ধনঞ্জয় ভট্টাচার্য এর জন্ম হাওড়া জেলার বালিতে। ভাই পান্নালাল ভট্টাচার্যও ছিলেন সংগীতশিল্পী। সংগীত শিক্ষার শুরু ললিতমোহন মুখোপাধ্যায়ের কাছে। পরবর্তী কালে সত্যেন ঘোষালের কাছেও সংগীত শিক্ষা নিয়েছিলেন।১৯৪০ সালে তাঁর প্রথম বেসিক রেকর্ড প্রকাশিত হয়, যদিও এর আগেই ১৯৩৮ সালে তাঁর গান আকাশবাণী থেকে সম্প্রচারিত হয়েছিল।
ধনঞ্জয় ভট্টাচার্য । বাংলা চলচ্চিত্রের অভিধান
চলচ্চিত্রে প্রথম কাজ শ্রীভারতলক্ষ্মী পিকচার্স প্রযোজিত এবং গুণময় বন্দ্যোপাধ্যায় পরিচালিত জীবনসঙ্গিনী (১৯৪২) ছবিতে। এই ছবির সংগীত পরিচালক ছিলেন হিমাংশু দত্ত। পরবর্তীকালে একশোরও বেশি বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে কাজ করেছেন কমল দাশগুপ্ত, দক্ষিণামোহন ঠাকুর, শৈলেশ দত্তগুপ্ত, রবীন চট্টোপাধ্যায়, অনিল বাগচী, গোপেন মল্লিক, অনুপন ঘটক, নচিকেতা ঘোষ, হীরেন বসু, দুর্গা সেন, হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেববর্মণ, শ্যামল মিত্র, চট্টোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, মৃণাল বন্দ্যোপাধ্যায় প্রভৃতি সংগীত পরিচালকের সাথে।
অরুণ চৌধুরী পরিচালিত লেডিস সিট (১৯৫৪) এবং অজিত গঙ্গোপাধ্যায় পরিচালিত জয় মা তারা (১৯৭৮) ছবিগুলিতে সংগীত পরিচালক হিসাবেও কাজ করেছেন। চলচ্চিত্র জীবনের প্রথম দিকে কয়েকটি ছবিতে অভিনয়ও করেন। সুধীর মুখোপাধ্যায় পরিচালিত পাশের বাড়ী (১৯৫২), অমর দত্ত পরিচালিত অদৃশ্য মানুষ (১৯৫৩), হরিদাস ভট্টাচার্যর নববিধান (১৯৫৪) এবং অরুণ চৌধুরী পরিচালিত শ্বশুরবাড়ী (১৯৫৩) ও লেডিস সিট (১৯৫৪) ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন। গৌরীপ্রসন্ন মজুমদার, প্রণব রায়, শ্যামল গুপ্ত, মিন্টু ঘোষ, পুলক বন্দ্যোপাধ্যায় প্রভৃতি গীতিকারের লেখা গান ধনঞ্জয়ের কণ্ঠে চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪২ জীবনসঙ্গিনী,
- ১৯৫২ আবু হোসেন:
- ১৯৫৫ কথা কও, গোধুলি, দেবী মালিনী, শ্রীবৎসচিন্তা, আত্মদর্শন, ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ:
- ১৯৫৬ সতী অহল্যা, ভাদুড়ীমশাই, সাহেব বিবি গোলাম, হে মহামানব, পরাধীন, অসমাপ্ত, মহাকবি গিরিশচন্দ্র, মামলার ফল, চলাচল, রাজপথ, সাধক রামপ্রসাদ, গোবিন্দদাস, মদনমোহন, ফল্গু, নাগরদোলা, নবজন্ম
- ১৯৫৭ বড় মা, একতারা, নীলাচলে মহাপ্রভু, অভিষেক, আমি বড় হবো, মাথুর, বাকসিদ্ধ, চন্দ্রনাথ, তমসা
- ১৯৫৮ শ্রীশ্রীমা, বাঘাযতীন, তানসেন, পুরীর মন্দির, শ্রীশ্রীতারকেশ্বর
- ১৯৫৯ নৌকাবিলাস, ঠাকুর হরিদাস, শ্রীশ্রী নিতু, শ্রীরাধা, সাগর সঙ্গমে, স্বপনপুরী,
- ১৯৬০ দেবর্ষি নারদের সংসার, উত্তর মেঘ, ত্রৈলসস্বামী, মীরাবাই, নদের নিমাই নতুন ফসল,
- ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, সাধক কমলাকান্ত, লক্ষ্মীনারায়ণ, মিষ্টার এন্ড মিসেস চৌধুরী,
- ১৯৬২ মন দিল না বসু, বিপাশা, তরণীসেন বধ, খনা, বন্ধন, শেষ চিহ্ন
- ১৯৬৩ অবশেষে দ্বীপের নাম টিয়ারং, ভ্রান্তিবিলাস, বাদশা,
- ১৯৬৪ এরা কারা, ধীরেশ্বর বিবেকানন্দ, রাধাকৃষ্ণ, মহাতীর্থ কালীঘাট,
- ১৯৬৫ রূপ সনাতন, ভারতের সাধক:
- ১৯৬৬ অঙ্গীকার, পাগল ঠাকুর, শেষ তিন দিন, জোড়াদীঘির চৌধুরী পরিবার:
- ১৯৬৭ দেবীতীর্থ কামরূপ কামাখ্যা;
- ১৯৬৮ ছোট্ট জিজ্ঞাসা, চারণকবি মুকুন্দদাস, আদ্যাশক্তি মহামায়া,
- ১৯৬৯ আঁধার সূর্য, বালক গদাধর,
- ১৯৭০ মহাকবি কৃত্তিবাস
- ১৯৭১ চৈতালী, শচীমার সংসার, ত্রিনয়নী মা
- ১৯৭২ বিরাজ বৌ:
- ১৯৭৩ আবীরে রাঙানো
- ১৯৭৫ উমনো ও ঝুমনো
- ১৯৭৬ যুগমানব কবীর:
- ১৯৭৭ রামের সুমতি, বেহুলা লখীন্দর, প্রাণের ঠাকুর রামকৃষ্ণ
- ১৯৭৮ জয় মা তারা, মা ছিন্নমস্তা
- ১৯৭৯ যত মত তত পথ:
- ১৯৮০ মাতৃভ রামপ্রসাদ;
- ১৯৮৩ দুই পাতা,
- ১৯৮৭ ক্ষ্যাপা ঠাকুর।
অভিনয়-
- ১৯৫২ পাশের বাড়ী।
- ১৯৫৩ শশুরবাড়ী, অদৃশ্য মানুষ।
- ১৯৫৪ নববিধান, লেডিস সিট*
- ১৯৭৮ জয় মা তারা*।
*চিহ্নিত ছবি দুটির সংগীত পরিচালনা করেন।
আরও দেখুনঃ