিটিএস। মুক্তির অপেক্ষায় থাকা ত্রিমাত্রিক অ্যানিমেশন সিনেমা ‘বাস্টিউনস’–এর সূচনা সংগীতে পাওয়া যাবে জিন, সুগা, জে–হোপসহ বিটিএসের সব সদস্যকে।
ইন্দ্রানী সেনের সঙ্গে গাইলেন তার ছেলে
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ইন্দ্রানী সেনের সঙ্গে মৌলিক বাংলা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী সমরজিৎ রায়। বাংলাদেশের গীতিকবি শাকির দেওয়ানের লেখা মা ও ছেলেকে নিয়ে গাওয়া গানটির সুর, সংগীতায়োজন ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ রায় নিজেই।
কথা বলতে পারছেন না সামান্থা
অনেক দিন ধরেই ‘মায়োসাইটিস’ নামক জটিল রোগে ভুগছিলেন দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। মাঝে একটু সুস্থ হয়ে ফিরেছিলেন তাঁর আসন্ন সিনেমা ‘শকুন্তলম’র প্রচারে। সিনেমার প্রচারণার শুরু থেকেই তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে আর দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। কেন তিনি এই সময়ে নেই, সেই কথা ভক্তদের জানালেন সামান্থা।
খোলামেলা পোশাক পরা পছন্দ করেন না সালমান
বলিউডের ভাইজানের বিশেষ এক নিয়ম, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে পলক তিওয়ারির। পলক খোলামেলা পোশাক পরতে পছন্দ করেন। কিন্তু এ সিনেমার সেটে তিনি স্বভাবসুলভ পোশাক পরিধান করতে পারেননি। কেননা সিনেমার সেটে নারীদের পোশাকের জন্য বিশেষ নিয়ম রেখেছিলেন সালমান খান। পলক তিওয়ারি জানান, সেটে উপস্থিত নারীদের সবাইকে বুক আবৃত করে রাখে, এমন পোশাক পরার নির্দেশ দিয়েছিলেন সালমান খান।

তাহসান খানের বাবা আর নেই
তিন মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় গায়ক তাহসান খানের বাবা সানাউর রহমান খানের। সঙ্গে সঙ্গেই তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় বাবার পাশে থাকার চেষ্টা করেছেন এই গায়ক। সর্বশেষ সাত দিন আগেও জানিয়েছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। ইফতারের পরেই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। তাহসান জানান, হাসপাতালে নেওয়ার পথেই ১৩ এপ্রিল রাত আটটার দিকে তাঁর বাবা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি প্রথম সপ্তাহেই বাজিমাত
মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে রেকর্ড গড়ল অ্যানিমেশন সিনেমা ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’। ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুক্তি পায় সিনেমাটি। সপ্তাহ শেষে বিশ্বজুড়ে এই সিনেমার আয় ৪২ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৬৭৮ ডলার। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই আয় হয়েছে ২২ কোটি ৪৭ লাখ ৪১ হাজার ৬৭৫ ডলার। যেকোনো অ্যানিমেশন সিনেমার প্রথম সপ্তাহে এটি সর্বোচ্চ আয়। এর আগের রেকর্ড ছিল ২০১৯ সালের, ‘ফ্রোজেন ২’-এর। এই অ্যানিমেশন সিনেমা প্রথম সপ্তাহে আয় করেছিল ৩৫ কোটি ৮ লাখ ডলার।
বোমা বিস্ফোরণে আহত সঞ্জয় দত্ত
‘কেডি: দ্য ডেভিল’ ছবির সেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছে, ১২ এপ্রিল বুধবারই দুর্ঘটনাটি ঘটে। বেঙ্গালুরুর পাশেই মাগাড়ি রোড অঞ্চলে চলছিল এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীন আচমকাই বোমা ফাটে। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং। সঞ্জয় দত্তের হাত, কনুই ও মুখে চোট লেগেছে।
বব ডিলান এর চরিত্রে দেখা যাবে টিমোথি শ্যালামে কে
বব ডিলান এক জনপ্রিয় নোবেল পুরস্কার প্রাপ্ত গীতিকবি, তার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। আর বায়োপিকে তাঁর চরিত্রটি করবেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোথি শ্যালামে। পরিচালক এ-ও জানান, চলতি বছরের আগস্টেই শুরু হবে ছবিটির শুটিং। নিঃসন্দেহে বব ডিলানের বায়োপিকটি হতে যাচ্ছে ২৭ বছর বয়সী শ্যালামের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কোরিয়ান অভিনেত্রীর মরদেহ উদ্ধার
নেটফ্লিক্সের ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া দক্ষিণ কোরিয়ার তরুণ মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়াল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ২৬ বছর। ১১ এপ্রিল মঙ্গলবার নিজের বাসা থেকে চাই-ইয়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম স্টার নিউজ।
৩০ এপ্রিল হত্যা করা হবে সালমানকে
১০ এপ্রিল সোমবার মুম্বাইয়ে মহাধুমধামের সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার মুক্তি পেল। ট্রেলারে সালমানের সংলাপ, অভিব্যক্তি ও অভিনয় ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। এসব আলাপের মধ্যে রাতেই আবার হত্যার হুমকি দেওয়া হলো বলিউডের ভাইজানকে। এবার অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তি সালমানকে হত্যার তারিখও জানিয়ে দিল মুম্বাই পুলিশকে।
আরও পড়ুনঃ
banan vul korechen apnara