নব্বই দশকের জনপ্রিয় নায়িকা একা-র জীবনের গল্প

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের নায়িকা একা (শাহিদা আরবী সিমন) চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকে অভিনয়ের এবং বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। ১৯৯৭ সালে রূপালি পর্দায় যাত্রা শুরু হয় তার। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর”ও “তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তিনি ত্রিশটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অন্তরালে চলে যান তিনি।

aka 20210731212927 নব্বই দশকের জনপ্রিয় নায়িকা একা-র জীবনের গল্প

নায়িকা একা

 

শাহিদা থেকে নায়িকা একা হওয়ার গল্প:

তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাহিদা আরবী সিমনের। তবে ব্যবসায়ীকভাবে ‘রাখাল রাজা’ সিনেমাটি সফল হয়নি। পরের বছরই সুপারস্টার মান্নার সঙ্গে ‘একা’ নামে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমা পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।

শাহিদা থেকে নায়িকা একা হওয়ার ঘটনার বর্ণনা দিয়ে ‘তেজী’ সিনেমার পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘ডিপজল সাহেব সিনেমা বানাবেন। গল্প রেডি। তখন সিনেমার নামও ঠিক করা হয়নি। মান্নাও তখন হিট হয়নি। তার বিপরীতে প্রথমে পপিকে বললাম। হঠাৎ করেই মহরতের দিন বেঁকে বসেন পপি। শেষ পর্যন্ত পপিকে পেলাম না। এর পরে মুনমুনকে বললাম সেও রাজি হলো না। পূর্ণিমা সিনেমায় তখন নতুন তাকেও বললাম রাজি হয়নি। পরিচালক হান্নান বললেন-তোজাম্মেল হক বকুল নতুন একটা নায়িকা নিয়ে আসছেন। ওকে দেখতে পারেন। পরে যোগাযোগ করলে একা সিনেমাটিতে কাজ করে। এরপরই সিমনকে এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেয়া হয়।’

তিনি আরো বলেন, ‘আর সেই সময়ই সিমনকে বলা হয় আজ থেকে তোমার কেউ নেই তুমি একা। আর এই সিনেমায় তোমার নামও একা। পরে একা নাম নিয়ে ‘তেজী’ সিনেমাটি মুক্তি পায়। হিটও হয়। এরপর থেকে একা নাম নিয়েই চলচ্চিত্রে কাজ করেন তিনি।’

একা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলা হাওয়া’। কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এরপর অজানা কারণে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান তিনি।

নায়িকা একা গ্রেপ্তার নব্বই দশকের জনপ্রিয় নায়িকা একা-র জীবনের গল্প
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ২০২১ সালের ৩১ জুলাই পুলিশ নায়িকা একাকে আটক করে।

নায়িকা একা গ্রেফতার:

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ২০২১ সালের ৩১ জুলাই পুলিশ তাকে আটক করে। সে সময় রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে। এসব মামলায় গ্রেফতার করে একাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  এরপর জেল ও পরে জামিন।

মুক্তি পেয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একা। ছবি, টিকটক এবং লাইভ করে নিজের অবস্থান জানান দিচ্ছেন এই নায়িকা। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাইভ করেন একা। লাইভে তিনি ভালো আছেন বলেনও জানান।

মাদক ও গৃহকর্মীকে নির্যাতনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েই হিরো আলমের প্রযোজনায় নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেন একা। ছবির নাম নাম্বার ওয়ান হারামি। এই ছবিতে হিরো আলমের দুই নায়িকার একজন একা। অন্যজন রিয়া মণি।

চিত্র নায়িকা একা বর্তমান ছবি

 

একা আর একা নন, করেছেন বিয়ে:

গণমাধ্যম থেকে দূরে থাকা একা জানালেন তিনি বিয়ে করেছেন। সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেন, ‘ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাবো।’

একা জানান, তাঁর স্বামী এখন দেশের বাইরে।

নায়িকা একা

 

হিরো আলমের সিনেমায় একা:

সম্প্রতি আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এ প্রসঙ্গে একা বলেন, ‘আমি ক্যামেরার পেছনেই কাজ করছিলাম। কিন্তু আমার প্রিয় মানুষ, আমার হাজবেন্ড আমাকে বলছিলেন কেন আমি ক্যামেরার সামনে কাজ করছি না। তার কথাতেই আমি ক্যামেরার সামনে এসেছি। এখন নিয়মিত কাজ করবো।’

নায়ক মান্নার সঙ্গে তেজী সিনেমার মতো হিট সিনেমা উপহার দেওয়া নায়িকা হিরো আলমের সঙ্গে অভিনয় করছেন। বিষয়টি নিয়ে কথা বলতেই নায়িকা একা বললেন, ‘আসলে বিশাল পর্দা ভেঙে হাতে হাতে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ছে। মানুষের চাহিদা এখন হাতে হাতে থকাকা মোবাইল ফোনে। হয়তো বড় পর্দায় কাজ করছি, কিন্তু সেটা তো খণ্ড খণ্ড হয়ে মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়বে। সময়ের কারণেই আমি হিরো আলমের সঙ্গেও কাজ করছি। সে অভিনেতা, তাঁকে আমি ছোট করে দেখছি না। সেই মোবাইলে জনপ্রিয়।’

অভিনয় চাকরি ছাড়াও নায়িকা একা সিনেমা পরিচালনা নিয়েও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানান।

 

নায়িকা একা

নায়িকা একা অভিনিত চলচ্চিত্র তালিকা:

প্রায় সব তারকা নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে হিট সিনেমা উপহার দেন একা। তবে সবচেয়ে সফল ছিলেন মান্না-একা। মান্নার সঙ্গেই টানা ২০-২৫টির মতো সিনেমায় অভিনয় করেন একা। ওই সময়ে এ জুটিকে লুফে নিয়েছিল দর্শক।

 

google news , গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

মান্নার মৃত্যুর পর রুবেল, অমিত হাসান, আমিন খান, আলেকজান্ডার বো, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ সবার সঙ্গেই অভিনয় করে সাফল্য পেয়েছেন এই নায়িকা।

  • তেজী
  • টপ টেরর
  • চরম অপমান
  • ধর
  • বাহাদুর সন্তান
  • হুমকির মুখে
  • রঙ্গীন রাখাল রাজা
  • হিংস্র থাবা
  • গরীবের সম্মান
  • বাবা কেন আসামী
  • কালো চশমা
  • বস্তির শাহেনশাহ
  • বাবা কেন আসামি
  • রাজ গোলাম
  • বাংলার সৈনিক
  • আমি গুন্ডা আমি মাস্তান
  • পুলিশ অফিসার
  • জন্মশত্রু
  • জিন্দা দাফন
  • কদম আলী মাস্তান
  • গ্যাংস্টার
  • দৌড়
  • অসীম শক্তি
  • ওপেন চ্যালেঞ্জ
  • আজকের দাপট
  • মানিক বাদশা
  • আখেরী জবাব
  • মরন নিয়ে খেলা
  • পাগলা হাওয়া

 

 

আরও দেখুন:

Leave a Comment