অভিনয় গুরুকুলের নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : ১৬তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে জাপানি ছবির প্রাধান্য, ‘অস্কারও বিক্রি হয়’, আত্মহত্যার হুমকি দিলেন অভিনেত্রী, শাহরুখের নতুন ছবিতে চমক, অনন্যা পান্ডে আর আদিত্য রায় কাপুর প্রেমের গুঞ্জন, অপু বিশ্বাসের পড়ে যাওয়ার কারণ জানালেন নিরব
১৬তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে জাপানি ছবির প্রাধান্য | সারা সপ্তাহের খবর
১৬তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে জাপানি ছবির প্রাধান্য
এশিয়ার তিনটি প্রধান চলচ্চিত্র উৎসব— টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০০৬ সালে সম্মিলিতভাবে এশিয়ান ফিল্ম এওয়ার্ড একাডেমি প্রতিষ্ঠা করেছিল। এক বছর পর ২০০৭ সালের জানুয়ারি মাসে একাডেমি এশিয়ার বিভিন্ন দেশে নির্মিত ছায়াছবিকে পুরস্কৃত করার বার্ষিক আয়োজনের সূচনা করে এবং হংকং চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে সে বছর মার্চ মাসের ২০ তারিখে প্রথমবারের মতো এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়।
‘অস্কারও বিক্রি হয়’
‘নাটু নাটু’ জিতে নিয়েছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। গোল্ডেন গ্লোব পুরস্কারের পর গতকাল সোমবার অস্কারের ৯৫তম আসরে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নেয় গানটি। অন্যদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মেকআপ আর্টিস্ট শান মিট্টাথুল একই অভিযোগ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘আমি এত দিন ভাবতাম ভারতেই শুধু পুরস্কার কেনা যায়। কিন্তু এখন দেখছি অস্কারও বিক্রি হয়! টাকা দিয়ে সব হয়।’

আত্মহত্যার হুমকি দিলেন অভিনেত্রী
‘আমি সুশান্ত নই, আমি পায়েল ঘোষ, মরলে সবাইকে ফাঁসিয়ে তবে মরব’—বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষের এ পোস্ট নেট দুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। বলিউডের চিত্রনির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘মি-টু’-র অভিযোগ এনে চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। এখন আবার তিনি চর্চায় তাঁর একাধিক পোস্টকে ঘিরে। পায়েল তাঁর পোস্টে আত্মহত্যার- হুমকি দিয়েছেন।
শাহরুখের নতুন ছবিতে চমক
‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন বলিউড তারকা শাহরুখ খান। সিনেমাটি এখন হিন্দি সিনেমার দুনিয়ায় সবচেয়ে বড় ব্লকবাস্টার। ‘পাঠান ঝড়’ শেষ না হতেই চলতি বছরের জুনে জনপ্রিয় তামিল পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যেতে পারে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে।
অনন্যা পান্ডে আর আদিত্য রায় কাপুর প্রেমের গুঞ্জন
প্রকাশ্যে হাতে হাত ধরে একসঙ্গে হাঁটলেন দুই বলিউড তারকা অনন্যা পান্ডে আর আদিত্য রায় কাপুর। র্যাম্পে অনন্যা আর আদিত্যর রকমসকম দেখে অনেকেরই মনে হয়েছে যে তাঁদের দুজনের মনেই ‘বসন্তের রং’ লেগেছে। ‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩’-এর সমাপনী রাত। এ রাত উদ্যাপিত হয়েছে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।
অপু বিশ্বাসের পড়ে যাওয়ার কারণ জানালেন নিরব
শনিবার মুন্সিগঞ্জে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। অনুষ্ঠানে তাঁদের সাত মিনিটের একটি নাচের পরিবেশনা ছিল। পারফর্ম করতে গিয়ে নিরব যখন অপুকে কোলে ওঠাতে যাচ্ছিলেন, তখন পড়ে যান অপু।
তবে সেই পরিস্থিতেও নাচ থামাননি তাঁরা। ওঠে দাঁড়িয়ে ঠিকই পারফর্ম করতে থাকেন। নিরব বলেন, ‘মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে এ আয়োজন ছিল। সেখানে আমরা “হৃদয়ের আয়না”, “জল পড়ে পাতা নড়ে”, “বিয়াইন সাব”সহ চারটি গানে সঙ্গে পারফর্ম করি। এর মধ্যে শেষ গান ছিল “বিয়াইন সাব”। সেই গানে পারফর্মের প্রায় শেষ মুহূর্তে হঠাৎ আমার কোল থেকে অপু পিছলে পরে যায়।
আরও দেখুনঃ