দুলাল দত্ত । চলচ্চিত্র সম্পাদক

দুলাল দত্তের জন্ম কলকাতায়। আই. এ. পাস করার পর আর্থিক অসুবিধার কারণে প্রথাগত শিক্ষায় ছেদ ঘটে। চলচ্চিত্র শিল্পে কিছুদিন সহকারী সম্পাদক হিসাবে কাজ করার পর স্বাধীন ভাবে সম্পাদনার কাজ শুরু করেন।

দুলাল দত্ত । চলচ্চিত্র সম্পাদক

দুলাল দত্ত । বাংলা চলচ্চিত্রের অভিধান

তাঁর সম্পাদনায় প্রথম ছবি সত্যেন বসু পরিচালিত ভোর হয়ে এলো (১৯৫৩)। বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সমস্ত ছবি তিনি সম্পাদনা করেছেন। সত্যজিৎ রায় ছাড়াও সুশীল মজুমদার, তরুণ মজুমদার, অয়া কর, যাত্রিক, পীযূষ বসু, রাজেন তরফদার, হরিসাধন দাশগুপ্ত, পার্থপ্রতিম চৌধুরী, সন্দীপ রায় প্রভৃতি চলচ্চিত্রকারের একাধিক ছবি সম্পাদনা করেন।

 

দুলাল দত্ত । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে সম্পাদনার সাথে যুক্ত এই শিল্পী সমগ্র চলচ্চিত্র জীবনে  নব্বইটিরও বেশি ছবি সম্পাদনা করেছেন।

 

Google News দুলাল দত্ত । চলচ্চিত্র সম্পাদক
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্র পঞ্জি –

  • ১৯৫৩ ভোর হয়ে এলো
  • ১৯৫৪ সতীর দেহত্যাগ, গৃহপ্রবেশ,
  • ১৯৫৫ রিক্সাওয়ালা, দেবর, প্রতীক্ষা, পথের পাঁচালী:
  • ১৯৫৬ শুভদৃষ্টি, আশা, চলাচল অপরাজিত
  • ১৯৫৭ হারজিৎ, শেষ পরিচয়, ঘুম, আঁধারে আলো,
  • ১৯৫৮ পরশপাথর, নূপুর, জলসাঘর
  • ১৯৫৯ চাওয়া পাওয়া, অপুর সংসার
  • ১৯৬০ দেবী, স্মৃতিটুকু থাক, অজানা কাহিনী
  • ১৯৬১ তিন কন্যা
  • ১৯৬২ কাঁচের স্বর্গ, কাঞ্চনজঙ্ঘা, অভিযান,
  • ১৯৬৩ পলাতক শেষ প্রহর, মহানগর
  • ১৯৬৪ কালস্রোত, চারুলতা, অনুষ্টুপ ছন্দ:
  • ১৯৬৫ আলোর পিপাসা, একটুকু বাসা, কাপুরুষ ও মহাপুরুষ
  • ১৯৬৬ নায়ক, সুভাষচন্দ্র
  • ১৯৬৭ হঠাৎ দেখা, বালিকা বধু, আকাশ ছোঁয়া, চিড়িয়াখানা
  • ১৯৬৮ চারণকবি মুকুন্দদাস
  • ১৯৬৯ তেরো নদীর পারে, গুপী গাইন ও বাঘা বাইন, পরিণীতা, কমললতা
  • ১৯৭০ অরণ্যের দিনরাত্রি, মেঘ কালো, প্রতিদ্বন্দ্বী,
  • ১৯৭১ মাল্যদান, নিমন্ত্রণ, কুল, সীমাবদ্ধ,
  • ১৯৭৩ কায়াহীনের কাহিনী, শ্রীমান পৃথ্বীরাজ, অশনি সংকেত,
  • ১৯৭৪ যে যেখানে দাঁড়িয়ে, পঙ্কতিলক, সোনার কেল্লা, ঠগিনী,
  • ১৯৭৬ জনঅরণ্য, মোহনবাগানের মেয়ে,
  • ১৯৭৭ স্বাতী
  • ১৯৭৯ জয় বাবা ফেলুনাথ, নৌকাডুবি,
  • ১৯৮০ বন্ধন, হীরক রাজার দেশে, শেষ বিচার,
  • ১৯৮২ অপরূপা, প্রতীক্ষা, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত, উত্তর মেলেনি;
  • ১৯৮৩ জবানবন্দী, ফটিকচাদ, পিকু,
  • ১৯৮৪ বিষবৃক্ষ, লাল গোলাপ:
  • ১৯৮৫ ঘরে বাইরে
  • ১৯৮৬ মধুময়
  • ১৯৮৭ লালন ফকির,
  • ১৯৮৮ অপরাধী, মধুবন, শঙ্খচূড়, তুমি কত সুন্দর,
  • ১৯৯০ অনুরাগ, এখানে আমার স্বর্গ, গণশত্রু, শেষ আঘাত, স্বর্ণতীর্থ,
  • ১৯৯১ প্রেম পূজারী, দাবিদার
  • ১৯৯২ গুপী বাঘা ফিরে এলো, শাখাপ্রশাখা, আগন্তুক,
  • ১৯৯৪ বিদ্রোহিনী, উত্তরণ,
  • ১৯৯৫ বৌমণি:
  • ১৯৯৮ জীবনতৃষ্ণা,
  • ১৯৯৯ যুগাবতার লোকনাথ,
  • ২০০০ পরিচয়
  • ২০০২ ছেলেবেলা
  • ২০১০ গজ উকিলের হত্যারহস্য।

 

আরও দেখুনঃ

Leave a Comment