নচিকেতা ঘোষ: জন্ম কলকাতায়। কৃষ্ণচন্দ্র দে, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত প্রভৃতি সংগীতজ্ঞদের ছোটবেলায় খুব কাছ থেকে দেখেছেন, অনেক সময় তাদের গানের সাথে তবলায় সংগতও করতেন।
নচিকেতা ঘোষ । বাংলা চলচ্চিত্রের অভিধান
আর. জি. কর কলেজে ভর্তি হলেও শিক্ষা অসম্পূর্ণ রেখেই সংগীত পরিচালকের পেশা বেছে নেন। কলেজে পড়ার সময় ‘Twenty-fifth July’ নামে একটি ছবির সংগীত পরিচালনার দায়িত্ব নেন কিন্তু ছবিটি সম্পূর্ণ হয় নি।
প্রথম কাজ খগেন রায় পরিচালিত বৌদির বোন (১৯৫৩) ছবিতে সংগীত পরিচালক হিসাবে। পরবর্তী ছবি ফণী বর্মা পরিচালিত জয়দেব (১৯৫৪)। এই ছবিতে সংগীত পরিচালনার পাশাপাশি নেপথ্য সংগীত পরিবেশনও করেছিলেন। বাংলা ছবিতে মাত্র দু দশকের কিছু বেশি সময়ের সংগীত পরিচালনার জীবনে ৬৬টি বাংলা ছবিতে সংগীত পরিচালনার পাশাপাশি এই একটিই ছবিতে নেপথ্য গায়ক হিসাবে কাজ করেছেন, যদিও তাঁর গাওয়া গানের কিছু বেসিক ডিস্কও পাওয়া গিয়েছে।
যে সব উল্লেখযোগ্য পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন দেবকী বসু, চিত্ত বসু, নীরেন লাহিড়ী, অসিত সেন, যাত্রিক, বিকাশ রায়, অরবিন্দ মুখার্জী, প্রেমের মিত্র, নির্মল সে অগ্রদূত, অগ্রগামী, সলিল সেন প্রভৃতি। তাঁর সংগীত পরিচালনায় নির্মিত অনেক ছবিই শুধুমাত্র সংগীতের কারণে জনপ্রিয়তা অর্জন করেছে। চলচ্চিত্রে সংগীত পরিচালনার পাশাপাশি আধুনিক বাংলা গানেও তাঁর অবদান অনস্বীকার্য।
ষাটের দশকের গোড়ায় নচিকেতা হিন্দী ছবির সুরকার হিসাবে কাজ করার জন্য বোম্বে চলে যান। প্রায় সাত বছর বোম্বেতে কাজ করার পর তিনি আবার কলকাতায় ফিরে আসেন। গৌরীপ্রসন্ন মজুমদার, মুকুল দত্ত, পুলক বন্দ্যোপাধ্যায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়, শ্যামল গুপ্ত প্রভৃতি গীতিকারদের লেখায় এবং নচিকেতা ঘোষের সুরে বহু অমর গানের সৃষ্টি হয়েছে।

চলচ্চিত্ৰপঞ্জি —
- ১৯৫৩ বৌদির বোন,
- ১৯৫৪ জয়দেব
- ১৯৫৫ নিষিদ্ধ ফল, পথের শেষে, ঝড়ের পরে, ভালবাসা, অর্ধাঙ্গিনী,
- ১৯৫৬ ত্রিযামা, নবজন্ম,
- ১৯৫৭ তাপসী, পৃথিবী আমারে চায়, হরিশ্চন্দ্র, নতুন প্রভাত, রাস্তার ছেলে;
- ১৯৫৮ বন্ধু, ভানু পেলো লটারী, জোনাকির আলো, ইন্দ্রাণী, রাজধানী থেকে
- ১৯৫৯ চাওয়া পাওয়া, স্বপনপুরী, দেড়শো খোকার কাণ্ড, কিছুক্ষণ, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট,
- ১৯৬০ আকাশ পাতাল, হাত বাড়ালেই বন্ধু, ক্ষুধা, চুপিচুপি আসে, বিয়ের খাতা:
- ১৯৬১ কানামাছি;
- ১৯৬৪ কাঁটাতার;
- ১৯৬৮ রক্তলেখা:
- ১৯৬৯ চিরদিনের শেষ থেকে শুরু:
- ১৯৭০ বিলম্বিত লয়, নিশিপদ্ম,
- ১৯৭১ ধন্যি মেয়ে, ফরিয়াদ
- ১৯৭২ স্ত্রী, ছিন্নপত্র;
- ১৯৭৩ নকল সোনা, বনপলাশির পদাবলী, ননীগোপালের বিয়ে, নতুন দিনের আলো, শবরী, অগ্নিভ্রমর
- ১৯৭৪ আলোর ঠিকানা, অসতী, শ্রাবণ সন্ধ্যা, সুজাতা,
- ১৯৭৫ মৌচাক, ছুটির ফাঁদে, স্বয়ংসিদ্ধা নগর দর্পণে, কমললতা, প্রিয় বান্ধবী, সন্ন্যাসী রাজা,
- ১৯৭৬ সেই চোখ, মোমবাতি, হোটেল স্নো ফক্স, আনন্দমেলা,
- ১৯৭৭ অসাধারণ;
- ১৯৭৯ ব্রজবুলী:
- ১৯৮০ অভিষেক।
আরও দেখুনঃ