জিয়াউল ফারুক অপূর্ব (অপূর্ব নামে পরিচিত) (জন্ম ২৭ জুন) হলেন একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল। অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন, ২০১৪ সালে গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীতেরও চর্চা করেন। ২০১৭ সালে তার অভিনীত বড় ছেলে নাটকটি প্রশংসিত হয় এবং তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। “জাত অভিনেতা” এই শব্দটি খুব কম মানুষই অর্জন করতে পারে, অপূর্ব তাদের মধ্যে অন্যতম। রোমান্টিসিজমের আসল মানে বুঝিয়েছেন নিজের অভিনয়ের মাধ্যমে।
জিয়াউল ফারুক অপূর্বর জীবনী
সম্পূর্ণ নাম : জিয়াউল ফারুক অপূর্ব
ডাক নাম : অপূর্ব
জন্ম তারিখ : ২৭ জুন, ১৯৮৩
জন্ম স্থান : ঢাকা , বাংলাদেশ
নাগরিকতা : বাংলাদেশ
জীবিকা : অভিনেতা, মডেল, ডিরেক্টর
রাশি : সিংহ
বয়স : ৩৮ বছর
অপূর্বর প্রাতিষ্ঠানিক শিক্ষা:
মহাবিদ্যালয় : নর্থ সাউথ ইউনিভার্সিটি
শিক্ষাগত যোগ্যতা : BBA (ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)
অপূর্বর ধর্ম বিশ্বাস:
ধর্ম : ইসলাম
অপূর্বর শারীরিক পরিসংখ্যান:
উচ্চতা : ৫ ফুট ১১ ইন্চি
ওজন : ৭৬ কেজি
চুলের রঙ : কালো
চোখের রঙ : কালো
ট্যাটু : নেই
অপূর্বর জীবিকা তথ্য:
প্রথম চলচ্চিত্র: গ্যাংস্টার
পুরস্কার :
- মেরিল প্রথম আলো পাবলিক বেস্ট চয়েজ অ্যাওয়ার্ড ফর বেস্ট টিভি অ্যাক্টর ২০১৮
- ATN BANGLA পারফরম্যান্স অ্যাওয়ার্ড ফর বেস্ট টিভি অ্যাক্টর ২০১৭
- RTV স্টার অ্যাওয়ার্ড ওয়ান হাউর ড্রামা অ্যান্ড টেলিফিল্ম ফর বেস্ট অ্যাক্টর ২০২০(বড়ো ছেলে)
অপূর্বর পরিবার ও সম্পর্ক:
- পরিবার : মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন
- স্ত্রী : সাদিয়া জাহান প্রভা (২০১০-২০১১), নাজিয়া হাসান অদিতি (২০১১-২০২০), শম্মা দেওয়ান (২০২১)
- প্রেমিকা : নেই
- ছেলে: জায়ান ফারুক আয়াস
অপূর্বর সম্পদ – সম্পত্তি:
- গাড়ি : একটি হোন্ডা সিবিক ও একটি টয়োটা প্রিমিও
- নগদ অর্থের পরিমাণ : বাংলাদেশী টাকায় ১,৬৯,৪৬,১৯৬০ টাকা
- চলচ্চিত্র পিছু সম্মানী : ৪০-৬০ লাখ
অপূর্বর পছন্দ – অপছন্দ:
- প্রিয় খাবার : ভাত ও গরুর মাংস
- প্রিয় পানীয় : লেমন টি
- প্রিয় সিনেমা : বড়ো ছেলে
- প্রিয় গান : রবীন্দ্র সঙ্গীত
- প্রিয় খেলা : ফুটবল
- প্রিয় রং : সবুজ
- প্রিয় গায়ক : আয়ুব বাচ্চু
- প্রিয় ফুটবল দল : ব্রাজিল
অপূর্বর সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক:

আর পড়ুনঃ